নাতাশা স্টনকোভিচ এবং হার্দিক পান্ডিয়া ৪ বছরেরও বেশি সময় ধরে বিবাহিত থাকার পর, ২০২৪ সালের জুলাইতে তাঁদের বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা করেন। বিচ্ছেদের পর, তিনি বেশ কিছুদিন ছেলে অগস্ত্যক নিয়ে চলে যান সার্বিয়ায়। এর কয়েকমাস পর ফিরেও আসেন। আপাতত চর্চায় নাতাশার সঙ্গে তাঁর বহুদিনের বন্ধু আলেকজান্ডার অ্যালেক্সের সঙ্গে সমীকরণ। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সব ভিডিয়ো দেখে অনেকেই দাবি করছেন, কিছু একটা চলছে দুজনের মধ্যে।
তবে নাতাশা কাজের জন্য যতই ব্যস্ত থাকুন না কেন, ছেলে অগস্ত্যকে সময় দিতে ভোলেন না। একই কথা খাটে হার্দিকের ক্ষেত্রেও। দুজনকে প্রায়শই আলাদা আলাদা করে চার বছরের পুত্রের সঙ্গে দেখা যায়। সেখানে ভারত ছেড়ে সার্বিয়ায় ফিরে যাওয়ার গুজব নিয়ে মুখ খুললেন। বললেন, ‘রটেছিল যে আমি ফিরে যাচ্ছি। আমি কিভাবে ফিরে যাব? আমার একটি সন্তান আছে’। সঙ্গে স্পষ্ট করেন, তাঁর ছেলে যায় মুম্বইয়েরই স্কুলে। তাই সার্বিয়ায় ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না।
আরও পড়ুন: ১ম বউকে ডিভোর্স না দিয়ে হেমাকে বিয়ে ধর্মেন্দ্রর! ‘তোর কি দুটো মা’ স্কুলে শুনতে হয় এষাকে, তারপর…
এরপর ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে মন্তব্য করেন, তিনি ও হার্দিক এখনও একটি পরিবার। এবং সেটাই থাকবেন। বললেন, ‘আমি অগস্ত্যর সঙ্গে থাকতে থাকতে অবশেষে নিজেকে ভালোবাসতে শিখেছি। কারণ আমি বুঝেছি একজন মা ভালো থাকলে, তবেই তাঁর ছেলেকে সে ভালো রাখতে পারে। মানসিক ভাবে ভালো থাকতে হবে। আমাকে দাঁড়াতেই হবে। এমন ভাবে দাঁড়াতে হবে, যাতে কেউ আমাকে ছুঁতে না পারে। আমি জানি আমার মূল্য কী, তাই কেউ আমাকে টেনে নামাতে পারবে না’!
আরও পড়ুন: ‘অন্তরা সোজা পথে, ট্যালেন্ট দিয়ে ওঠেনি…’! চরিত্র নিয়ে কু-মন্তব্য ফেসবুকে, জবাব সারেগামাপা বিচারকের
সঙ্গে নাতাশা আরও বলেন, ‘আমার কাজে ফেরাটা সত্যিই দরকার ছিল। নিজেকে খুশি রাখাটা দরকার ছিল। ছেলেকে বড় করার জন্য, ওকে সময় দেওয়ার জন্য নিজেকে এসবের থেকে দূরে রেখেছিলাম গত ৫ বছর।।’
আরও পড়ুন: বউ ‘সুপারস্টার’ শুনেই মুখ খুললেন বয়সে ছোট ভিকি! স্বামীর থেকে কত বড় ক্যাটরিনা
আর হার্দিককে নিয়ে বলেন, ‘আমরা পরিবার। আমাদের একটি সন্তান আছে। সেই সন্তান আমাদের বরাবরই পরিবারকে করে রাখবে দিনের শেষে, সে যেখানেই যাই না কেন! আর আমি সবসময় চাই অগস্ত্য যেন ওর মা-বাবা দুজনকেই কাছে পায়।’
হার্দিক-নাতাশার বিয়ে ভাঙার কারণ কি?
যৌথ বিবৃতি দিয়ে ডিভোর্সের খবর শেয়ার করলেও, কেন আলাদা হচ্ছেন, তা সামনে আনেননি কোনো পক্ষই। এই ডিভোর্সের পর ছড়িয়ে যায় নাতাশা নাকি হার্দিকের মোট সম্পত্তির ৭০ শতাংশ মালকিন হয়েছেন তিনি। সঙ্গে আলেকজান্ডারকে নিয়ে চর্চা তো আছেই। আবার হার্দিকের সঙ্গে ডিভোর্সের পর নাম জড়িয়েছে জ্যাসমিন ওয়ালিয়ার, যিনি ব্রিটেনের টিভি পার্সোনালিটি-গায়িকা। সঙ্গে বিখ্যত ইউটিউবারও।