নওয়াজউদ্দিন ও আলিয়ার মধ্যে লড়াই ক্রমশ তিক্ত হচ্ছে। চলছে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা। নিজেকে অভিনেতার স্ত্রী বলে দাবি করেছেন আলিয়া, নওয়াজ বলছেন স্ত্রীর সঙ্গে ওঁর আগেই বিবাহ-বিচ্ছেদ হয়ে গিয়েছে, কে ঠিক আর কে-ই বা বেঠিক?
1/8স্ত্রী আলিয়া সিদ্দিকির সঙ্গে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির লড়াই ক্রমশ আরও তিক্ত হচ্ছে। দু'দিন আগেই আলিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকি। নওয়াজ বলেছেন প্রথম স্বামীর সঙ্গেই আলিয়ার এখনও বিবাহ-বিচ্ছেদ হয়নি।
2/8এখানেই শেষ নয়, আলিয়ার বিরুদ্ধে নওয়াজের আরও অনেক অভিযোগই রয়েছে। নওয়াজের আইনজীবী জানিয়েছেন, আলিয়া তাঁর জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন ও বিয়ে করেছেন।
3/8নওয়াজের আইনজীবী জানিয়েছেন ২০০১ সালে ক্লাস এইট ফেল আলিয়া বিয়ে করেন বিনয় ভার্গভ নামের এক ব্যক্তিকে। সেই সময় আলিয়ার নাম ছিল অঞ্জলি কুমারী। পরবর্তী সময়ে মুম্বইয়ে আসার পর আলিয়ার নাম হয় অঞ্জলি পাণ্ডে। ২০১০ সালে নাম পাল্টে তিনি হন অঞ্জলি আনন্দ।
4/8আইনজীবীর দাবি, ২০০৮-২০০৯ সাল নাগাদ অঞ্জনা (আলিয়ার আগের নাম) রাহুল নামের আরও এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। মুম্বইয়ের একটি ফ্ল্যাটে তাঁরা থাকতেনও। রাজকুমার শুক্লা নামের এক ব্যক্তিকে বিয়ে করেছেন অর্চনা (আলিয়ার আরও একটি নাম)। তাঁদের ডিভোর্স হয়নি।
5/8আইনজীবী জানান, পরবর্তী সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করে অঞ্জলি আনন্দ হয়ে যান জয়নব। ২০১০ সালে অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকিকে বিয়ে করেন তিনি। নওয়াজের সঙ্গে তাঁর ২০১১ সালে বিবাহ-বিচ্ছেদ হয়।
6/8আইনজীবী জানিয়েছেন জৈনবের সঙ্গে বিচ্ছেদের পর নওয়াজের কেরিয়ার ভীষণ ভালোভাবেই এগোচ্ছিল। এরপর অভিনেতার জীবনে তিনি ফের আলিয়া হয়ে ফিরে আসেন। ২০২০-তে ফের নওয়াজকে বিবাহ-বিচ্ছেদের নোটিশ পাঠান, যার কোনও অর্থই নেই। কারণ, তাঁরা দু’জনে আগেই আইনত আলাদা হয়ে গিয়েছিলেন।
7/8আইনজীবী আরও জানিয়েছেন, আলিয়ার গুরুত্বপূর্ণ শংসাপত্রগুলিতে নাকি ভুল তথ্য দেওয়া রয়েছে। তাঁর মার্কশিটে জন্ম সাল লেখা ১৯৭৯। পাসপোর্টে রয়েছে ১৯৮২।
8/8নওয়াজের আইনজীবীর অভিযোগের পর শনিবার নতুন করে নওয়াজের সঙ্গে তাঁর কথাবার্তার একটি ভিডিয়ো পোস্ট করেন আলিয়া। যেখানে তিনি আবারও নিজেকে অভিনেতার স্ত্রী বলে দাবি করেছেন।