বাংলা নিউজ > বায়োস্কোপ > Hardik-Natasa: মুম্বই ফিরলেন নাতাশা, বাবা হার্দিকের কাছেই ফিরে এল ছেলে অগস্ত্য, তবে কি ফের….

Hardik-Natasa: মুম্বই ফিরলেন নাতাশা, বাবা হার্দিকের কাছেই ফিরে এল ছেলে অগস্ত্য, তবে কি ফের….

হার্দিক-নাতাশার ছেলে

হার্দিকের ভাই ক্রুণাল পান্ডিয়ার স্ত্রী পঙ্খুরি শর্মা ইনস্টাগ্রাম স্টোরিতে একটা ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে পঙ্খুরিকে তাঁর ছেলে কবীর এবং অগস্ত্য দুজনকে কোলে বসিয়ে বই পড়ে শোনাতে দেখা যাচ্ছে। আর তাতেই স্পষ্ট মুম্বইতে ফিরতেই বাবা হার্দিকের কাছে ফিরে গিয়েছে ছোট্ট অগস্ত্য।

বাবা-মায়ের দাম্পত্য সুখের হয়নি। কয়েকমাস আগেই আলাদা হয়েছেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। বিবাহ-বিচ্ছেদের পর ছেলে অগস্ত্যকে নিয়ে সার্বিয়ায় ফিরে গিয়েছিলেন নাতাশা। তবে জানা যাচ্ছে, ফের মুম্বই ফিরে এসেছেন নাতাশা, সঙ্গে এসেছে ছেলে অগস্ত্যও। আর এদেশে ফিরেই বাবার কাছে, অর্থাৎ হার্দিকের বাড়িতেই ফিরে গিয়েছে তাঁর ছেলে।

হার্দিকের ভাই ক্রুণাল পান্ডিয়ার স্ত্রী পঙ্খুরি শর্মা ইনস্টাগ্রাম স্টোরিতে একটা ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে পঙ্খুরিকে তাঁর ছেলে কবীর এবং অগস্ত্য দুজনকে কোলে বসিয়ে বই পড়ে শোনাতে দেখা যাচ্ছে। আর তাতেই স্পষ্ট মুম্বইতে ফিরতেই বাবা হার্দিকের কাছে ফিরে গিয়েছে ছোট্ট অগস্ত্য।

অগস্ত্য ও কবীরকে কোলে নিয়ে হার্দিকের বউদি পঙ্খুরি
অগস্ত্য ও কবীরকে কোলে নিয়ে হার্দিকের বউদি পঙ্খুরি

এদিকে নাতাশা স্ট্যানকোভিচও মুম্বই আসার সময় বিমান থেকে একটা ভিডিয়ো পোস্ট করেছেন। আবার তাঁকে কখনও ফ্ল্যাটের জানালা দিয়ে বৃষ্টি উপভোগ করতেও দেখা গিয়েছে। আর তাতেই স্পষ্ট তিনিও মুম্বই ফিরেছেন। এখন প্রশ্ন তবে কি হার্দিক-নাতাশার ফের এক হওয়ার সম্ভবনা রয়েছে?

আজ্ঞে নাহ। তেমন কিছুই শোন যায়নি। নেহাতই বাবার সঙ্গে সময় কাটাতেই দেশে ফিরেছে হার্দিকের ছেলে অগস্ত্য। এদিকে নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর একাধিক রমনীর সঙ্গে নাম জড়িয়েছে হার্দিকের। শোনা যাচ্ছে হার্দিকের জীবনে নাকি নতুন প্রেম এসেছে। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ গায়িকা, টেলিভিশন ব্যক্তিত্ব জেসমিন ওয়ালিয়ার সঙ্গে নাম জুড়েছে হার্দিকের। শুধু তাই নয়, অভিনেত্রী ইষিতা রাজ, হার্দিকের প্রতি ভালোবাসার কথা আগেই জানিয়ে রেখেছেন। কিছুদিন আগে পুণম পান্ডের সঙ্গেও নাম জড়িয়েছিল হার্দিকের। অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতে একসঙ্গে নাচতে দেখা গিয়েছিল তাঁদের। আর তারপরই তাঁদের নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এরই মাঝে হার্দিককে নিয়ে একাধিক প্রেমের গুঞ্জনের মাঝে নাতাশা হঠাৎ কেন মুম্বই ফিরলেন তা নিয়ে প্রশ্নের অন্ত নেই অনুরাগীদের। প্রসঙ্গত গত জুলাই মাসে বিবাহ-বিচ্ছেদ হয়েছে হার্দিক-নাতাশার। তবে কি নতুন করে হার্দিক-নাতাশার এক হওয়ার কোনও সম্ভাবনা তৈরি হয়েছে?

বায়োস্কোপ খবর

Latest News

তোলা চেয়ে পাটুলিতে চিকিৎসককে হুমকি, গ্রেফতার কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল কর্মী আগরপাড়ায় মদ খেয়ে ভুল ট্রেন ঘোষণায় কর্মীকে সাসপেন্ড করল রেল স্কুল থেকে ফেরার সময় সপ্তম শ্রেণির ছাত্রীকে ফাঁকা রাস্তায় কটূক্তি, গ্রেফতার ২ প্যারালিম্পিক্সে শেষ হল ভারতের স্বপ্নের যাত্রা, রেকর্ড সোনা ও পদক ঝুলিতে দলীপে এক ইনিংসে রেকর্ড ক্যাচ ! ধোনিকে ছুঁলেন জুরেল Namibia Women বনাম Zimbabwe Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ক্যাগের রিপোর্টে দুর্নীতির অভিযোগ, সরকারি হাসপাতালগুলিকে নিয়ে বিস্ফোরক তথ্য ভারতেও এমপক্সের থাবা? উপসর্গ থাকা যুবককে ভরতি করা হল হাসপাতালে, কেমন আছেন? ‘ওদের চামড়া গুটিয়ে নেব, হুমকি তৃণমূলের জেলা সভাপতির’ যদি কোনও সংগঠন…কাশ্মীরে জঙ্গিবাদ নিয়ে শাহের কথার মোক্ষম জবাব দিলেন ওমর আবদুল্লা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.