বাংলা নিউজ > বায়োস্কোপ > Nawazuddin Siddiqui: 'সস্তা TRP! মিথ্যে খবর ছড়ানো বন্ধ করুন', খবরের ভুল শিরোনামে চটলেন নওয়াজউদ্দিন

Nawazuddin Siddiqui: 'সস্তা TRP! মিথ্যে খবর ছড়ানো বন্ধ করুন', খবরের ভুল শিরোনামে চটলেন নওয়াজউদ্দিন

নওয়াজ-দ্য কেরালা স্টোরি

বিরক্ত নওয়াজউদ্দিন টুইটারে লেখেন, ‘শুধু কিছু ভিউ এবং হিট পাওয়ার জন্য মিথ্যা খবর ছড়ানো বন্ধ করুন। এটাকে সস্তা TRP বলা হয় - আমি কখনও বলিনি এবং আমি কখনই চাই না যে কোনও ছবি নিষিদ্ধ হোক। চলচ্চিত্র নিষিদ্ধ করা বন্ধ করুন। জাল খবর ছড়ানো বন্ধ করুন।’

এই মুহূর্তে আলোচনা ও চর্চার বিষয় ‘দ্য কেরালা স্টোরি’। আর এই ছবি নিয়েই মন্তব্য করে সম্প্রতি চর্চায় উঠে এসেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। বেশকিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে লেখা হয় নওয়াজউদ্দিন চান আদা শর্মা অভিনীত ‘দ্যা কেরালা স্টোরি’ নিষিদ্ধ হোক। আর এধরনের প্রতিবেদনের কারণেই বেজায় বিরক্ত নওয়াজ। অভিনেতার কথায়, তাঁর মন্তব্যকে ভুল ভাবে তুলে ধরা হচ্ছে, ভুল হেড করা হচ্ছে, তাতেই মানুষজনের কাছে ভুল বার্তা যাচ্ছে।

বিরক্ত নওয়াজউদ্দিন টুইটারে লেখেন, ‘শুধু কিছু ভিউ এবং হিট পাওয়ার জন্য মিথ্যা খবর ছড়ানো বন্ধ করুন। এটাকে সস্তা TRP বলা হয় - আমি কখনও বলিনি এবং আমি কখনই চাই না যে কোনও ছবি নিষিদ্ধ হোক। চলচ্চিত্র নিষিদ্ধ করা বন্ধ করুন। জাল খবর ছড়ানো বন্ধ করুন।’

আরও পড়ুন-মৃণাল সেনের স্ত্রীকে লেখা হৃত্বিক ঘটক পত্মীর চিঠি প্রকাশ্যে, কী লিখেছিলেন?

‘দ্যা কেরালা স্টোরি’ ঠিক কী বলেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি?

নওয়াজ বলেন, ‘যদি কোনও সিনেমা কাউকে আঘাত করে, তবে সেটা ঠিক নয়। মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি বাড়ানোর জন্যই আমরা ছবি বানাই। তবে যদি কোনও ছবি সামাজিক সম্প্রীতি ভাঙে তবে সেটা ভুল। সমাজকে ভাগ করলে চলবে না, এটাকে এক করতে হবে।’ তবে নওয়াজ এটাও বলেছিলেন, ‘যদি আপনি কোনও ছবির সঙ্গে একমত হন বা না হন, এটি প্রচার হোক কিংবা নাই হোক,আক্রমণাত্মক হোক কিংবা নাই হোক, এটাকে নিষিদ্ধ করা এক্কেবারে ভুল।’ আর অভিনেতার এই মন্তব্যের পরই কিছু জায়গায় লেখা হয়, নওয়াজ চান ‘দ্যা কেরালা স্টোরি নিষিদ্ধ হোক’। আর এধরনের খবর ছড়িয়ে পড়ার পরই টুইটারে কলম ধরেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকির ছবি ‘জোগিরে সারা রা রা’। ছবিত নওয়াজের সঙ্গে রয়েছেন নেহা শর্মা। ২৬ মে শুক্রবার-ই এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন