বাংলা নিউজ > বায়োস্কোপ > Nawazuddin Siddiqui: আলিয়া নাকি মুম্বইয়ে থাকার জায়গা পাচ্ছেন না, দায়ী করলেন নওয়াজকে

Nawazuddin Siddiqui: আলিয়া নাকি মুম্বইয়ে থাকার জায়গা পাচ্ছেন না, দায়ী করলেন নওয়াজকে

আলিয়া নাকি মুম্বইয়ে থাকার জায়গা পাচ্ছেন না

Nawazuddin Siddiqui: মুম্বইয়ে ফ্ল্যাট ভাড়া পাচ্ছেন না নওয়াজউদ্দিনের স্ত্রী! তাঁদের ঝামেলার জন্য কেউ নাকি তাঁকে ঘর ভাড়া দিতে চাইছেন না।

নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং স্ত্রী আলিয়ার ঝামেলা এখনও অব্যাহত। সম্প্রতি আলিয়া জানিয়েছেন তাঁদের সন্তানরা নাকি বরাবর নওয়াজকে ছাড়াই বড় হয়েছে। তাদের বাবা তাদের কাছে থাকত না কখনই। তাঁদের এই আইনি ঝামেলা চলাকালীন আলিয়া আরও জানান যে অভিনেতা কখনই তাঁদের সন্তানদের দায়িত্ব নেননি, মানুষ করেননি। ওরাও অভিনেতার সঙ্গে থাকতে চায় না।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন যে তিনি সন্তানদের সঠিক ভাবে মানুষ করার জন্য, তাদের বড় করে তোলার জন্য সেটেল হতে চান।

অন্যদিকে কোর্টে নওয়াজ সন্তানদের কাস্টডি দাবি করেছেন। তাঁদের মেয়ে সোরার বয়স এখন ১৩ আর ছেলে ইয়ানি সিদ্দিকির বয়স বর্তমানে ৭। অভিনেতা যতই তাঁর সন্তানদের নিজের কাছে রাখতে চান তাঁর স্ত্রী বারবার দাবি করে চলেছেন যে তাদের বড় হয়ে ওঠার নেপথ্যে নওয়াজের কোনও হাত নেই। তিনি কোনও দায়িত্ব পালন করেননি।

তিনি বলেন নওয়াজউদ্দিন নাকি তাঁদের সঙ্গে খুব কম দেখা করতে যেতেন। তাঁর কথা অনুযায়ী, 'নওয়াজ সন্তানদের তেমনভাবে সময় দিত না। ওরা জানেই না বাবা মানে কী, বা বাবার সঙ্গে সন্তানদের সম্পর্ক কেমন হয়। আমার ছেলেটি ভীষণ ছোট, ও বাবা শব্দটা ভীষণই কম উচ্চারণ করে, কারণ ও তো বাবাকে সেই অর্থে দেখেইনি, পায়নি। ও জানে বাবা আছে, কিন্তু বাবার আদর ভালোবাসা কী সেটা ও জানে না। আর মেয়ে একটু বড়, ওর বয়স ১৩, ও আমাদের মধ্যে হওয়া প্রতিটা ঝামেলা, অশান্তি দেখেছে। আমি যখন ওকে জিজ্ঞাসা বাবার কাছে যাবে কি না, ও বারবার বলে না।'

বর্তমানে তিনি একা তাঁদের সন্তানদের বড় করতে চাইছেন। নওয়াজের পদবী থেকে ছুটকারা পেতে চান আলিয়া। কিন্তু সেখানেও গোল বেঁধেছে।

আলিয়া জানান সোরা আর ইয়ানি ভারতেই থাকতে চায় কিন্তু নওয়াজউদ্দিন জোর করছেন ওদের দুবাইতে ফেরত পাঠানোর জন্য। তিনি আরও জানান এখন মুম্বইতে তাঁর পক্ষে থাকা দুঃসহ হয়ে উঠেছে কারণ তিনি থাকার জন্য কোনও ফ্ল্যাট ভাড়া পাচ্ছেন না। তিনি বলেন, 'মুম্বইতে কেউ আমাকে ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন না। যেখানেই যাচ্ছি না কেন সেখানে না করে দিচ্ছে। আমাদের সম্পর্কের এই ঝামেলার জন্যই অসুবিধায় পড়তে হচ্ছে। সবাই ভাবছে আমায় ঘর ভাড়া দিলে তাঁদের বিপদে পড়তে হবে পরে।'

প্রসঙ্গত ২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া এবং নওয়াজউদ্দিন। বর্তমানে তাঁদের ডিভোর্সের কেস চলছে। শুধু তাই নয়, নওয়াজউদ্দিনের স্ত্রী তাঁর এবং তাঁর মায়ের নামে থানায় অভিযোগ করেছেন তাঁর উপর গার্হস্থ্য হিংসা করার জন্য। অন্যদিকে অভিনেতার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন জোর করে তাঁর বাড়িতে ঢোকার জন্য।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'মেরুদণ্ড নেই...' ট্রোলের ভয়ে পুজো-কার্নিভালে যোগ না দেওয়া নিয়ে কটাক্ষ সৌমিতৃষার দ্রোহ উপেক্ষা করে পরিচিত ছন্দে পুজো কার্নিভাল, পরিবেশিত হল মমতার লেখা গান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী আমানত থেকে উধাও টাকা, পলাতক অর্থ বিভাগের কর্মী কার্নিভালের মঞ্চে রচনা-জুন-নুসরতদের হাত ধরে নাচলেন মুখ্যমন্ত্রী, ছিলেন আর কারা? পুজোয় গতবারকে ছাপিয়ে গেল লোকালে ভিড়, রেকর্ড যাত্রী শিয়ালদা ও হাওড়া ডিভিশনে PAK vs ENG: বাবরের জায়গায় দলে, অভিষেকেই সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন কামরান গোলাম বাংলাদেশে পুজো মণ্ডপে ইসলামি গান, পুলিশ হেফাজতের আবেদন নাকচ আদালতের অতীতের জয় থেকে নিচ্ছেন অনুপ্রেরণা, নিলামে ছক্কা হাঁকাতে মরিয়া MI কোচ মাহেলা ‘ডাক্তারবাবু থানায় চলুন,’ অনশনের সমর্থনে ব্যাজ পরে মমতার কার্নিভালে, আটক চিকিৎসক ঝাড়খণ্ডে গদি কার দখলে যেতে পারে? কোন ইঙ্গিত কয়েক মাস আগের লোকসভা ভোটে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.