একগুচ্ছ বলিউড ছবির মাঝে জাতীয় পুরস্কার পেয়ে বাংলা ছবিকে গর্বিত করেছেন পরিচালক অর্জুন দত্ত। আবির চট্টোপাধ্যায় এবং তনুশ্রী দত্ত অভিনীত ‘ডিপ ফ্রিজ’ চলতি বছর পেয়েছে জাতীয় পুরস্কারের সম্মান। অবশেষে এবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি।
সোমবার অর্থাৎ ৬ সেপ্টেম্বর লক্ষ্মীপুজোর দিন প্রযোজক সংস্থা কালারস্ অফ ড্রিম ইন্টারটেনমেন্ট এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আসন্ন ২১ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা আবির চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তীকে।
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
আবির এবং তনুশ্রী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অনুরাধা মুখোপাধ্যায়, লক্ষ্য ভট্টাচার্য, শোয়েব কবীর, প্রিয়াঙ্কা গুহ, আর্য দাশগুপ্ত, কৌশিক চট্টোপাধ্যায়।
ছবি মুক্তির খবর ইনস্ট্রাগ্রামে পোস্ট করে প্রযোজনা সংস্থার তরফ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই কোজাগরী লক্ষীপুজোয় আমরা ধন্য, জাতীয় পুরস্কার জয়ী আমাদের ডিপ ফ্রিজ, আনুষ্ঠানিক পোস্টার উন্মোচিত হলো। ছবিটি পরিচালনা করেছেন অর্জুন দত্ত, প্রযোজনা করেছেন কৃষ্ণ কিয়াল।’
ক্যাপশনে তাঁরা আরও লেখেন, ‘২১ নভেম্বর মুক্তি পাবে ডিপ ফ্রিজ। আমাদের আশা, এই সিনেমাটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে, হয়তো অপ্রত্যাশিতভাবে নাড়া দেবে সকলের ভাবনার গভীরে।’ ছবির নাম বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই লিখেছে প্রযোজনা সংস্থা।
এই সিনেমাটি মূলত এমন একজন দম্পতির, যাদের ডিভোর্স হয়ে যাওয়ার পর জীবন পুরোপুরি পাল্টে যায়। একে অপরের থেকে দূরে থাকার পর দম্পতির মানসিক অবস্থার কি কি পরিবর্তন ঘটে, কোন কোন সমস্যার সম্মুখীন হন তাঁরা, সম্পর্কের টানাপোড়েনের অসম্ভব সুন্দর দৃশ্য তুলে ধরা হয়েছে এই ছবির মাধ্যমে।
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
প্রসঙ্গত, ২০১৮ সালে ‘অব্যক্ত’ ছবির মাধ্যমে পরিচালনায় ডেবিউ করেন অর্জুন দত্ত। ২০২০ সালে ‘গুলদস্তা’ এবং ২০২২ সালে ‘শ্রীমতি’ ছবি পরিচালনা করেন তিনি। অবশেষে চতুর্থ ছবির হাত ধরেই জাতীয় পুরস্কার ঘরে নিয়ে আসেন অর্জুন। নিঃসন্দেহে এই পুরস্কার তাঁকে আগামী দিনে আরও ভালো ছবি তৈরি করতে অনুপ্রাণিত করবে।