সম্প্রতি আইআইএম-আমেদাবাদে ভর্তি হওয়া নিয়ে ট্রোল্ড হয়েছিলেন নভ্যা নভেলি নন্দা। ইন্ডিয়া টুডে কনক্লেভে কে দেওয়া এক সাক্ষাৎকারের সময় তিনি সোশ্যাল মিডিয়ায় নেতিবাচকতা ছড়ানো এবং ফিটব্যাক দেওয়া মধ্যে যে পার্থক্য তা নিয়ে কথা বলেছেন।
আইআইএম আহমেদাবাদে ভর্তি হওয়ার পর নভ্যাকে ট্রোলিং এবং নেতিবাচক নানা মন্তব্যের মুখে পড়তে হয়। সেই সমন্ধে নিজের প্রতিক্রিয়া জানিয়ে নভ্যা নভেলি নন্দা বলেছিলেন, ‘সোশ্যাল মিডিয়া একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম, কারণ এটা প্রচুর মানুষকে বলার জায়গা করে দিয়েছে। এখানে সব ধরণের মানুষ রয়েছে। কিছু মানুষ সামাজিক ভাবে সে জায়গা তৈরি করে নিতে পারেননি, সাধারণ ভাবে তাঁরা কিছু বললে হয়তো তাঁদের কথা শোনার মতো কেউই ছিল না, কিন্তু এই স্যোশাল মিডিয়া তাঁদের বক্তব্যকেও হাজার হাজার মানুষের কাজে পৌঁছে দেয়। ভারতে বিশ্বের কয়েকটি সেরা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে আইআইএম আহমেদাবাদ অন্যতম। এখানে সুযোগ পাওয়া সত্যি অবিশ্বাস্যকর ব্যপার। বিশ্বের সেরা সব অধ্যাপকদের তত্ত্বাবধানে উচ্চশিক্ষা গ্রহণ করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।’
তিনি আরও বলেন, ‘আমি নিজে মানুষের জন্য কাজ করব বলে ঠিক করেছি, তাই আমি মনে করি না যে তাঁরা যা বলবেন তাতে আমার রেগে যাওয়া উচিত। ফিডব্যাকের দিকে তাকানো আমার জন্য অপরিহার্য, এটা আমাকে আরও ভালো মানুষ, আরও ভালো উদ্যোক্তা এবং আরও ভালো ভারতীয় করে তুলবে। আমি স্বীকার করি যে আমি অন্যরকম ভাবে বড় হয়েছি। এ বিষয়ে মানুষের কিছু বলার থাকবেই। কিন্তু লোকে কী নেতিবাচক কথা বলে বা বলবে তা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাতে নারাজ, আমি আমার কাজ যতটা সম্ভব চালিয়ে যাওয়ার চেষ্টা করব।’
আরও পড়ুন: নতুন সিজনেও ইন্ডিয়ান আইডলের বিচারকের আসনে দেখা যাবে? কী জবাব দিলেন বাদশা?
নভ্যা নভেলি নন্দার আইআইএমে ভর্তির বিষয়ে
নভ্যা আহমেদাবাদ বি-স্কুলে তাঁর ভর্তির বিষয়ে একটি আপডেট শেয়ার করেছিলেন। সেই সময় তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে লিখেছিলেন, ‘স্বপ্নগুলি সত্যি হয়!!!!! আগামী দুই বছর বাড়ির সেরা মানুষদের সঙ্গে! ২০২৬ সালের বিপিজিপি এমবিএ ক্লাস।’
একাংশ তাঁর নাম নথিভুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করলেও সোশ্যাল মিডিয়ায় তাঁর হয়ে সরব হয়েছেন তাঁর অনুরাগীরাই।
নভ্যা নাভেলি নন্দার পরিবার
নভ্যা অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা এবং ব্যবসায়ী এসকর্টস গ্রুপের মালিক নিখিল নন্দার মেয়ে। রাজ কাপুরের মেয়ে ঋতু নন্দার ছেলে হলেন নিখিল। তাঁর ছোট ভাই অগস্ত্য নন্দা সম্প্রতি জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছেন।