আসন্ন টি ২০ বিশ্বকাপ নিয়ে যত না আলোচনা, তার থেকে বেশি চর্চায় সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বিবাহ বিচ্ছেদ। যা শুরু হয়েছিল, নাতাশা সামাজিক মাধ্যমে তাঁর নামের পাশে পান্ডিয়া উপাধি মুছে ফেলার পরে। এমনকী, দেখা যায় বিয়ের ফোটোও ডিলিট করেছেন। আবার সঙ্গে একটি পোস্টে লিখেছিলেন, ‘কোনও একজন পথে বসতে চলেছে…’! শোনা যাচ্ছে, বিবাহ বিচ্ছেদের খেসারত হিসেবে নিজের সম্পত্তির ৭০ শতাংশ দিয়ে দিয়েছেন হার্দিক নাতাশাকে।
নাতাশার ইনস্টাগ্রাম স্টোরি:
দুই পক্ষের কেউই এখনও ডিভোর্স নিয়ে মুখ খোলেননি। তবে মঙ্গলবার রাতে, সার্বিয়ান মডেল এবং অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরি ফের একবার ভক্তদের কপাল কুঁচকানোর কারণ হয়ে দাঁড়াল।
বান্দ্রা-ওরলি সি লিঙ্কে ড্রাইভের সময় তোলা একটি ফোটো শেয়ার করে নেন। যার ক্যাপশনে লেখেন, ‘ইশ্বরের প্রশংসা করুন…’
আরও পড়ুন: জাহির খানের বউ সাগরিকা-র সঙ্গে ডিনারে বিরাট, ছেলে-মেয়ে নিয়ে অনুষ্কা একা বাড়িতে?
হার্দিক-নাতাশার সম্পর্ক:
সম্প্রতি আইপিএলে হার্দিকের পারফরম্যান্সের জন্য ট্রোলড হয়েছিলেন ৩২ বছরের সার্বিয়ান মডেল ও অভিনেত্রী। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের খারাপ খেলা শুরু করতেই নাতাশার ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে অপমান ও অবমাননাকর মন্তব্যের বন্যা বয়ে যায়। ৮ মার্চ ছিল নাতাশার জন্মদিন, আশ্চর্যজনকভাবে সেদিন কোনও পোস্ট করেননি হার্দিক। দুজনে একে-অপরকে নিয়ে স্টোরিও দেন না আজকাল। আইপিএলের একটি ম্যাচেও স্ট্র্যান্ডে দেখা যায়নি নাতাশাকে। যদিও দেওর ক্রুণাল এবং পাঙ্খুরি-র সঙ্গে এখনও কমেন্ট চালাচালি হয় সামাজিক মাধ্যমে।
আরও পড়ুন: ইসলামের টানে অভিনয় ছাড়েন জায়রা! বাবার মৃত্যুর খবর ভাগ করে লিখলেন, ‘আল্লা ক্ষমা করুক…’
নাতাশার থেকে বয়সে ২ বছরের ছোট হার্দিক। বর্তমানে তাঁর বয়স ৩০। নাতাশা-হার্দিক ২০২০ সালের ৩১ মে আইনি বিয়ে করেছিলেন এবং সেই বছরের ৩০ জুলাই তাদের প্রথম সন্তান, পুত্র অগস্ত্যর জন্ম দেন। এরপর সামাজিক বিয়ে হয় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। রীতিমতো ধুমধাম করে দ্বিতীয়বারের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হার্দিক-নাতাশা।
আরও পড়ুন: নায়িকার পর কি বদলে গেল চিনি-র খলনায়িকাও? মধুরিমার জায়গায় আসছে নাকি ‘মিশকা’ অহনা
এদিকে, ডিভোর্সের খবর চাউর হওয়ার পর থেকে আর দেখা মেলেনি হার্দিকের। খবর তিনি নাকি বিদেশে কোনও এক গোপন ঠিকানায় ছুটি কাটাচ্ছেন। সেখান থেকে চলে যাবেন সোজা আমেরিকা আসন্ন টি ২০ বিশ্বকাপ খেলতে। সম্প্রতি এক বিদেশি বন্ধুর সঙ্গে মুম্বইয়ে একটি রেস্তরাঁয় দেখা যায় নাতাশাকে। সেখানে ডিভোর্স প্রসঙ্গে প্রশ্ন করা হলে, হেসে ধন্যবাদ বলে এড়িয়ে চলে যান।