বাংলা নিউজ > বায়োস্কোপ > Navya Nanda on her Friends: 'এটাই তো আমাদের সংস্কৃতি', নব্যার শোয়ে নাতনিকে কোন বিষয়ে এমন কথা বললেন জয়া

Navya Nanda on her Friends: 'এটাই তো আমাদের সংস্কৃতি', নব্যার শোয়ে নাতনিকে কোন বিষয়ে এমন কথা বললেন জয়া

নব্য নন্দার পডকাস্ট শো

Navya Nanda on her friends: নব্য নন্দা তাঁর পডকাস্ট শোতে জানালেন ইংল্যান্ডে তাঁর স্কুল জীবন কেমন ছিল। মনে করলেন তাঁর বন্ধুদের কথাও।

নব্য নভেলি নন্দা ইংল্যান্ডের একটি বোর্ডিং স্কুলে থেকে পড়াশোনা করেছেন। সম্প্রতি তিনি তাঁর পডকাস্ট শোতে নিজের স্কুল জীবনের কথা স্মরণ করলেন। হোয়াট দ্য হেল নব্যর নতুন পর্বে তিনি মনে করলেন অতীতের সোনালী দিনের কথা। তিনি তাঁর মা শ্বেতা বচ্চনকে বলেন তাঁর বন্ধুরা স্কুল জীবনে যেভাবে তাঁদের মায়েদের সঙ্গে কথা বলত, সেভাবে তিনি কখনও তাঁর মায়ের সঙ্গে কথা বলেননি। তিনি জানান তাঁর বন্ধু এবং তাঁদের মায়েদের মধ্যে দারুন ঝগড়া হতো, কিন্তু তিনি কখনই এমনটা ভাবতে পারেননি। নব্যর দিদিমা, জয়া বচ্চন বলেন, 'এটাই তো আমাদের সংস্কৃতি।'

এই শোয়ের ফিনালে পর্বে নব্যর সঙ্গে তাঁর মা এবং দিদিমা ছিলেন। গত শনিবার ‘হোয়াট দ্য হেল নব্য’ শোয়ের শেষ পর্ব অনুষ্ঠিত হয়ে যায়। এই শো চলাকালীন নব্য নভেলি নন্দা জানান, 'আমার স্কুল জীবনের কথা খুব মনে পড়ে। আমি ইংল্যান্ডের বোর্ডিং স্কুলে পড়তাম, সেখানে আমার বন্ধুরা তাদের মায়েদের সঙ্গে যেভাবে কথা বলতো সেটা দেখে অবাক হয়ে যেতাম। ভাবতাম, হ্যাঁ! মায়ের সঙ্গে এভাবে কেউ কী করে কথা বলতে পারে! আমি তো কখনই আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলার কথা ভাবতেই পারি না। যদিও আমাদের সংস্কৃতি ভীষণ আলাদা। তবুও কখনও ওভাবে মায়ের সঙ্গে কথা বলা বা ঝগড়ায় জড়িয়ে পড়ার কথা ভাবতেও পারি না।'

তিনি আরও বলেন, 'মায়ের সঙ্গে আমি কখনই ওভাবে ঝগড়া করতে পারব না, তবে সেটা ভয়ের জন্য নয়, শ্রদ্ধা করি বলে।' নাতনির এই কথা শুনে জয়া বচ্চন বলেন, 'এটাই আমাদের সংস্কৃতি। আমার মনে হয় তুমি সাহস পাওয়ার কথার বিষয় যেটা বললে সেটা ভুল। আসলে তুমি পারবে না কারণ তোমার বড় হয়ে ওঠাটা অন্যরকম পরিবেশে। তুমি বাবা, মা, ঠাকুমা, দাদুকে সম্মান দিতে শিখেছ ছোটবেলা থেকেই। সেই কারণেই পারবে না।'

এই পর্বে নব্য তাঁর মামা অভিষেক বচ্চনের কথাও বলেন। তিনি জানান, 'বাড়িতে কখনও কোনও টেনশন তৈরি হলে আমার মামা বাড়িতে সবসময় কোনও না কোনও ধরনের টেক মিউজিক বাজাতেই থাকতেন।' এই কথায় শ্বেতা তাঁকে সমর্থন করেন, এবং বলেন তিনি সেটা দারুন উপভোগ করতেন।

শেষ কয়েক মাসে নব্যর এই পডকাস্ট শোতে তাঁর সঙ্গে তাঁর মা শ্বেতা বচ্চন এবং দিদিমা জয়া বচ্চনকে যোগ দিতে দেখা গিয়েছে। এই অনুষ্ঠানে তাঁরা তাঁদের ব্যক্তিগত জীবন থেকে সম্পর্ক সহ নানান বিষয় নিয়ে আলোচনা করেছেন। নব্য নন্দা হচ্ছেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের নাতনি এবং শ্বেতা বচ্চন এবং নিখিল নন্দার কন্যা।

বন্ধ করুন