২০২৪ সালে দীর্ঘ চর্চার পর জল্পনায় সিলমোহর দিয়ে বিচ্ছেদের খবর জানিয়েছিলেন হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ। ডিভোর্সের পর এখনও বছর ঘোরেনি। আর তার আগে ২০২৫ এর থেকে শান্তি, আনন্দ চাইলেন নাতাশা। শুধু তাই নয়। চাইলেন আরও একটা জিনিস। কী বলুন তো? ভালোবাসা।
কী লিখেছেন নাতাশা?
২০২৪ সালটা অনেকের যেমন ভালো গিয়েছে তেমন অনেকের খুব খারাপ কেটেছে। হার্দিক এবং নাতাশার জীবন দিয়েও বয়ে গিয়েছে অনেক ঝড়। অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে আপাতত সেখান দিয়ে ঘুরে দাঁড়াচ্ছে নাতাশা। আর তারই মাঝে ২০২৫ সালকে স্বাগত জানিয়ে মঙ্গলবার রাতে নাতাশা স্ট্যানকোভিচ বেশ কিছু ছবি পোস্ট করেন সচফাক মিডিয়ায়। ইনস্টাগ্রামের সেই পোস্টে তিনি বিদায়ী বছর নিয়ে যেমন লিখেছেন তেমনি জানিয়েছেন ২০২৫ সাল থেকে কী চান।
এই পোস্টে তিনি ২০২৪ সালে তাঁর ছেলে অগস্ত্যর সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন। সেই পোস্টের ক্যাপশনে নাতাশা লেখেন, '২০২৪ আমার সত্যিই তোমায় ভালো লেগেছিল। তুমি আমায় অনেক কিছু শিখিয়েছ সেটার জন্য আমি কৃতজ্ঞ। আমি আশা করব ২০২৫ যেন আমার জন্য শান্তি, আনন্দ এবং ভালোবাসা বয়ে আনে।'
এই বিষয়ে বলে রাখা ভালো ২০২০ সালে গাঁটছড়া বেঁধেছিলেন নাতাশা স্ট্যানকোভিচ এবং হার্দিক পান্ডিয়া। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে নতুন করে আবার নাতাশাকে বিয়ে করেন ভারতীয় ক্রিকেটার। হিন্দু এবং ক্রিশ্চান দুই মতেই বিয়ে হয়েছিল তাঁদের। কিন্তু সম্পর্কে নানান সমস্যা, তিক্ততা আসায় তাঁরা সেই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন। আপাতত তাঁদের ছেলে অগস্ত্য মায়ের কাছেই থাকছে। তবে মাঝে মধ্যেই বাবার কাছে যায় সে। সময় কাটিয়ে আসে। বিচ্ছেদের পর নাতাশাও ছেলেকে নিয়েই সময় কাটান। ছেলের সঙ্গে কাটানো মুহূর্ত মাঝে মধ্যেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়।
আরও পড়ুন: গার্ল গ্যাংয়ের সঙ্গে ভরপুর খানা-'পিনা'য় বর্ষবরণ রচনার! উত্তাল নাচ হুগলির সাংসদের
আরও পড়ুন: 'আমার বিনোদিনী ইতিহাস গড়ল', দেবের প্রশংসা আসতেই আনন্দে গদগদ রুক্মিণী! বললেন, 'আমার উপর...'
অনেকেই এদিন নাতাশার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ২০২৫ এর জন্য। কেউ লেখেন, 'এই বছরটা ভালো কাটুক।' কেউ লেখেন, ,'যা যা চান সব যেন পূরণ হয়।'