বাংলা নিউজ > বায়োস্কোপ > 'কখনওই অভিনেত্রী হতে চাইনি', মন্তব্য অমিতাভ-নাতনির, একমত নন মা শ্বেতা বচ্চন!

'কখনওই অভিনেত্রী হতে চাইনি', মন্তব্য অমিতাভ-নাতনির, একমত নন মা শ্বেতা বচ্চন!

মা শ্বেতা বচ্চন-এর সঙ্গে নভ্যা। 

বলিউড নয়, নিজের পৈতৃক ব্যবসাকেই কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা।

একে সুন্দরী তার উপর আবার অমিতাভ বচ্চনের নাতনি, সুতরাং নভ্যা নভেলি নন্দা যে বলিউডে পা রাখছেন, তা একপ্রকার ধরেই নিয়েছিল হিন্দি ছবিপ্রেমী দর্শকের দল। তবে সবাইকে ভুল প্রমাণিত করে বলিউড নয়, নিজের পৈতৃক ব্যবসাকেই কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন নভ্যা। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অমিতাভ-নাতনি জানিয়েছিলেন তাঁর লক্ষ্য ছিল বাবা নিখিল নন্দার ব্যবসায় যোগ দেওয়া এবং তা দেখভাল করা। সম্প্রতি, এই ব্যাপারে তিনি আরও বললেন যে কোনওদিনই অভিনেত্রী হওয়াটা তাঁর প্রথম লক্ষ্য ছিল না।

বরখা দত্তের নেওয়া এক সাক্ষাৎকারে নভ্যার সঙ্গে হাজির ছিলেন তাঁর মা শ্বেতা বচ্চনও।সেখানেই কথায় কথায় নভ্যা বলেন, 'নাচ আমার বরাবরই পছন্দের ছিল। অভিনয়ের দিকেও ঝোঁক ছিল। কিন্তু সেটাতেই যে কেরিয়ার তৈরি করব, এমন ইচ্ছা কোনওদিনও ছিল না। বরং বরাবরই ব্যবসার দিকে ঝোঁক ছিল। আমার ঠাকুমা এবং কাকীমা দু'জনেই ওয়ার্কিং উইমেন ছিলেন।তাঁরাও আমাদের পৈতৃক ব্যবসার সঙ্গে দারুণভাবে জড়িয়ে রেখেছিলেন নিজেদের। আমার ঠাকুরদা এবং বাবা ব্যবসা সংক্রান্ত অনেককিছুই তাঁদের সঙ্গে আলোচনা করতেন, মিলিতভাবে সিদ্ধান্তে আসতেন। আমাদের বংশের সেই নিয়মকেই এগিয়ে নিয়ে যেতে চাই। বাবার পাশে দাঁড়াতে চাই।'

তবে নভ্যা কোনওদিন একেবারে যে অভিনয় করতে চাননি, এমনটি মোটেই নয়। তবে তা ছিল অল্প সময়ের জন্য। সেই কথা মনে করিয়ে দিয়ে অমিতাভ-কন্যা বলেছেন, 'এক সময় ও ভেবেছিল অভিনয়ও কেরিয়ার হিসেবে মন্দ নয়। আমরা আমাদের ছেলে ও মেয়ে দু'জনেরই মতামত ও ইচ্ছাকে সমান গুরুত্ব দিই। এমন পরিবারের সঙ্গে যুক্ত আমরা যে আমাদের ছোটোখাটো কাজও বিশ্লেষণ করা হয়। তাই একদিনের জন্যেও ভুলিনি, যে আমার বাবার বয়স আজ ৮০। এই বয়সেও ভোর পাঁচটায় উঠে নিজেকে প্রস্তুত করেন তিনি। প্রতিদিন। শ্যুটিংয়ে একইরকম নিষ্ঠা নিয়ে যান। তাই কাজটা যে খুব সহজ, এমনটি মোটেও নয়।'

 

বন্ধ করুন