বাংলা নিউজ > বায়োস্কোপ > Nawazuddin Siddiqui: স্ত্রী আলিয়ার বিরুদ্ধে ১০০ কোটির মামলা, দিন পার হতেই পাল্টি খেলেন নওয়াজ!

Nawazuddin Siddiqui: স্ত্রী আলিয়ার বিরুদ্ধে ১০০ কোটির মামলা, দিন পার হতেই পাল্টি খেলেন নওয়াজ!

নওয়াজ ও আলিয়া

'নওয়াজ মীমাংসা চেয়েছেন। বিবাহ-বিচ্ছেদ হবেই, এটা নিশ্চিত। আমি আমার উভয় সন্তানের হেফাজতের জন্য লড়াই করব। নওয়াজও হেফাজতের জন্য আবেদন করেছেন কিন্তু সেটা আমি হতে দেব না। বাচ্চারা আমার সঙ্গেই থাকতে চায় এবং বাবার সঙ্গে থাকতে চায় না।'

বেশ কয়েকবছর ধরেই স্ত্রী আলিয়ার সঙ্গে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বিষয়টা নিয়ে বহুদিন ধরেই দুজনের মধ্যে কাদাছোড়াছুড়ি অব্যাহত। এমনকি আলিয়ার সঙ্গে নওয়াজের বিরুদ্ধে মুখ খোলেন অভিনেতার ভাই শামস নবাব সিদ্দিকি। দু'দিন আগেই স্ত্রী ও ভাই শামসের বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা ঠুকেছেন অভিনেতা। এদিকে ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাল্টি খেলেন নওয়াজউদ্দিন। অভিনেতা নাকি আলিয়ার কাছে মামলার নিষ্পত্তি চেয়ে চিঠি পাঠিয়েছেন। আর এখবর নিশ্চিত করেছেন আলিয়া সিদ্দিকি।

আলিয়া সিদ্দিকি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'নওয়াজ মীমাংসা চেয়েছেন। বিবাহ-বিচ্ছেদ হবেই, এটা নিশ্চিত। আমি আমার উভয় সন্তানের হেফাজতের জন্য লড়াই করব। নওয়াজও হেফাজতের জন্য আবেদন করেছেন কিন্তু সেটা আমি হতে দেব না। বাচ্চারা আমার সঙ্গেই থাকতে চায় এবং বাবার সঙ্গে থাকতে চায় না।'

আরও পড়ুন-Indubala Bhater Hotel Review Part-2: স্মৃতির যুদ্ধে ইন্দুবালা, বাল্যপ্রেমে মিশে গেল নকশী কাঁথার মাঠ, ফিরল মুক্তিযুদ্ধ

আরও পড়ুন- Indubala Bhater Hotel Review part 1: পাখির জীবন ছেড়ে খাঁচাবন্দি, চোখের জলে ভেজে ইন্দুবালার স্মৃতিপট

আরও পড়ুন-বাড়ি থেকে বউ-বাচ্চাকে বের করার অভিযোগ! নীরবতা ভাঙলেন নওয়াজ, দিলেন লম্বা বিবৃতি

<p>নওয়াজ ও আলিয়া</p>

নওয়াজ ও আলিয়া

আলিয়া আরও জানিয়েছেন, ‘বর্তমানে আমি একটি ভাড়া ফ্ল্যাটে থাকছি। সেটাও আমাকে ৩০ মার্চের মধ্যে খালি করতে বলা হয়েছে। কিন্তু আমি অন্য বাসস্থান খুঁজে পাচ্ছি না বলে আমি আরও এক মাস থাকতে দেওয়ার অনুরোধ করেছি। এই বিরোধের কারণে সমিতি আমাকে ভাড়ায় সম্পত্তি দিতে অস্বীকার করছে।’

চলতি বছরের জানুয়ারিতে আলিয়া সিদ্দিকি জানিয়েছিলেন, তাঁকে নওয়াজের মুম্বইয়ের বাড়িতে হেনস্থা করেন নওয়াজের না। শাশুড়ি-বউমার ঝগড়ায় একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। এরপরই আসে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা। এমনকি তাঁকে মাঝরাতে দুই ছেলেমেয়ে সহ বাড়ি থেকে নওয়াজ বের করে দেন বলেও অভিযোগ করেছিলেন আলিয়া সিদ্দিকি।

যদিও নওয়াজ বিবৃতি দিয়ে জানান, বহুদিন ধরেই তিনি আর আলিয়া আলাদা থাকেন। তাঁদের আগেই বিবাহ-বিচ্ছেদ হয়েছে। শুধুমাত্র ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে বোঝাপড়ার মধ্যে দিয়ে চলছিলেন। এমনকি নওয়াজের দাবি ছিল, আলিয়া শুধুই টাকা চান। সেকারণেই একের পর এক মামলা করে তাঁকে হেনস্থা করছেন। গতবছরও তাই করেছিলেন, মন মতো টাকা মিলতেই কেস বন্ধ করে দেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

 

 

বন্ধ করুন