হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়েছে কিছু মাস আগেই। তারপরই সাইবেরিয়া চলে গিয়েছিলেন নাতাশা। সদ্যই ফিরেছেন দেশে। আর এদিন দিশা পাটানির চর্চিত প্রেমিকের সঙ্গে গোয়ায় ছুটি কাটাতে দেখা গেল তাঁকে। করলেন জলকেলিও। ভিডিয়ো ভাইরাল হতেই কে কী বলছেন?
আরও পড়ুন : ডোনেশন নয়, মেধার জোরেই ডাক্তার হয়েছেন কিঞ্জল! অনিকেতের আক্রমণের পর প্রকাশ্যে আনলেন WBJEE -র র্যাঙ্ক
আরও পড়ুন : একদিকে ডাকাতি, আরেকদিকে পরিবারের চাপ! রুদ্ধশ্বাস থ্রিল - অ্যাকশনে জমজমাট শিবপ্রসাদ - আবিরের বহুরূপীর ঝলক
কী ঘটেছে?
দিশা পাটানির প্রেমিক অ্যালেক্সজান্ডার অ্যালেক্স ইলিক এবং নাতাশা স্ট্যানকোভিচ খুবই ভালো বন্ধু। তাঁরা দুজন সম্প্রতি গোয়ায় ছুটি কাটাতে গিয়েছেন। সেখান থেকেই একাধিক ছবি ভিডিয়ো পোস্ট করেছেন হার্দিকের প্রাক্তন স্ত্রী।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি পুলে টায়ার টিউবের উপর শুয়ে আছেন নাতাশা। তখনই চুপিচুপি পিছন দিয়ে এসে তাঁকে জলে ফেলে দেন অ্যালেক্সজান্ডার। চমকে ওঠেন নাতাশা। তাঁদের দুজনের পরনেই সাঁতার কাটার পোশাক।
এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্সে কটাক্ষের বন্যা বইয়ে দিয়েছেন নেটনাগরিকরা। এক ব্যক্তি লেখেন, 'হার্দিক বেঁচে গিয়েছে। কী মেয়ে!' আরেকজন লেখেন, 'হার্দিক কিন্তু লুকিয়ে লুকিয়ে অন্য প্রোফাইল দিয়ে দেখছে।' ফলে স্বাভাবিক ভাবেই বুঝতে পারছেন এই ভিডিয়ো দেখে তাঁদের সম্পর্ক আদতেই বন্ধুত্বের নাকি তার থেকে গভীর সেটা নিয়েও প্রশ্ন উঠছে। শুরু হয়েছে চর্চা।
প্রসঙ্গত এদিন নাতাশা নিজেও বেশ কিছু ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন তাঁদের গোয়া ট্রিপের। অ্যালেক্সজান্ডার নিজেও আরও বেশ কিছু ছবি পোস্ট করেছেন।
আরও পড়ুন : পুজোর আগেই কলকাতায় পরপর খুন, টোটা - অনির্বাণের সঙ্গে তদন্তে হাত মেলালেন বলিউডের শান্তনুও!
আরও পড়ুন : '৩ ঘণ্টা ধরে বোঝানোর চেষ্টা করেছিল...' শক্তিমান করার জন্য অনুনয় - বিনয়, শেষে রণবীরের কথায় কি রাজি হলেন মুকেশ?
হার্দিক নাতাশার বিচ্ছেদ
গত জুলাই মাসে হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচের বিচ্ছেদ হয়। যদিও তার বেশ কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল তাঁদের বিচ্ছেদের গুঞ্জন। পরে সেটাই সত্যি হয়। এরপর তাঁদের ছেলে মায়ের কাছেই আছে। যদিও সম্প্রতি তার সঙ্গে তার বাবা এবং বাড়ির অন্যান্যদের দেখা হয়েছে।