বাংলা নিউজ > বায়োস্কোপ > Nawazuddin Siddiqui : ‘চাপে পড়ে নওয়াজ স্যারের বিরুদ্ধে অভিযোগ করেছি, ক্ষমা চাইছি’, পালটি পরিচারিকার

Nawazuddin Siddiqui : ‘চাপে পড়ে নওয়াজ স্যারের বিরুদ্ধে অভিযোগ করেছি, ক্ষমা চাইছি’, পালটি পরিচারিকার

নওয়াজউদ্দিন সিদ্দিকি ও পরিচারিকা স্বপ্ন

‘আমি নওয়াজ স্যারের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। জানি আমি ক্ষমার যোগ্য নই। কিন্তু আমি যা করেছি, কারোর চাপে করেছি। আমি চাই না আপনার সঙ্গে খারাপ কিছু ঘটুক। আপনি ভীষণই ভালো মানুষ। যা হয়েছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আসলে ম্যাডাম আপনাকে মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছেন। আমি শুধু বলব, আপনি বাড়ি ফিরে যান।'

প্রতিষ্ঠিত অভিনেতা, অথচ নওয়াজউদ্দিন সিদ্দিকির জীবনে এই মুহূর্তে যেন ঝড় বয়ে যাচ্ছে। প্রাক্তন স্ত্রী আলিয়ার সঙ্গে আইন ঝামেলা চলছেই। তারই মধ্যে দুদিন আগে নওয়াজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন অভিনেতার দুবাই-এর বাড়ির পরিচারিকা। কেঁদে কেঁদে ভিডিয়োতে নওয়াজের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল পরিচারিকা স্বপ্নাকে। কিন্তু অভিযোগের দু'দিনও কাটল না এখন ১৮০ ডিগ্রি ঘুরে এখন সম্পূর্ণ অন্য কথা বলছেন পরিচারিকা স্বপ্না।

আলিয়া সিদ্দিকীর আইনজীবী রিজওয়ান সিদ্দিকির পোস্ট করা ভিডিয়োতে স্বপ্না কেঁদে কেঁদে বলেছিলেন, চাকরির নামে তাঁকে দুবাইতে নিয়ে গিয়ে বাচ্চা দেখার কাজ করাচ্ছেন নওয়াজ। তাঁকে বেতন দেওয়া হয়নি। আলিয়া বাচ্চাদের নিয়ে দুবাই থেকে চলে আসার পরেও তাঁকে দুবাইয়ের বাড়িতে আটকে রাখা হয়েছে, এমনকি তাঁর কাছে খাবারের টাকাও দেওয়া হয়নি। তবে অভিযোগ করার ২৪ ঘণ্টা পার হতে না হতেই স্বপ্না ফের কাঁদতে কাঁদতে ক্ষমা চেয়ে নিলেন।

নতুন ভিডিয়োতে নওয়াজের দুবাইয়ের বাড়ির পরিচারিকাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি নওয়াজ স্যারের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। জানি আমি ক্ষমার যোগ্য নই। কিন্তু আমি যা করেছি, কারোর চাপে করেছি। আমি চাই না আপনার সঙ্গে খারাপ কিছু ঘটুক। আপনি ভীষণই ভালো মানুষ। যা হয়েছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও দেখেছেন তা সম্পূর্ণ ভুল। আসলে ম্যাডাম আপনাকে মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছেন। আমি শুধু বলব, আপনি বাড়ি ফিরে যান।'

নতুন ভিডিয়োতে পরিচারিকা স্বপ্না ‘ম্যাডাম’ আপনাকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন বললেও তিনি আলিয়ার নাম নেননি। তবে তাঁর কথায় স্বপ্ন তিনি কাকে নিশানা করেছেন। এদিকে স্বপ্না ক্ষমা চাওয়ার পরপরই আলিয়ার আইনজীবী রিজওয়ান ফের সোশ্যাল মিডিয়ায় লেখেন, গরিব মেয়ে স্বপ্নাকে নওয়াজের প্রতিনিধিরা প্ররোচনা দিচ্ছেন, বিমানবন্দরে ফুল মেকআপে দেখা গিয়েছে ওকে।

প্রসঙ্গত, ২০২১ সালে নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া দুই সন্তানকে নিয়ে দুবাইতে চলে যান। চলতি বছরের জানুয়ারিতেই আলিয়া ভারতে ফিরে আসেন। তারপর থেকে অভিনেতার সঙ্গে আন্ধেরির বাড়িটি নিয়ে লড়াই চলছে। বিয়ে নিয়েও রয়েছে আইনি জটিলতা। নওয়াজউদ্দিনের আইনজীবী সম্প্রতি দাবি করেছেন যে আলিয়া এখনও তার প্রথম স্বামী বিনয় ভার্গবের সঙ্গে বিবাহিত। নওয়াজউদ্দিন এবং আলিয়া ২০১১ সালে বিয়ে করেন।

এর আগে আলিয়া পুলিশের কাছে গিয়ে এফআইআর করেছিলেন নওয়াজের মায়ের নামে। অভিযোগ এনেছিলেন তাঁকে খেতে তো দেওয়া হচ্ছেই না, ব্যবহার করতে দেওয়া হচ্ছে না বাড়ির বাথরুম। আবার তার কদিন পরেই আরও একটি ভিডিয়োতে দেখা যায় আলিয়া নওয়াজের বাড়ির সামনে গিয়ে অভিনেতার সঙ্গে ঝগড়া করছেন। যেটি আলিয়াই আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। নওয়াজকে এভাবে আলিয়ার কাছে হেনস্থা হতে দেখে আলিয়ার উপর বেজায় চটেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও।

বায়োস্কোপ খবর

Latest News

ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’ ‘‌ধরা যাক কলতান দার কথোপকথন সত্যি’‌, এবার বিস্ফোরক পোস্ট করলেন দীপ্সিতা সচিন-সৌরভ BCCI-কে বলুক দল পাঠাতে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবেদন মঈন খানের… লাকের গল্প চুরি করে তৈরি ‘স্কুইড গেম', পরিচালকের অভিযোগের জবাব নেটফ্লিক্সের টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর আনোয়ার মামলা শুনানির সময় গাড়ি চালাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান! মঙ্গলবারই সিদ্ধান্ত? প্রতিষ্ঠাতার থেকেও ধনী ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা, কে তিনি 'আপোষ না সংগ্রাম?' চিকিৎসকদের ‘ঘাড়ধাক্কা’ চন্দ্রিমার, ফুঁসলেন কিঞ্জল-শোভনরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.