নাতাশা স্ট্যানকোভিচ এবং হার্দিক পান্ডিয়ার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে সেই আইপিএলের মরশুম থেকে। সেই জল্পনা আরও উসকে গিয়েছে ভারতের টি২০ বিশ্বকাপ জেতার পর। কিন্তু এর মধ্যেই নাতাশা এমন কী করে বসলেন যাতে নতুন করে আবার গুঞ্জন উসকে গেল?
কী করেছেন নাতাশা?
এদিন ক্রুনাল পান্ডিয়া ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ইমোশনাল লেখা লেখেন। সেখানে হার্দিকের ভাই তাঁকে নিয়ে, তাঁদের সম্পর্ক নিয়ে, ক্রিকেটার হিসেবে কী কী সম্মুখীন হয়েছেন তিনি এবং ভাইকে ঠিক কতটা ভালোবাসেন সেই কথাই লিখেছেন। ক্রুনালের এই পোস্ট পড়ে মন ভারাক্রান্ত হয়েছে অনেকেরই। আর পোস্টেই রিঅ্যাক্ট করেছেন নাতাশা।
ক্রুনাল এদিন তাঁর পোস্টে লেখেন, 'প্রায় এক দশক হয়ে গেল যখন আমি আর হার্দিক পেশাদার ক্রিকেটার হিসেবে খেলতে শুরু করেছি। কিন্তু গত কয়েকদিন ঠিক যেন স্বপ্ন মনে হচ্ছে, আর এই স্বপ্নই তো আমরা দেখেছি। ঠিক যেমনটা আমাদের দেশের প্রতিটা নাগরিক দেখেছে। আমি ইমোশনাল হয়ে পড়ছি কারণ এই দলের প্রাণ ছিল আমার দাদা।'
তিনি এদিন আরও লেখেন, 'বুলি করা, অকথ্য কথা, ওর ভাষায় নানা নোংরা মন্তব্য এসেছে। কিন্তু আমরা দিন শেষে বোধহয় ভুলে যাই যে ও একজন মানুষ। ওরও ভালো লাগা মন্দ লাগা আছে।' এই লেখার সঙ্গে ক্রুনাল আরও জানান এত কিছুর মধ্যেও তাঁর দাদার একমাত্র লক্ষ্য ছিল বিশ্বকাপ জেতা।
ক্রুনালের এই পোস্টে প্রায় ২ মিলিয়ন মানুষ লাইক করেছেন। আর এঁদের মধ্যে আছেন হার্দিক এবং তাঁর স্ত্রী নাতাশা। প্রসঙ্গত বিশ্বকাপ জেতার পর হার্দিককে নিয়ে কোনও পোস্টে রিঅ্যাক্ট করলেন নাতাশা।
এই পোস্টে হার্দিক উত্তর দিয়েছেন ভাইকে। তিনি লেখেন 'অনেক ভালোবাসি তোমায় ভাইকে। তুমিই আমার শক্তির ভিত্তি। তোমায় ছাড়া কিছুই সম্ভব হতো না।' ক্রুনালের স্ত্রীও এই পোস্টে মন্তব্য করেছেন।