বাংলা নিউজ > বায়োস্কোপ > Natasa Stankovic: হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন

Natasa Stankovic: হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন

হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ

সম্প্রতি ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেছেন নাতাশা স্ট্যানকোভিচ। তবে তাতে থেমে নেই তাঁর জীবন, স্বাভাবিক ছন্দে ছেলে অগস্ত্যকে নিয়েই দিন কাটছে তাঁর। তবে নিজের যত্ন নিতেও ভুলছেন না তিনি। জিমে শরীরচর্চার একটি ছবি সম্প্রতি স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন নাতাশা।

সম্প্রতি ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেছেন নাতাশা স্ট্যানকোভিচ। তবে তাতে থেমে নেই তাঁর জীবন, স্বাভাবিক ছন্দে ছেলে অগস্ত্যকে নিয়েই দিন কাটছে তাঁর। তবে নিজের যত্ন নিতেও ভুলছেন না তিনি। জিমে শরীরচর্চার একটি ছবি সম্প্রতি স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন নাতাশা।

নিজেকে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ রাখার একটি ভালো মাধ্যম হল শরীরচর্চা করা। তাই নিজের প্রতিদিনের রুটিন মেনে ওয়ার্কআউট করে নিজেকে ফিট রাখায় ব্যস্ত তিনি।তাছাড়াও এই শরীরচর্চার মাধ্যমে জীবনে কীভাবে সামঞ্জস্য ধরে রাখা যায় তারও বার্তা দিয়েছেন নাতাশা।

আরও পড়ুন: বাবার কথায় সিদ্ধান্ত চতুর্বেদী ছাড়েন ‘ব্রহ্মাস্ত্র’র অফার? কারণ জানলে অবাক হবেন

নাতাশা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝে মাঝেই নানা পোস্ট শেয়ার করে নেন। বিচ্ছেদ হয়তো হয়েছে কিন্তু মন খারাপের ছাপ কখনও পড়তে দেননি মুখে। কখনও হার্দিককে ছাড়া একাই ছেলের জন্মদিন উদযাপন করে, আবার কখনও ছেলেকে নিয়ে নানা জায়গায় ঘুরে নিজেকে ভালো রেখেছেন তিনি। আর তাঁর সেই সব মুহূর্তের নানা ঝলক নাতাশা শেয়ার করে নিয়েছেন স্যোশাল মিডিয়ায়। 

তবে এই ঘুরে বেড়ানো ও উদযাপন বাদেও আর একটি বিষয় যা তাঁর সামাজ মাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখতে পাওয়া যায় তা হল শরীরচর্চা। মাঝে মাঝেই তিনি জিমের নানা ছবি এবং ভিডিয়ো পোস্ট করে থাকেন বা স্টোরিতে শেয়ার করেন। এই ছবিটিও তার ব্যতিক্রম নয়। এই ছবিতে নাতাশাকে ভার নিয়ে ডিপ স্কোয়াট করতে দেখা গিয়েছে। এই ডিপ স্কোয়াট শরীরের পেশীগুলিকে প্রসারিত এবং শক্তিশালী করতে সাহায্য করে, গতিশীলতা বাড়ায় এবং আঘাতের ঝুঁকি হ্রাস করে।

আরও পড়ুন: শাহরুখের ছবিতে কাজ করতে গিয়ে অপমানিত! ‘জওয়ান’-এর সেটে তাঁর সঙ্গে ঠিক কী হয়েছিল? মুখ খুললেন বিরাজ ঘেলানি

প্রসঙ্গত, বহুদিন ধরে বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়, তারপর জুলাইয়ের শেষের দিকে তাঁরা একটি সমবেত পোস্ট করে জানান যে তাঁরা আলাদা হচ্ছেন। বিবাহবিচ্ছেদ হচ্ছে তাঁদের। হার্দিক লেখেন, ‘চার বছর একসঙ্গে থাকার পর আমি ও নাতাশা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা অনেক চেষ্টা করেছি, নিজেদের সবটা দিয়েছি। কিন্তু আমাদের মনে হয়েছে দুজনের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আনন্দ, পারস্পরিক শ্রদ্ধা এবং সাহচর্য আমরা একসঙ্গে উপভোগ করেছি এবং একটি পরিবার হিসাবে বেড়ে উঠেছি, এই সিদ্ধান্ত নিঃসন্দেহে কঠিন ছিল। অগস্ত্য আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, সে আমাদের দুজনের জীবনের কেন্দ্রবিন্দুতে থাকবে এবং আমরা তার সুখের জন্য যা কিছু করতে পারি তা নিশ্চিত করার জন্য আমরা সেটা অভিভাবক হিসাবে যৌথভাবে চেষ্টা করব।’

তাঁদের বিচ্ছেদ ঘোষণার পরই নাতাশা তাঁর নিজ শহর সার্বিয়ায় চলে যান। বর্তমানে সেখানেই অগস্ত্যের সঙ্গে সময় কাটাচ্ছেন। ছেলের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি নাতাশা ভাগ করে নেন তাঁর অনুরাগীদের সঙ্গে। উল্লেখ্য তিনি ২০২০ সালের ৩১ মে হার্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। হিন্দু এবং খ্রিস্টান উভয় আচার-অনুষ্ঠান মেনে তাঁদের বিয়ে হয়েছিল।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিশ্চিত করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.