বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘আমাদের পরিবারেও পুত্র-কন্যাকে সমান চোখে দেখা হয় না’, বিস্ফোরক অমিতাভ-নাতনি!

‘আমাদের পরিবারেও পুত্র-কন্যাকে সমান চোখে দেখা হয় না’, বিস্ফোরক অমিতাভ-নাতনি!

মা ও ভাইয়ের সঙ্গে নভ্যা।

অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন এবং তাঁর স্বামী নিখিল নন্দার সন্তান নভ্যা নভেলি নন্দা।

পরিবারের পুত্র সন্তানদের তুলনায় কীভাবে কন্যা সন্তানদের যে সামান্য হলেও অন্য চোখে দেখা হয়, তা নিয়ে সরব হলেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। এমনকি তাঁর নিজের পরিবারেও এই বিষয়টি রয়েছে সেকথাও অকপটে কবুল করলেন অমিতাভ-নাতনি। অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন এবং তাঁর স্বামী নিখিল নন্দার সন্তান নভ্যা। তাঁর একটি ছোট ভাইও রয়েছে। নাম তাঁর অগস্ত্য।

শি দ্য পিপল-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নভ্যা বলেছেন, 'এরোকম খানিকটা আমাদের বাড়িতেও রয়েছে। ধরুন, যখনই দেখি বাড়িতে কোনও অতিথি আসছেন আমার মা সবসময় আমাকেই এগিয়ে দেন তাঁদের স্বাগত জানানোর জন্য। কিংবা ধরুন, তাঁদের আপ্যায়নে যেন কোনও ত্রুটি না থাকে তা দেখভাল করার জয়। অদ্ভুত লাগে এই ভেবে যে আমার ভাইও তো রয়েছে, তাঁকে তো বলা হয় না। সেও তো আমারই মতো এই ব্যাপারগুলো সামলাতে পারে।'

সামান্য থেমে নভ্যার সংযোজন, 'বিশেষ করে একান্নবর্তী পরিবারে এই ব্যাপারটাই হয়ে থাকে। অতিথিদের আদর-আপ্যায়ন কিংবা দেখভালের বিষয়টি সবসময় মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয়। সেই বাড়িতে পুরুষ থাকলেও, তাঁদের উপর কখনওই এই নির্দেশ দেওয়া হয় না। আমার মনের হয়, এই ব্যাপার-স্যাপারগুলির মাধ্যমেই একজন মেয়ের মনের মধ্যে এই ধারণাগুলি বদ্ধমূল করে দেওয়া হয় যে বাড়ি সামলানোর দায়িত্বটি স্রেফ মেয়েদেরই!'

অমিতাভ-নাতনির এই মনোভাবের তারিফ করেছেন নেটপাড়ার বাসিন্দারা। সেই তালিকায় রয়েছেন প্রখ্যাত পরিচালক জোয়া আখতারও।

বন্ধ করুন