আচমকাই নেটপাড়ায় খলনায়িকা নাতাশা স্ট্যানকোভিচ। ভারত ছেড়ে আপতত নিজের দেশে ফিরেছেন হার্দিকের প্রাক্তন। নাতাশা ছেলে অগস্ত্যকে নিয়ে সার্বিয়া পৌঁছানোর কয়েকঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়া পোস্টে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন হার্দিক। আশ্চর্যজনকভাবে একইদিনে টি-টোয়েন্টির অধিনায়কত্বও হারিয়েছেন হার্দিক। সর্বহারা হার্দিক পান্ডিয়ার পাশে তাঁর ফ্যানেরা। আরও পড়ুন-বিয়ের আগেই প্রেগন্যান্ট হন নাতাশা! তিন বার বিয়ে করেন হার্দিক,তবুও সংসার টিকলো না
যৌথ সিদ্ধান্তেই বিচ্ছেদের পথে হেঁটেছেন হার্দিক-নাতাশা। অথচ হার্দিক ভক্তদের এখন চোখের বিষ নাতাশা। ‘ডিজেওয়ালে বাবু’ খ্যাত সার্বিয়ান সুন্দরীর সোশ্যাল মিডিয়া এখন কটাক্ষ, বিদ্রুপে ভরে গেছে। হার্দিকের মতো ‘ভালো ছেলে’কে ছেড়ে যাওয়ায় নাতাশা এখন সবার চক্ষূশূল। একজন লেখেন, ‘এত ভালো মনের মানুষকে চিনতে পারল না’। অপর একজন লেখেন, ‘হার্দিক ওর চেয়ে অনেক ভালো জীবনসঙ্গীর দাবিদার’। আরেক ভক্ত লেখেন, ‘স্যার আপনি ওঁকে ভুলে যান। জীবনে অনেক ভালো ঘটবে, আপনি ভালোটাই ডিজার্ব করেন’।
২০১৮ সালে সম্পর্কে জড়ান হার্দিক-নাতাশা। সার্বিয়ান সুন্দরীর রূপে মোহিত হয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। তবে সম্পর্কে সিলমোহর দেন ২ বছর পরে। ২০২০ সালের ১লা জানুয়ারি, নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে রূপকথার বাগদান সেরেছিলেন হার্দিক পান্ডিয়া। একেবারে ফিল্মি স্টাইলে দুবাইয়ের মাঝ সমুদ্রে হাঁটু গেড়ে বসে নাতাশাকে প্রোপোজ করেন হার্দিক।
পরে অবশ্য জানা যায়, ওই সময় অন্তঃসত্ত্বা ছিলেন নাতাশা। ২০২০ সালের ৩১ মে বিয়ে করেন হার্দিক ও নাতাশা। একই বছরের ৩০ জুলাই এই দম্পতি তাদের ছেলে অগস্ত্যকে স্বাগত জানান। করোনাকালে জাঁক করে বিয়েটা হয়নি, তাই ২০২৩ সালে উদয়পুরে দুই রীতিতে ফের রাজকীয় বিয়ে সারেন তাঁরা। বাবা-মা'র বিয়ের সাক্ষী ছিল ছেলে অগস্ত্য।
কিন্তু এরপর আচমকাই ফাটল দুজনের সুখী গৃহকোণে। বছর ঘুরতেই বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দেয়। সেই গুঞ্জনে বৃহস্পতিবার রাতে পড়েছে সিলমোহর। ইনস্টাগ্রাম পোস্টে তারকা ক্রিকেটার লেখেন, ‘চার বছর একসঙ্গে থাকার পর আমি ও নাতাশা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা অনেক চেষ্টা করেছি, নিজেদের সর্বস্বটা দিয়েছি। কিন্তু… আমাদের মনে হয়েছে দুজনের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত’।
‘আনন্দ, পারস্পরিক শ্রদ্ধা এবং সাহচর্য আমরা একসঙ্গে উপভোগ করেছি এবং একটি পরিবার হিসাবে বেড়ে উঠেছি, এই সিদ্ধান্ত নিঃসন্দেহে কঠিন ছিল’, বিবৃতিতে জানান প্রাক্তন জুটি। যৌথভাবেই ছেলের দায়িত্ব পালন করবেন হার্দিক-নাতাশা। ডিভোর্সের ঘোষণায় তাঁরা জানান, ‘অগস্ত্য আমাদের জীবনের আশীর্বাদপ্রাপ্ত, সে আমাদের দুজনের জীবনের কেন্দ্রবিন্দুতে থাকবে এবং আমরা তার সুখের জন্য যা কিছু করতে পারি তা নিশ্চিত করার জন্য আমরা সেটা অভিভাবক হিসাবে যৌথভাবে চেষ্টা করব’।