দিয়া মির্জা, ফাতিমা সানা শেখ এবং সঞ্জনা সাঙ্ঘীর সঙ্গে ‘ধক ধক’ মুক্তির অপেক্ষায় আছেন অভিনেত্রী রত্না পাঠক শাহ। থিয়েটার, টেলিভিশন, সিনেমা, ওটিটি-- বিনোদনের সব মাধ্যমে সফলভাবে কাজ করেছেন তিনি। তবে সম্প্রতিই তাঁকে বলতে শোনা গেল বলিউডে ‘প্রকৃত গল্প’-এর বড়ই অভাব।
ফিল্ম কম্প্যানিয়নের সঙ্গে সাক্ষাৎকারে রত্না বললেন, ‘বহুদিন বলিউডে কোনও প্রকৃতক লেখক ছিল না। অন্তত ৮০-৯০-এর দশকে। আমি কেবল হলিউডের সিনেমাগুলির সাধারণ কপি দেখেছি। যা মানুষ অরিজিন্যাল হিসেবে দেখেছে।’ এখানেই থেমে না থেকে নাসিরুদ্দিন শাহের স্ত্রী আরও যোগ করেন, ‘দুর্ভাগ্যবশত আমাদের কিছু 'সুপরিচিত চলচ্চিত্র' আক্ষরিক অর্থে ফ্রেম-বাই-ফ্রেম কপি।’
রত্না মনে করেন, বর্তমান সময়ে ভারতীয় দর্শকদের কাছে ওটিটি-র জনপ্রিয়তার ফলে সৃজনশীলতা তুলে ধরা খানিক সহজ হয়েছে।
‘ধক ধক’ সিনেমার জন্য ৬৫ বছর বয়সে এসে বাইক চালানো শিখেছেন রত্না পাঠক শাহ। সেই প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী জানালেন, ‘আমি অনেকবার স্বপ্নে বাইক চালিয়েছি। আমি বাইক রাইডারদের দিকে তাকাতাম এবং ভাবতাম যে একদিন আমিও বাইক চালাব। কিন্তু আমি জানতাম না যে, ৬৫ বছর বয়সে আমাকে বাইক চালাতে হবে।’
১৩ অক্টোবর সিনেমা হলে রিলিজ করছে ‘ধক ধক’। ছবিটি চারজন মহিলাকে ঘিরে আবর্তিত হয়েছে যারা সাহসিকতার সঙ্গে বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য পাসে একটি রোডট্রিপ করেন। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন ফ্রেডি এবং শ্রীকান্ত বশির-খ্যাত তরুণ দুদেজা।
বিতর্কিত মন্তব্য করে প্রায়ই খবরে আসেন নাসিরুদ্দিন শাহ। স্পষ্ট কথা বলতে ছাড়েন না রত্না-ও। যদিও বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ট্রোল, হুমকি এত বাড়ছে যে মাঝে মাঝে চিন্তাতেই পড়েন তিনি। এর আগে এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘মাঝে মাঝে ভয় লাগে এই বুঝি বাড়িতে পাথর পড়বে। তাছাড়া কাজ পেতেও তো সমস্যা হচ্ছে। এদিকে দুনিয়ায় কী ভুল হচ্ছে সেটা যদি কেউ আঙুল দিয়ে না দেখায় তাহলেও তো মুশকিল। কীভাবেই বা সমাজের উন্নতি হবে।’
আরআরআর-কে 'রিগ্রেসিভ' বলে অভিহিত করেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেইসময় কম ট্রোল হয়নি তাঁকে ঘিরে। তবে স্পষ্টবক্তার স্বভাব অবশ্য তাতে একটুও বদলায়নি!