সম্প্রতি সময় রায়নার শোতে এসে বেফাঁস মন্তব্য করে বসেন রণবীর আল্লাহবাড়িয়া। না, কেবল মা বাবার যৌনতা নিয়েই প্রশ্ন নয়, এক পুরুষ প্রতিযোগীর গোপনাঙ্গ নিয়েও প্রশ্ন তোলেন। এরপর তাঁদের নামে একাধিক জায়গায় অভিযোগ দায়ের করা হয়। এরপর এদিন Beerbiceps সহ সময় রায়না এবং শোয়ের অন্যান্যদের তলব করল জাতীয় মহিলা কমিশন।
কী জানানো হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফে?
জাতীয় মহিলা কমিশনের তরফে ইউটিউবাররা ইন্ডিয়াস গট লেটেন্ট শোতে যে অবমাননাকর মন্তব্য করেছে সেটার তীব্র বিরোধিতা করেছে। রণবীর আল্লাহবাড়িয়ার বলা নোংরা এবং আপত্তিকর মন্তব্যগুলোকে কড়া ভাবে দেখছেন বলেও জানিয়েছেন। কেবল রণবীর নন, সময় রায়না, অপূর্বা মাখিজা, জসপ্রীত সিং, আশিষ চঞ্চলানির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন। কেবল যাঁরা বিচারক প্যানেলে ছিলেন তাঁরাই নন, এই শোয়ের দুই প্রযোজক তুষার পূজারী এবং সৌরভ বোথরার বিরুদ্ধেও বিরক্তি প্রকাশ করেছেন।
জাতীয় মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে, 'এই মন্তব্যগুলো জনসাধারণের মধ্যে খুব তৈরি করেছে, সম্মান নষ্ট করেছে।' আর সেই কারণেই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন শ্রীমতী বিজয়া রাহাতকর তাঁদের তলব করেছেন। আগামী ১৭ ফেব্রুয়ারি রণবীর আল্লাহবাড়িয়া, সময় রায়না, অপূর্বা মাখিজা, জসপ্রীত সিং, আশিষ চঞ্চলানি, তুষার পূজারী এবং সৌরভ বোথরাকে ডেকে পাঠানো হয়েছে। সেদিন দুপুর ১২ টায় তাঁদের জাতীয় মহিলা কমিশনের নিউ দিল্লির অফিসে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন: খালি অরিজিতের বাড়িতে আড্ডা নয়, জিয়াগঞ্জের স্থানীয় দোকান থেকে মিষ্টি-লস্যি খেলেন এড শিরান!
কী ঘটিয়েছেন রণবীর আল্লাহবাড়িয়া?
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইন্ডিয়াস গট লেটেন্ট শোয়ের। সেখানেই রণবীরকে বলতে শোনা যায়, 'আপনি কি আপনার বাবা মাকে আজীবন সেক্স করতে দেখবেন নাকি আপনিও তাতে একবার যোগ দিয়ে সেটাকে চিরতরে বন্ধ করবেন?' তাঁর এই কথা শুনে হতবাক হয়ে যান শোয়ের বাকিরাও। চমকে ওঠেন। সময় রায়না বলেন, 'এগুলো সব ওর পডকাস্টের বাতিল হওয়া প্রশ্ন।' বাকিদের আবার বলতে শোনা যায়, 'কী দারুণ একটা প্রশ্ন।'