বাংলা নিউজ > বায়োস্কোপ > Naseeruddin-Ratna: কানের রেড কার্পেটে প্রথম হাঁটলেন নাসিরুদ্দিন ও রত্না, ‘আমার অবাস্তব মনে হচ্ছিল…’

Naseeruddin-Ratna: কানের রেড কার্পেটে প্রথম হাঁটলেন নাসিরুদ্দিন ও রত্না, ‘আমার অবাস্তব মনে হচ্ছিল…’

কান চলচ্চিত্র উৎসবে নাসিরুিদ্দিন ও রত্না পাঠক শাহ, সঙ্গে প্রতীক বব্বর। (REUTERS)

কানের রেড কার্পেটে হাঁটলেন নাসিরুদ্দিন ও রত্না পাঠক শাহ। ক্রিম রঙের শেরওয়ানি পরেছিলেন নাসিরুদ্দিন। ল্যাভেন্ডার ব্লাউজের সঙ্গে সোনালি শাড়িতে বরের পাশে হাঁটেন রত্না। শ্যাম বেনেগালের 'মন্থন' প্রদর্শিত হয় এবারে। 

শুক্রবার কান চলচ্চিত্র উৎসবে শ্যাম বেনেগালের 'মন্থন' প্রদর্শিত হয়। নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ এবং প্রতীক বব্বর হাঁটেন রেড কার্পেটে। ছবির স্ক্রিনিংয়েও অংশ নিয়েছিলেন তঁরা। ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন সিনেমাটির স্ক্রিনিং থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন। 

কান চলচ্চিত্র উৎসবে মন্থন টিম

বিশেষ স্ক্রিনিংয়ের জন্য নাসিরুদ্দিন শাহ বেছে নিয়েছিলেন ক্রিম রঙের শেরওয়ানি। ল্যাভেন্ডার ব্লাউজের সঙ্গে সোনালি শাড়িতে বরের পাশে হাঁটেন রত্না পাঠক শাহ। প্রতীক একটি কালো স্যুট বেছে নিয়েছিলেন এই বিশেষ দিনের জন্য। এবং তার গলায় ছিল একটি স্কার্ফ, ছিল যা তার প্রয়াত মা, অভিনেত্রী স্মিতা পাটিলের। 

আরও পড়ুন: বিয়ের ৬ বছর, ১ ছেলের মা! বউ ঋদ্ধিমার হাতের স্পেশাল এই খাবারের প্রশংসায় পঞ্চমুখ গৌরব

ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিবেন্দ্র সিং দুঙ্গারপুর ছবিটির স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন। এদিকে, ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মন্থনের স্ক্রিনিং থেকে কিছু ছবি শেয়ার করে নিয়েছেন। আর ক্যাপশনে লেখেন, ‘এটি সত্যই একটি স্মরণীয় সন্ধ্যা ছিল কারণ এফএইচএফ-এর 'মন্থন' রিস্টোরেশন গতকাল ফেস্টিভাল ডি কান ২০২৪-এ প্রিমিয়ার হয়েছিল, নাসিরুদ্দিন শাহের জন্য স্ট্যান্ডিং ওভেশন এবং দর্শকদের অনেক প্রশংসা দিয়ে শেষ হয়েছিল। শ্যাম বেনেগাল যদি এই মুহূর্তটি উপভোগ করার জন্য আমাদের সাথে থাকতেন!’

আরও পড়ুন: ‘লোকে বলে ভালো জিনিস…’! মিঠাই রানির প্রেম নিয়ে চর্চা, ইনস্টায় কী ইঙ্গিত সৌমিতৃষার

কী বলছেন নাসিরুদ্দিন:

ব্রুট ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় নাসিরুদ্দিনকে বলতে শোনা গেল, ‘এটা আমার অবাস্তব মনে হয়েছিল। আমি সবসময় ভিডিয়োতে বা ছবিতে রেড কার্পেট অনুষ্ঠান দেখেছি। আমি স্বপ্নেও ভাবিনি আমি এবং আমার স্ত্রী এটিকে উপভোগ করতে পারব। এটি একটি আবেগপূর্ণ অভিজ্ঞতা ছিল আমাদের জন্য। কারণ, এই সিনেমায় থাকা আমার অনেক বন্ধু, শিক্ষক, কেউই আর আমাদের সঙ্গে নেই।’

আরও পড়ুন: সেটে আসতে দেরি করত সলমন-ঐশ্বর্য… হাম দিল দে চুকে সনমের সহকর্মী কী ফাঁস করলেন?

মন্থন শ্যাম বেনেগাল এবং খ্যাতমান নাট্যকার বিজয় তেন্ডুলকর সহ-রচনা করেছিলেন এবং এতে টাকা ঢেলেছিল ৫ লক্ষ কৃষক। তাঁরা প্রত্যেকে এই সিনেমার জন্য সেই সময় ২ টাকা করে দিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় কান ফিল্ম ফেস্টিভ্যালে মন্থনের প্রদর্শিত হয়। এতে উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন, তার স্ত্রী রত্না পাঠক শাহ, প্রয়াত স্মিতা পাটিলের ছেলে প্রতীক বব্বর, ভার্গিস কুরিয়েনের মেয়ে নির্মলা কুরিয়েন, স্মিতা পাটিলের বোন-অনিতা পাটিল দেশমুখ এবং মান্যা পাতিল শেঠ।

 

বায়োস্কোপ খবর

Latest News

‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী? স্বামীকে খুন করে পালাল স্ত্রী, ২ দিন মৃতদেহের সঙ্গে ঘর পাহারা দিল পোষ্য কুকুর ঘণ্টাখানেক আগেও ছিলেন বিজেপির প্রচারে, সটান হাজির রাহুলের মঞ্চে প্রাক্তন এমপি নবরাত্রির প্রথম দিন আজ, পুজো হয় দেবী শৈলপুত্রীর বাবর আজমের পদত্যাগের পরেই হঠাৎ করে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ৩১ বছরের স্পিনার শনির রাহুর নক্ষত্রে গমন! অর্থ সম্পদ নাকি অশনিসংকেত, কীসের দিচ্ছে ইঙ্গিত জেনে নিন ভর্তি হতে পারছেন না রোগীরা, চিন্তায় দেবাংশু!'সিনিয়ররা কোথায়?' প্রশ্ন নেটিজেনের ‘ট্রোলের জন্য তৈরি…', বিচারের আগ আন্দোলনের মুখ লগ্নজিতা পুজোয় USA যাচ্ছেন, কেন? BJP, CPIM নয়, TMC বিধায়কের বিরুদ্ধে ‘চোর’ ‘গদ্দার’ স্লোগান উঠল TMCরই মিছিল থেকে ১ বা ২ না,১৬টি বনেদি পুজো নিয়ে মুর্শিদাবাদের এই গ্রাম হয়ে উঠেছে ‘দুর্গা গ্রাম’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.