বাংলা নিউজ > বায়োস্কোপ > National Film Awards: ‘গুমনামী’, ‘জ্যেষ্ঠপুত্র’-তে উজ্জ্বল জাতীয় মঞ্চে

National Film Awards: ‘গুমনামী’, ‘জ্যেষ্ঠপুত্র’-তে উজ্জ্বল জাতীয় মঞ্চে

সৃজিত মুখোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়

বজায় থাকল বাংলা ছবির দাপট।

৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চে এবার বাংলার দাপট। সেরা অ্যাডপ্টেড স্ক্রিন প্লে হিসেবে বাংলা থেকে জায়গা পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামী’। সেরা বাংলা ছবি হিসেবে পুরস্কৃত ‘গুমনামী’। ২০১৯ সালের এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বান ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী। 

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’ ছবি পেল সেরা মৌলিক চিত্রনাট্যর পুরস্কার। সেরা আবহসংগীতের জন্য পুরস্কার পেলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)। তাঁর পরিচালিত ছবি জাতীয় স্তরে খেতাব জেতার পর পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘আমি অত্যন্ত সম্মানিত এবং গর্বিত আমরা জাতীয় স্তরের পুরস্কার পেয়ে। সর্বভারতীয় মিউজিকের ক্ষেত্রে (ব্যাকগ্রাউন্ড মিউজিক) প্রবুদ্ধদা পেয়েছেন এবং চিত্রনাট্যর জন্য (সিনেমা) পুরস্কৃত হয়েছে। এবং সৃজিতও পেয়েছে। তাঁর জন্য আমি খুবই গর্বিত। ওর জয়ও আমার জয়, ওকে আমি অভিনন্দন জানাচ্ছি। জ্যেষ্ঠপুত্রের জন্য দুটো অ্যাওয়ার্ড আমি আমার তরফ থেকে উৎসর্গ করছি ঋতুপর্ণ ঘোষকে। আমরা তাঁর মূল ভাবনার মর্যাদা রাখতে পেরেছি। এবং সেটি জাতীয় স্তরে স্বীকৃতি পেয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল।’

শ্যুটিংয়ে প্রচণ্ড ব্যস্ত সৃজিত মুখোপাধ্যায়। শ্যুটিংয়ের ব্যস্ততার ফাঁকেই বলেছে, ‘খুব ভালো লাগছে। অনেক অনেক কৃচ্ছসাধন করে ছবিটা করা হয়েছিল। অনেক কষ্ট করে হাইকোর্টে কেস সামলে অনেক রাজনৈতিক বিষয়সূচি সামলে, সেগুলো খুবই কঠিন ব্যাপার ছিল। তারপর এই স্বীকৃতি পাওয়াটা সত্যিই আনন্দের।’

এসভিএফের কর্ণধার মহেন্দ্র সোনি জানিয়েছেন, ‘গুমনামীর জন্য সেরা বাংলা ফিচার ফিল্মের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় একটি চূড়ান্ত সম্মানের মুহূর্ত। ছবিটি অবশ্যই একটি বিশেষ প্রযোজনা এবং এটি থেকে আমাদের উচ্চ আশা ছিল। জাতীয় স্তরের দর্শকদের গুমনামীর মতো ছবি উপহার দেওয়ার জন্য আমি সৃজিত মুখোপাধ্যায়কে অভিনন্দন জানাতে চাই, যা দীর্ঘদিন ধরে মানুষের হৃদয়ে থেকে যাবে। ২০১৮ সালে ‘এক যে ছিল রাজা’ একই ক্যাটাগরিতে সম্মানিত হওয়ার পর আমরা আজ আরও একটি মর্যাদাপূর্ণ এবং গর্বিত মুহূর্ত উদযাপন করছি।’

হিন্দি ভাষায় সেরা প্রচারমূলক ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন পরিচালক বৌদ্ধায়ন মুখোপাধ্যায়। বনগাঁ-র বিশাখজ্যোতি ‘নন ফিচার’ ছবির জন্য সেরা সংগীত পরিচালকের শিরোপা পেয়েছেন।

প্রসঙ্গত, গত বছর মে মাসে এই পুরস্কার অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি এবং লকডাউনের জন্য সব পিছিয়ে যায়। ছবির বাছাই পর্বের কাজ সম্পন্ন করে সোমবার তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

বায়োস্কোপ খবর

Latest News

শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.