এতদিন ধরে যে জল্পনা চলছিল অবশেষে তাতে সম্প্রতি সিলমোহর দিলেন হার্দিক এবং নাতাশা। জানিয়ে দিলেন তাঁরা সত্যিই বিচ্ছেদের পথে হাঁটছেন। যদিও তাঁরা তাঁদের সন্তানকে যৌথ ভাবেই মানুষ করবেন। আর এই কথা ঘোষণার পর ছেলে অগস্ত্যকে নিয়ে সার্বিয়া উড়ে গিয়েছেন নাতাশা। আর সেখানে গিয়েই জীবনের স্বাভাবিক ছন্দে ফিরলেন তিনি। গেলেন সাইক্লিংয়ে।
সার্বিয়ায় পৌছিয়েই নাতাশা কী কী করছেন?
শুক্রবার, ১৯ জুলাই নাতাশা স্ট্যানকোভিচ সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের দেখিয়েছেন তিনি তাঁর দেশে ফিরে কীভাবে দিন কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর। সেখানেই দেখা গেল তিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন শহর ঘুরতে। এই ছবিতে তিনি হৃদয়ের ইমোজি দিয়েছেন। আর একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি জিমে শরীর চর্চা করছেন।
নাতাশা স্ট্যানকোভিচের শেয়ার করা ছবি এবং ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি কালো টিশার্ট এবং মাল্টি কালার শর্টস পরে রয়েছেন। এই পোশাকেই তিনি সানগ্লাস এবং টুপি পরে সাইক্লিং করতে গিয়েছিলেন। তিনি এদিন তাঁর সাইকেলের ছবিও পোস্ট করেন। ফলে বোঝাই যাচ্ছে বিচ্ছেদের খুব একটা প্রভাব তাঁর উপর পড়েনি। তিনি জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে গিয়েছেন।
কী লিখেছিলেন হার্দিক এবং নাতাশা?
তাঁরা সম্প্রতি একটি সমবেত পোস্ট করে লেখেন, ‘চার বছর একসঙ্গে থাকার পর আমি ও নাতাশা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা অনেক চেষ্টা করেছি, নিজেদের সর্বস্বটা দিয়েছি। কিন্তু আমাদের মনে হয়েছে দুজনের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আনন্দ, পারস্পরিক শ্রদ্ধা এবং সাহচর্য আমরা একসঙ্গে উপভোগ করেছি এবং একটি পরিবার হিসাবে বেড়ে উঠেছি, এই সিদ্ধান্ত নিঃসন্দেহে কঠিন ছিল। অগস্ত্য আমাদের জীবনের আশীর্বাদপ্রাপ্ত, সে আমাদের দুজনের জীবনের কেন্দ্রবিন্দুতে থাকবে এবং আমরা তার সুখের জন্য যা কিছু করতে পারি তা নিশ্চিত করার জন্য আমরা সেটা অভিভাবক হিসাবে যৌথভাবে চেষ্টা করব।’