বাংলা নিউজ > বায়োস্কোপ > Natasa Stankovic: 'আমার হাত থেকে…' বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নাতাশার পোস্ট! হইচই নেটপাড়ায়

Natasa Stankovic: 'আমার হাত থেকে…' বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নাতাশার পোস্ট! হইচই নেটপাড়ায়

নাতাশা স্ট্যানকোভিচ এবং হার্দিক পান্ডিয়া

নাতাশা স্ট্যানকোভিচ এবং হার্দিক পান্ডিয়ার বিবাহবিচ্ছেদের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চর্চায়। তারকা দম্পতির আনুষ্ঠানিক ভাবে তাঁদের বিচ্ছেদের বিষয়ে না জানালেও নাতাশার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টগুলি এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

নাতাশা স্ট্যানকোভিচ এবং হার্দিক পান্ডিয়ার বিবাহবিচ্ছেদের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চর্চায়। তারকা দম্পতির আনুষ্ঠানিক ভাবে তাঁদের বিচ্ছেদের বিষয়ে না জানালেও নাতাশার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টগুলি এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

শনিবার সন্ধ্যায়, নাতাশা তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে একটি বুমেরাং ভিডিয়ো পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে হাসি মুখের তিনি গাড়িতে বসে আছেন, খুব সম্ভবত চালকের আসনে। পাশাপাশি তিনি একটি ছবিও পোস্ট করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল তিনি গাড়িতে বসেই এক কাপ লিকার চা উপভোগ করছেন। ভিডিয়োতে, তাঁকে একটি একটি সাদা শার্টে দেখা গিয়েছে সঙ্গে ছিল মানানসই নীল স্কার্ফ ও একটি রোদচশমা।

আরও পড়ুন: 'ক্লাস নাইনে তুলো বিক্রি করতে গিয়ে অভিনয়ে হাতেখড়ি' পঞ্চায়েতের ‘বিনোদ’-এর জীবনে লড়াই কম ছিল না

বুমেরাং ভিডিয়োটি পোস্ট করে নাতাশা ক্যাপশনে 'হাই' লিখেছিলেন। পাশাপাশি চায়ের ছবি দিয়েও তিনি ক্যাপশন লেখেন, 'গাড়িতে সাদা পোশাক পরে বসে আছি আর চা খাচ্ছি।' সঙ্গে চায়ের ইমোজি দিতেও ভোলেননি। শুধু তাই নয়, চলন্ত গাড়িতে কোনও পানীয় খেলে অনেক সময় ছিটকে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। তাই তিনিও সেই বিষয়টি মাথায় রেখে মজার ছলে অনুরাগীদের জিজ্ঞাসা করেছিলেন, 'আমার চা'ও কি আমার হাত থেকে ছিটকে পড়তে পারে?"

প্রসঙ্গত, শুরুতে নাতাশা হার্দিকের পদবী ব্যবহার করতেন, কিন্তু সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সেই পদবী মুছে ফেলেছেন। পাশাপাশি মুছে ফেলেছেন তাঁদের বিয়ের ছবিও। আর এর পর থেকেই তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন আরও চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এর মধ্যেই আবার দেখা গিয়েছে, হার্দিকের ভাই ক্রুনাল পান্ডিয়া তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে হার্দিক ও নাতাশার ছেলে অগস্ত্যের সঙ্গে খেলা করার একটি ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর সেখানে আবার নাতাশা একটি হার্ট ইমোজি দিয়ে কমেণ্টও করেছে। নাতাশার এই কাণ্ড দেখে ভক্তরা অনেকেই ভাবছেন দম্পতির আদেও কি বিবাহবিচ্ছেদ হচ্ছে?

আরও পড়ুন: উইকএন্ডে ‘পঞ্চায়েত ৩’ দেখবেন ভাবছেন? দেখার আগে জেনে নিন কেমন হল

টি- টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে হার্দিকের অনুপস্থিতি জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। অবশ্য তখন একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে হার্দিক বর্তমানে লন্ডনে ছুটি কাটাচ্ছেন এবং পরে সরাসরি নিউইয়র্কে টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবেন।

২০২০ সালের মে মাসে কোভিডকালীন সময় লকডাউন চলাকালীন নাতাশা ও হার্দিক গাঁটছড়া বেঁধেছিলেন। বর্তমানে তাঁদের একটি ৩ বছর বয়সী ছেলেও রয়েছে। তার নাম অগস্ত্য। গুঞ্জন ছেলেকে নিয়ে বর্তমানে আলাদা থাকছেন নাতাশা।

বায়োস্কোপ খবর

Latest News

'এটা ঘাড় ধাক্কা?' কালীঘাটে বৈঠক ভেস্তে যাওয়ায় ডাক্তারদের তোপ দেগে বিস্ফোরক TMC ভিডিয়ো: ভারতীয় দলের সবচেয়ে ফিট ক্রিকেটার কে? কোহলির বদলে কার নাম নিলেন বুমরাহ! ধনুর কেমন কাটবে এই সপ্তাহটি? জেনে নিন ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের রাশিফল আজ কারা সম্পর্কে নতুনত্ব আনার চেষ্টা করবেন? কী বলছে আজকের প্রেম রাশিফল মীনের কেমন কাটবে এই সপ্তাহটি? জেনে নিন ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের রাশিফল কুম্ভের কেমন কাটবে এই সপ্তাহটি? জেনে নিন ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের রাশিফল মকরের কেমন কাটবে এই সপ্তাহটি? জেনে নিন ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের রাশিফল মমতার সামনে হাত জোর করে জুনিয়র ডাক্তাররা! সোশ্যালে সরব স্বস্তিকা-সুদীপ্তারা বৃশ্চিকের কেমন কাটবে এই সপ্তাহটি? জেনে নিন ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের রাশিফল তুলার কেমন কাটবে এই সপ্তাহটি? জেনে নিন ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.