এইমুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় নাম নওয়াজউদ্দিন সিদ্দিকি। নওয়াজের অভিনয়ে বুঁদ হয়নি এমনি হিন্দি ছবিপ্রেমী দর্শক বিরল।একধারে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ছবিতে কাজ করলেও শাহরুখ এবং সলমনের সঙ্গে একাধিক ছবিতে চুটিয়ে কাজ করেছেন তিনি। এই দুই তারকার সঙ্গে কাজ করার ফলে তাঁদের অভিনয়ের ধরণ খুব সামনে থেকেই লক্ষ্য করেছেন এই অভিনেতা। শুটিংয়ে শট দেওয়ার আগে 'করণ-অর্জুন'-এর হাবভাবও স্বাভাবিকভাবেই নজর এড়িয়ে যায়নি তাঁর। একবার এক সাক্ষাৎকারে শাহরুখ-সলমন এই দু'জনের অভিনয়ের মূল পার্থক্যের ব্যাপার খোলসা করে বলেছিলেন নওয়াজ।
২০১৭ সালে অধুনা লুপ্ত বিতর্কিত কমেডি গ্রূপ 'এআইবি'-র নেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ ও সলমন, এই দু'জনের সঙ্গে কাজ করার প্রধান পার্থক্য কী তা জানতে চাওয়া হয়েছিল নওয়াজের কাছে। জবাবে সামান্য ভেবে এই অভিনেতা বলেছিলেন, 'শাহরুখ যেহেতু থিয়েটার থেকে উঠে এসেছেন তাই যতক্ষণ না একটা শট পারফেক্ট হচ্ছে, যতক্ষণ না নিজে তৃপ্তি পাচ্ছেন ততবার শট দিয়ে যাবেন তিনি। এতটাই খুঁতখুঁতে তিনি। ওঁর সঙ্গে শট দেওয়ার সময় মনে হতো একজন পাক্কা, পোড়খাওয়া অভিনেতার সঙ্গে কাজ করছি!' এরপর সামান্য থেমে 'বজরঙ্গি ভাইজান'-এর ব্যাপারে নওয়াজের সরস মন্তব্য, 'ওদিকে সলমন ভাইয়ের ব্যাপারটা আবার সম্পূর্ণ আলাদা। ভীষণ অন্যরকম। একবার যদি শট দিয়ে দেয়, ব্যাস তাহলে আর দেবে না। ওই আর যা হলো তো হলো এরকম একটা ব্যাপারটা আর কী!'
প্রসঙ্গত, বড়পর্দা ছাড়াও বিভিন্ন সুপারহিট ওয়েব সিরিজেও মুখ্যচরিত্রে দেখা গেছে নওয়াজকে। এরমধ্যে সবথেকে উল্লেখ্য নেটফ্লিক্সের ' স্যাক্রেড গেমস' .এছাড়াও গত বছরে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নওয়াজের আরও দুটি ছবি। সুধীর মিশ্রর ' সিরিয়াস মেন' এবং হানি তেহরানের ' রাত আকেলি হ্যায়'।