বিয়ে ভাঙছে হার্দিক-নাতাশার? মায়ানগরীতে এখন ভেসে বেড়াচ্ছে এমনই গুঞ্জন। চার বছরের হানিমুন পর্ব শেষে নাকি হার্দিকের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নাতাশা। এর মাঝেই শনিবার বিকালে নাতাশা পাপারাৎজিদের মুখোমুখি হলেন। আরও পড়ুন-দু'বার ভেঙেছে বিয়ে! স্বামী হিসাবে নিজেকে ‘অযোগ্য’ তকমা, ‘আমি ভিলেন নই’, বলছেন প্রসেনজিৎ
সাদা শর্টস আর ট্যাঙ্ক টপ হার্দিকের সুন্দরী বউ, গোলাপি রঙা বুক চেরা শার্ট পরেছেন জ্যাকেট স্টাইলে। এদিন নাতাশার পাশে দেখা মিলল তাঁর বিদেশি বন্ধুর। এই হ্যান্ডসামও অচেনা নন। আলেকজান্ডার অ্যালেক্স ইলিচের সঙ্গ কফি ডেটে নাতাশা। যাঁকে এতদিন দিশা পাটানির সঙ্গে হামেশাই দেখেছে নেটপাড়া। তাহলে কি এখন অ্যালেক্সের জীবনের নতুন ‘দিশা’ নাতাশা?
কফি শপে ঢোকবার সময় পাশাপাশি দাঁড়িয়ে রীতিমতো পোজ দিলেন দুজনে। গরম কফির কাপে চুমুক দিয়ে রেস্তোরাঁ থেকে বেরানোর সময় ডিভোর্স প্রশ্ন পিছু ছাড়ল না নাতাশার। বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে সেই ব্যাপারে কোনওরকম টুঁ শব্দটি করেননি নাতাশা। শুধু বলেন, 'আপনাদের অনেক ধন্যবাদ।
এদিন হাসিমুখেই পাপারাজ্জিদের জন্য পোজ দিতে দেখা গেছে নাতাশাকে।রটনা, টাইগার শ্রফের সঙ্গে ব্রেকআপের পর দিশা পাটানির সঙ্গে প্রেম করছেন আলেকজান্ডার। এই মডেল তথা ফিটনেস ট্রেনারকে প্রায়শই ডিনার ডেটে দিশার পাশে পাওয়া যায়। এদিন আকাশি রঙা বোতাম খোলা শার্ট আর ডেনিম শর্টসে পাওয়া গেল আলেকজান্ডারকে।
বিবাহ বিচ্ছেদের গুজব
গত কয়েকদিন ধরেই হার্দিক-নাতাশার সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে। জল্পনা শুরু হয়েছিল রেডিটে একটি পোস্ট দিয়ে, যেখানে এক ব্যক্তি দাবি করেছেন যে নাতাশা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে হার্দিক পান্ডিয়ার পদবি বাদ দিয়েছেন। পাশাপাশি হার্দিকের সঙ্গে নিজের সমস্ত কপল ছবি মুছে ফেলেছেন নাতাশা। এখানেই শেষ নয়, খবর ডিভোর্স বাস্তবায়িত হলে হার্দিকের সম্পত্তির ৭০% -এর মালিক হবেন নাতাশা। রীতিমতো পথে বসার জোগাড় হার্দিকের। এর মাঝেই শনিবার ট্র্যাফিক সাইনের একটি ছবি ইনস্টায় শেয়ার করে নাতাশা ক্যাপশনে লেখেন, ‘কেউ জলদি রাস্তায় নামতে চলেছে।’
২০২০ সালকে একসঙ্গে স্বাগত জানিয়ে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন হার্দিক-নাতাশা। দুবাইয়ের নীল জলে ভেসে নাতাশার হাতে আংটি পরিয়ে বাগদান সেরেছিলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার। মাস খানেকের মধ্যেই নাতাশার প্রেগন্যান্সি জল্পনা মাথাচাড়া দেয়। ওই বছর ৩১ মে গোপনে বিয়ে করেন তাঁরা এবং নাতাশা মা হতে চলার খবরও ভাগ করে নেন। এর ঠিক দু-মাস পর অর্থাৎ ৩০ জুলাই অগস্ত্যর জন্ম দেন নাতাশা। অর্থাৎ হিসাব বলেছে বাগদানের সময়ই প্রেগন্যান্ট ছিলেন হার্দিক পত্নী।
গত বছর ভ্যালেন্টাইনস ডে-র দিন ধুমধাম করে রাজস্থানে দুই রীতিতে বিয়ে সেরেছিলেন হার্দিক-নাতাশা। সেই রাজকীয় বিয়ের এক বছর যেত না যেতেই হার্দিক-নাতাশার আলাদা হওয়ার জল্পনায় হতবাক অনেকেই।