স্ত্রী আলিয়ার সঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকীর সুখের স্বর্গে ভাঙন ধরেছিল বহু আগেই। বিবাহ-বিচ্ছেদের মামলাও চলছিল। তবে মাঝে নওয়াজ-আলিয়ার মধ্যে সবকিছু মিটমাট হয়ে যাওয়ার খবরই সামনে আসে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে ফের অশান্তি শুরু…। সম্প্রতি, আলিয়ার অভিযোগের ভিত্তিতে নওয়াজের কাছে পৌঁছেছে আদালতের চিঠি। এরই মাঝে শোনা যায়, পারিবারিক অশান্তির কারণে নওয়াাজ নাকি মুম্বই ছাড়ছেন, কিন্তু নাহ, পরে জানা যায়, সে খবর ভুল। অভিনেতা আসলে অশান্তি এড়াতে বাড়ি থেকে বের হয়ে হোটেলে গিয়ে উঠেছেন, আর সেকারণেই মুম্বই ছাড়ার খবর ছড়িয়ে পড়ে।
জানা যাচ্ছে, এই মুহূর্তে নওয়াজ তাঁর মুম্বইয়ের সাজানো গোছানো বাড়ি ছেড়ে হোটেলে গিয়ে উঠেছেন। আর নিজের আইনজীবীর পরামর্শ মেনেই এই পদক্ষেপ করেছেন অভিনেতা। ঘটনার সূত্রপাlত নওয়াজের মা মেহেরুন্নেসা সিদ্দিকীর সঙ্গে আলিয়া সিদ্দিকীর ঝামেলা ঘিরে। গত মাসেই আলিয়ার বিরুদ্ধে থানায় FIR করেন নওয়াজের মা। কিছুদিন আগেই নাকি অভিনেতার বাংলোয় গিয়েছিলেন আলিয়া। তখন নাকি আলিয়াকে অনুপ্রবেশকারী বলে আক্রমণ করেন অভিনেতার মা। এমনকি আলিয়া নওয়াজের স্ত্রী নন বলেও দাবি করেছিলেন মেহেরুন্নেসা।
শাশুড়িমার FIR-এর পরই নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে পাল্টা আদালতে যান আলিয়া সিদ্দিকী। অভিযোগ ছিল, টানা এক সপ্তাহ ধরে স্ত্রীর উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাঁকে খেতে দেননি, বিছানায় শুতে দেননি। এমনকি স্নান করার জন্য বাথরুমে পর্যন্ত যেতে দেননি। আলিয়ার আইনজীবীন বলেন, 'আমার ক্লায়েন্ট, আলিয়া সিদ্দিকিকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য যা যা করা দরকার সবটাই মিস্টার নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তাঁর পরিবারের লোকজন করেছেন। তাঁরা আমার ক্লায়েন্টের নামে একটি ক্রিমিনাল কমপ্লেন পর্যন্ত করেছেন। পুলিশকে দিয়ে ওঁকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, রোজ হুমকি দেওয়া হয়েছে। এমনকি প্রতিদিন সন্ধার পর তাঁকে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়েছে।'
প্রসঙ্গত, ২০২০ সালে প্রথম নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন আলিয়া সিদ্দিকী। বলেছিলেন নওয়াজ তাঁকে কোনওদিনও মারধর করেননি ঠিকই, তবে তাঁর ভাই করেছেন। নওয়াজের বিরুদ্ধে বিবাহ-বিচ্ছেদের মামলাও করেছিলেন। যদিও ২০২১-এ মত বদলান আলিয়া। তবে চলতি বছরের শুরুতে ফের অশান্তির খবর সামনে আসতে শুরু করে। জানা যায়, মূলত সম্পত্তিই নাকি আলিয়ার সঙ্গে নওয়াজের মা মেহেরুন্নেসা সিদ্দিকীর ঝামেলার মূল কারণ। একসময় সাধ করে মুম্বইয়ে বাংলো বানিয়েছিলেন নওয়াজ, নাম রেখেছিলেন 'নবাব'। যে বাংলোর সঙ্গে শাহরুখের মন্নতের তুলনা হত। আর এখন সেই বাংলোয় অশান্তির রেশ রাতের ঘুম কেড়েছে অভিনেতার।