হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচের মাত্র কয়েক মাস আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে। সাময়িক ভাবে সাইবেরিয়া ফিরে গেলেও তিনি কিছুদিন আগে ফের ভারতে এসেছেন। এদিন তাঁকে তাঁর চেনা রুটিন, চেনা ছন্দে ফিরতে দেখা গেল।
কী ঘটেছে?
হার্দিককে ডিভোর্স দেওয়ার পর ছেলে অগস্ত্যর হাত ধরে সাইবেরিয়া, নিজের দেশে উড়ে যান নাতাশা। সেখানেই তাঁকে এবং তাঁদের সন্তানকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে, নিজেদের মতো জীবন উপভোগ করতে দেখা যায়। নাতাশা বাদ দেননি সেখানে ধুমধাম করে ছেলের বার্থডে পার্টি দিতেও। তবে সেখানে সাময়িক ছুটি কাটিয়ে কিছুদিন। আগেই ভারতে ফিরেছেন তিনি। এদিন তাঁকে তাঁর জীবনের চেনা ছন্দ, রুটিনে ফিরতে দেখা গেল।
আরও পড়ুন: টিআরপিতে বিরাট পতন, তবে কি ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে দিদি নম্বর ওয়ান? নেপথ্যে কোন কারণ?
নাতাশাকে এদিন মুম্বইয়ে অ্যাথলিটদের পোশাকের উপর জ্যাকেট পরে দেখা যায়। জিমে গিয়েছিলেন তিনি। মেক -আপহীন ভাবেই তাঁকে আকর্ষণীয় দেখাচ্ছিল এদিন। চুলটাকে পনিটেল করে বেঁধে রেখেছিলেন।
এদিন পাপারাৎজিদের দেখেই তিনি দাঁড়ান। পোজ দেন। তারপর সেখান থেকে গাড়ি চড়ে বেরিয়ে যান। ফলে বোঝাই যাচ্ছে তিনি বিচ্ছেদ যন্ত্রণা পার করে আবার চেনা জীবনে ফিরে এসেছেন।
তবে এই বিষয়ে বলে রাখা ভালো, নাতাশা এবং হার্দিকের বিচ্ছেদ হলেও তাঁরা কিন্তু তাঁদের সন্তানকে যৌথ ভাবে মানুষ করবেন বলেই জানিয়েছেন। কিছুদিন আগে নাতাশা নিজে গিয়ে ছেলেকে হার্দিকের বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। সেখানেই অগস্ত্যর সঙ্গে ভারতীয় ক্রিকেটারের কাকিমা অনেকটা সময় কাটান।
আরও পড়ুন: 'কেবল মাত্র আপনার জন্যই...' কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু - শ্রেয়ার!