নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং স্ত্রী আলিয়ার ঝামেলা এখনও অব্যাহত। সম্প্রতি আলিয়া জানিয়েছেন তাঁদের সন্তানরা নাকি বরাবর নওয়াজকে ছাড়াই বড় হয়েছে। তাদের বাবা তাদের কাছে থাকত না কখনই। তাঁদের এই আইনি ঝামেলা চলাকালীন আলিয়া আরও জানান যে অভিনেতা কখনই তাঁদের সন্তানদের দায়িত্ব নেননি, মানুষ করেননি। ওরাও অভিনেতার সঙ্গে থাকতে চায় না।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন যে তিনি সন্তানদের সঠিক ভাবে মানুষ করার জন্য, তাদের বড় করে তোলার জন্য সেটেল হতে চান।
অন্যদিকে কোর্টে নওয়াজ সন্তানদের কাস্টডি দাবি করেছেন। তাঁদের মেয়ে সোরার বয়স এখন ১৩ আর ছেলে ইয়ানি সিদ্দিকির বয়স বর্তমানে ৭। অভিনেতা যতই তাঁর সন্তানদের নিজের কাছে রাখতে চান তাঁর স্ত্রী বারবার দাবি করে চলেছেন যে তাদের বড় হয়ে ওঠার নেপথ্যে নওয়াজের কোনও হাত নেই। তিনি কোনও দায়িত্ব পালন করেননি।
তিনি বলেন নওয়াজউদ্দিন নাকি তাঁদের সঙ্গে খুব কম দেখা করতে যেতেন। তাঁর কথা অনুযায়ী, 'নওয়াজ সন্তানদের তেমনভাবে সময় দিত না। ওরা জানেই না বাবা মানে কী, বা বাবার সঙ্গে সন্তানদের সম্পর্ক কেমন হয়। আমার ছেলেটি ভীষণ ছোট, ও বাবা শব্দটা ভীষণই কম উচ্চারণ করে, কারণ ও তো বাবাকে সেই অর্থে দেখেইনি, পায়নি। ও জানে বাবা আছে, কিন্তু বাবার আদর ভালোবাসা কী সেটা ও জানে না। আর মেয়ে একটু বড়, ওর বয়স ১৩, ও আমাদের মধ্যে হওয়া প্রতিটা ঝামেলা, অশান্তি দেখেছে। আমি যখন ওকে জিজ্ঞাসা বাবার কাছে যাবে কি না, ও বারবার বলে না।'
বর্তমানে তিনি একা তাঁদের সন্তানদের বড় করতে চাইছেন। নওয়াজের পদবী থেকে ছুটকারা পেতে চান আলিয়া। কিন্তু সেখানেও গোল বেঁধেছে।
আলিয়া জানান সোরা আর ইয়ানি ভারতেই থাকতে চায় কিন্তু নওয়াজউদ্দিন জোর করছেন ওদের দুবাইতে ফেরত পাঠানোর জন্য। তিনি আরও জানান এখন মুম্বইতে তাঁর পক্ষে থাকা দুঃসহ হয়ে উঠেছে কারণ তিনি থাকার জন্য কোনও ফ্ল্যাট ভাড়া পাচ্ছেন না। তিনি বলেন, 'মুম্বইতে কেউ আমাকে ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন না। যেখানেই যাচ্ছি না কেন সেখানে না করে দিচ্ছে। আমাদের সম্পর্কের এই ঝামেলার জন্যই অসুবিধায় পড়তে হচ্ছে। সবাই ভাবছে আমায় ঘর ভাড়া দিলে তাঁদের বিপদে পড়তে হবে পরে।'
প্রসঙ্গত ২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া এবং নওয়াজউদ্দিন। বর্তমানে তাঁদের ডিভোর্সের কেস চলছে। শুধু তাই নয়, নওয়াজউদ্দিনের স্ত্রী তাঁর এবং তাঁর মায়ের নামে থানায় অভিযোগ করেছেন তাঁর উপর গার্হস্থ্য হিংসা করার জন্য। অন্যদিকে অভিনেতার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন জোর করে তাঁর বাড়িতে ঢোকার জন্য।