বুধবারই টি ২০ বিশ্বকাপ খেলতে আমেরিকার উদ্দেশে যাত্রা করেছেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। তবে এদিকে যেন ভারতীয় টিমের সহ অধিনায়কের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থামার নাম নিচ্ছে না। খবর বলছে, নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে ডিভোর্সের পথে হাঁটছেন এই ক্রিকেটার। শুধু তাই নয়, নিজস্ব সম্পত্তির ৭০ শতাংশ খোরপোশ হিসেবেও দিতে হয়েছে সার্বিয়ান মডেল ও অভিনেত্রীকে।
হঠাৎ করেই, সব অদিভুত পোস্টে খবরছে নাতাশার ইনস্টাগ্রাম স্টোরি। একদিন লেখেন, ‘কেউ রাস্তায় নামতে চলেছে’ তো কখনও লেখেন, ‘ইশ্বরের প্রশংসা করুন’! আর এবার সামাজিক মাধ্যমে ভাগ করলেন একটি মিরর সেলফি। আর সেখানে ক্যাপশনে একগুচ্ছ ইমোজি দিয়েছেন - একটি পাখি, একটি সাদা রঙের হৃদয়, একটি ক্রস চিহ্ন এবং একটি স্টার।
ইনস্টা স্টোরিতে জিমের পোশাকেও দিয়েছেন একটি মিরর সেলফি। সেখানে তিনি কোলে নিয়েছেন একটি পোষ্যকে।
আরও পড়ুন: জয়ার পর, ঐশ্বর্যর ‘অপমান’ অমিতাভেরও? নেটপাড়া খচে লাল, বউমার সঙ্গে এ কী করলেন বিগ বি

তবে কমেন্ট সেকশনে নাতাশাকে ছেঁকে ধরল হার্দিকের ভক্তরা। রীতিমতো ট্রোল করা হল নাতাশাকে। কেউ কেউ আবার তাঁকে তুলনা করলেন হাসিন জাহানের সঙ্গে। বিশ্বকাপ চলার সময়, এভাবেই শামির বউ হাসিনকে তুলোধনা করেছিল নেটপাড়া।
নাতাশার পোস্টে একজন মন্তব্য করেন, ‘বিয়ে হচ্ছে এদের কাছে ইনভেস্টমেন্ট। একবার বিয়ে হলেই খোরপোশ আসবে।’ দ্বিতীয়জন লেখেন, ‘আপনি হার্দিক পান্ডিয়ার সঙ্গে খুব খারাপ কাজ করছেন’। তৃতীয়জন লেখেন, ‘নিজেকে আবার হাসিন জাহানের পর্যায়ে নামিয়ে আনবেন না যেন’। চতুর্থজন লিখলেন, ‘গোল্ড ডিগার’। পঞ্চম জন লিখলেন, ‘হাসিন জাহান লাইট’।
আরও পড়ুন: ‘ম্যায় হু না’ ছবিতে সুনীল শেট্টির চরিত্রটি আসলে করার কথা ছিল এই অভিনেতার, ফাঁস করলেন ফারহা
নাতাশা স্ট্যানকোভিচ এবং হার্দিক পান্ডিয়া ২০২০ সালের ৩১ মে আইনি মতে গাঁটছড়া বাঁধেন এবং এই বছরেরই ৩০ জুলাই তাদের প্রথম সন্তান, পুত্র অগস্ত্যের জন্ম হয়। রিপোর্ট অনুযায়ী, নাতাশা ইনস্টাগ্রাম থেকে হার্দিকের পদবি মুছে ফেলেছেন, এবং দুজনে একসঙ্গে ছবি পোস্ট করছেন না বহুদিন ধরে।
আরও পড়ুন: মালাইকার হবু বউমা রাশা দারুণ সুন্দরী! আরহানের পোস্টে মন্তব্য করে এল নজরে, দেখুন
এই গুঞ্জনের শুরুয়াত হয় রেডিটের একটি পোস্টকে ঘিরে। যেখানে লেখা ছিল, ‘হতে পরে এটি কেবল একটি জল্পনা। কিন্তু দু'জনেই একে অপরকে নিয়ে স্টোরি পোস্ট করছেন না (ইনস্টাগ্রামে)। এর আগে নাতাশার ইনস্টাগ্রামে নাতাশা স্ট্যানকোভিচ পান্ডিয়া থাকলেও, এখন তিনি তার নাম পুরোপুরি মুছে দিয়েছেন। ৪ মার্চ তাঁর জন্মদিন ছিল, সেদিন হার্দিকের কোনও পোস্ট ছিল না। অগস্ত্যকে ছাড়া তাঁরা একে-অপরের সঙ্গে যে ছবি তুলেছিলেন, তা মুছে ফেলেছেন। তাছাড়া এবারের আইপিএলে তাকে স্ট্যান্ডে দেখা যায়নি বা দল নিয়ে পোস্ট করতে দেখা যায়নি। যদিও ক্রুণাল (হার্দিকের ভাই) এবং পাঙ্খুরি এখনও তার পোস্টে মন্তব্য করেন, তবে হার্দিক-নাতাশার মধ্যে অবশ্যই কিছু হয়েছে।’