হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ ডিভোর্সের পথে হাঁটছেন? এই নিয়ে জল্পনা তুঙ্গে। একই সঙ্গে কানাঘুষোয় শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারের সম্পত্তির নাকি ৭০ শতাংশই তাঁর স্ত্রীকে দিয়ে দিতে হবে। এর মধ্যে প্রকাশ্যে এক চমকপ্রদ তথ্য। কী? চলুন দেখে নেয়া যাক।
আরও পড়ুন: 'আমি ওঁকে খারাপ ভাবে ছুঁতাম নাকি?' সোনাক্ষীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের আগে অস্বস্তিতে পড়েছিলেন জ্যাসন! কেন?
হার্দিক - নাতাশার ডিভোর্সের গুঞ্জনের মাঝে কী জানা গেল?
এদিন ক্রুণাল পান্ডিয়া তাঁর ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন। তাঁর পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে ক্রুণালের কোলে হার্দিক এবং নাতাশার ছেলে অগস্ত্য এবং তাঁর বড় ছেলে। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'আমার ভালো থাকার, শান্তির জায়গা।'
ক্রুণালের এই পোস্টেই মন্তব্য করেছেন নাতাশা। তাতে তিনি ইমোজি কমেন্ট করেছেন। এতেই যাঁরা হার্দিক এবং নাতাশার জুটিকে পছন্দ করেন তাতে তাঁরা যেন খানিক স্বস্তি পেলেন। তাঁদের অনুমান সবটাই মিথ্যে। গুঞ্জন। এখনও বিষয়ে আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেননি তাঁরা কেউই।
আরও পড়ুন: 'গান্ধীজি আর আম্বেদকরের একটা ডিবেট হলে দারুণ হতো', কিন্তু কেন এমনটা মনে করেন জাহ্নবী?
কেন এই গুজব রটল?
এবার আইপিএলে সেইভাবে নাতাশাকে দেখা যায়নি। সেখান থেকেই গুঞ্জন শুরু হয় না নাতাশা এবং হার্দিকের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে এবং তাঁরা বিচ্ছেদের পথে হাঁটছেন। যদিও এই গুজব রটার পর হার্দিকের অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। এভাবে কারও সম্পত্তির ৭০ শতাংশ তাঁর স্ত্রীকে বিচ্ছেদ হয়েছে বলে দিয়ে দিতে হবে শুনেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তৈরি হয়েছে অনেক মিমও।