এবারের টি২০ বিশ্বকাপ জিতল ভারত। টিম জিততেই কান্নায় ভেঙে পড়েন হার্দিক পান্ডিয়া। এমনকি তাঁকে মাঠে দাঁড়িয়েই কারও সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতে দেখা যায়। কিন্তু কে সেই ব্যক্তি? নাতাশাই বা এই জিৎ নিয়ে চুপ কেন? উঠছে প্রশ্ন। আবারও প্রশ্ন উঠছে তবে কি সত্যিই তাঁরা আলাদা থাকছেন বা বিচ্ছেদের পথে হাঁটছেন?
আরও পড়ুন: ভারত-দক্ষিণ আফ্রিকার রুদ্ধশ্বাস ম্যাচ দেখেননি অমিতাভ! কারণ জানিয়ে বললেন, 'আমি দেখলেই...'
কী বলছে নেটপাড়া?
একাধিক রেডইট ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন নাতাশা স্ট্যানকোভিচ কেন চুপ করে আছেন ভারতের এই জয় তথা হার্দিক পান্ডিয়ার আবারও দুর্দান্ত কামব্যাকের পর। অনেকের মতে সেদিন মাঠে সেদিন হার্দিক যাঁর সঙ্গে কথা বলছিলেন তিনি নাতাশা নন।
এদিন এক রেডইট ব্যবহারকারী নাতাশার ইনস্টাগ্রাম প্রোফাইলের একটি স্ক্রিনশট পোস্ট করেন এবং দেখান যে, যে মানুষটি সোশ্যাল মিডিয়ায় এত অ্যাক্টিভ তিনি কেন এবং কীভাবে হার্দিককে নিয়ে কিছু লিখলেন না। কোনও ভার্চুয়াল মেসেজ দিলেন না। এমনকি নিদেনপক্ষে ভারতের জয় নিয়েও কিছু লিখলেন না।
তিনি এটার ব্যাখ্যা দিয়ে আরও লেখেন, 'মনে হচ্ছে সত্যিই হার্দিক পান্ডিয়া ওর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের থেকে আলাদা হয়ে গিয়েছেন। কারণ নইলে ব্যাপারটা একটু অদ্ভুত না যে তিনি ভারতের বিশ্বকাপ জয় নিয়ে কিছু না স্বামীকে শুভেচ্ছা জানিয়ে কিছু লিখলেন না যার এই জয়ে অনেকটা হাত ছিল। উনি সোশ্যাল মিডিয়ায় তো ভীষণ অ্যাক্টিভ থাকেন। এমনকি অনুষ্কা শর্মা যিনি সোশ্যাল মিডিয়ায় অত অ্যাক্টিভ নন তিনিও পোস্ট করেছেন দল আর বিরাটকে নিয়ে। কিন্তু নাতাশা কিছুই লেখেননি।'
যদিও কেউ কেউ এই বিষয়ে প্রশ্ন তুলেছেন 'কেন সব কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই হবে? তাঁরা তো তাঁদের মতো ব্যক্তিগত ভাবে নিজেদের মতো করে উপভোগ করতেই পারেন।' কেউ আবার লেখেন, 'এসব উস্কানমূলক পোস্ট। আদতে হয় তো কিছুই হয়নি ওদের। এসব লিখে বেকার ওদের এক্সট্রা ভাও দিচ্ছেন।'
আরও পড়ুন: 'আমি সিগারেট মদ খেতে ভালোবাসি, আমি অপদার্থ মা', হঠাৎ নিজেকে নিয়ে এমন কেন বললেন স্বস্তিকা?
নাতাশা এবং হার্দিকের বিয়ে
২০২০ সালে নাতাশা স্ট্যানকোভিচ এবং হার্দিক পান্ডিয়া সাতপাকে বাঁধা পড়েন। বর্তমানে তাঁদের একটি ছেলেও আছে তিন বছরের। তার নাম অগস্ত্য পান্ডিয়া। সম্প্রতি আইপিএলের সময় থেকেই হার্দিক এবং নাতাশার বিচ্ছেদের গুঞ্জন রটে যায়। এবং এবারের আইপিএলের মরশুমে হার্দিকের খারাপ পারফরমেন্সের জন্য অনেকেই তাঁকে দায়ী করেন।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ
শনিবার প্রথমে ব্যাট করে ভারত। তাঁরা ২০ ওভারে ১৭৭ রান তোলে। একটা সময় সেই রান চেজ করতে নেমে মনে হচ্ছিল যেন দক্ষিণ আফ্রিকা জিতে যাবে। কিন্তু সূর্য কুমার যাদবের একটা ক্যাচ হঠাতই যেন খেলার মোড় ঘুরিয়ে দেয়। অবশেষে ৭ রানে জয়ী হয় ভারত।