বাংলা নিউজ > বায়োস্কোপ > Nawazuddin Siddiqui: 'সন্তানদের মায়ের বুক থেকে কেড়ে নিতে চাইছেন নওয়াজউদ্দিন', কেঁদে ভাসালেন আলিয়া…

Nawazuddin Siddiqui: 'সন্তানদের মায়ের বুক থেকে কেড়ে নিতে চাইছেন নওয়াজউদ্দিন', কেঁদে ভাসালেন আলিয়া…

নওয়াজ-আলিয়া

'গোটা যৌবন তোমার সঙ্গে কাটিয়ে দিলাম, আর এখন আমার ৪০ বছর বয়স, তুমি বলছ আমি তোমার স্ত্রী-ই নই। এর উপর বাচ্চা কেড়ে নেওয়ার কথা বলছ! আরে শোরা এবং ইয়ানি তো এখনও আমার গলা জড়িয়ে শুয়ে থাকে। বাচ্চাকে কেড়ে নিয়ে তুমি রাখবে কোথায়? থাকবে তো ওরা তোমার সঙ্গে?…’

‘নওয়াজ আমার কাছ থেকে আমার সন্তানদের কেড়ে নিতে চাইছেন। আমার দুই সন্তানকে নিজের হেফাজতে চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।’ নতুন ভিডিয়োতে কাঁদতে কাঁদতে অভিনেতার বিরুদ্ধে এবার এমনই অভিযোগ আনলেন নওয়াজ পত্নী আলিয়া সিদ্দিকি। যদিও তাঁর দাবি নওয়াজ তাঁকে স্ত্রী বলে মানতে নারাজ। নিজের পরিচিতি ও ক্ষমতার অপব্যবহার করে আমার কাছ থেকে সন্তানদের চুরি করতে চাইছেন নওয়াজউদ্দিন।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নতুন করে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন আলিয়া সিদ্দিকি। যে ভিডিয়োতে কাঁদতে কাঁদতে আলিয়াকে বলতে শোনা যায়, 'যে লোকটি সন্তান পেটে থাকাকালীন, জন্মের পর তাঁদের কখনও অনুভবই করতে দিলেন না বাবা কী জিনিস, বাচ্চারা কীভাবে বড় হয়ে গেল, বুঝতেই পারল না। আর আজ ও আমার কাছ থেকে আমার সন্তানদের ছিনিয়ে নিতে চাইছে! প্রমাণ করতে চাইছেন উনি খুব ভালো বাবা, আসলে ভালো বাবা। আসলে উনি একজন কাপুরুষ। যিনি ক্ষমতার অপব্যবহার করে মায়ের বুক থেকে সন্তান ছিনিয়ে নিতে চাইছেন। অথচ ও এটা জানে না, সবথেকে বড় যে ক্ষমতার খেলা, সেটা আসলে ব্রহ্মাণ্ডতে চলছে। পয়সা দিয়ে অনেক লোককে কিনতে পারবেন, বাচ্চা আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।’

আলিয়া আরও বলেন, ‘তুমি তো আমায় স্ত্রী হিসাবে কখনও গ্রহণই করোনি, সকলের সামনে দিব্যি বলে দিলে, আমি তোমার স্ত্রী নই। অথচ আমি তোমায় চিরকাল স্বামী হিসাবে মেনে এসেছি। সমস্ত নথিতে তার প্রমাণ রয়েছে। গোটা যৌবন তোমার সঙ্গে কাটিয়ে দিলাম, আর এখন আমার ৪০ বছর বয়স, তুমি বলছ আমি তোমার স্ত্রী-ই নই। এটা তো আমি কখনও মানতে পারব না। এর উপর বাচ্চা কেড়ে নেওয়ার কথা বলছ! লোকটা জানেই না, মায়ের কাছ থেকে বাচ্চা কেড়ে নেওা কাকে বলে। আরে শোরা এবং ইয়ানি তো এখনও আমার গলা জড়িয়ে শুয়ে থাকে। বাচ্চাকে কেড়ে নিয়ে তুমি রাখবে কোথায়? থাকবে তো ওরা তোমার সঙ্গে?…’

বহুদিন ধরেই আলিয়া সিদ্দিকির সঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকির আইনি লড়াই নিয়ে জলঘোলা হচ্ছে। তবে নওয়াজ এনিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। সম্প্রতি, এবিষয়ে এক সংবাদমাধ্যমের তরফে নওয়াজকে প্রশ্ন করা হলে তিনি কিছুটা বিরক্ত হয়ে বলেন, ‘খোলাখুলি বলছি, এবিষয়ে কথা বলতে চাই না। শুধু এটুকুই বলব, এসব ঘটনায় বাচ্চারা গত ১ মাস ধরে এখানে রয়েছে, ওরা দুবাইতে পড়াশোনা করে, আমি শুধু চাই ওরা যে স্কুলে যেতে পারে। আর কিছু চাই না।’

বন্ধ করুন