বলিউডে কেরিয়ার প্রায় অনেক বছর। দর্শক মহলে ভালোবাসা পেয়েছেন প্রভূত। ভারতবর্ষে কাজ করে তিনি কতোটা ভাগ্যবান কিংবা তাঁর ধর্ম তাঁর কেরিয়ারে কোনও প্রভাব ফেলেছে কিনা তা জানতে চাওয়া হলে তিনি সেই বিষয়ে মুখ খোলেন। নওয়াজউদ্দিন সিদ্দিকি বলেছেন, বলিউডে তাঁকে কখনোই ধর্মীয় ভিত্তিতে বৈষম্য করা হয়নি। পডকাস্ট আনপ্লাগড -এ উপস্থিত হয়ে নওয়াজউদ্দিন বলেন, সমাজের বাকি অংশের বলিউড থেকে শেখা উচিত কীভাবে সব ধর্মকে সম্মান করতে হয়। তিনি অনুপম খের এবং তাঁর ‘এ ওয়েডনেসডে’ এর সহ-অভিনেতা নাসিরুদ্দিন শাহ এবং দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার কথা উল্লেখ করেছেন ।
আরও পড়ুন: ('অন্যের রান্নাঘরে সেক্স করেছি...', যৌনতা নিয়ে বেফাঁস ঋতাভরী, তথাগতর সঙ্গে প্রেম টিকে?)
যা বললেন নওয়াজউদ্দিন
নওয়াজউদ্দিন জানান, ‘বাকি সমাজের বলিউড থেকে শেখা উচিত... আপনি কি জানেন যে অনুপম খের অভিনয়ের ক্ষেত্রে নাসিরুদ্দিন শাহকে কতোটা সম্মান করেন?’
‘আমি এই শিল্পের একটি অংশ। আমার দেশ সুন্দর। এখানে যে ভালোবাসা আর সম্মান পাই, অন্য কোথাও পাবো না। জাতি, ধর্ম নির্বিশেষে তাঁরা আমার প্রতি যে ভালবাসা বর্ষণ করেছে তা অনবদ্য। আমি সাধারণ মানুষের মধ্যে থাকতে পেরে আনন্দিত। আপনি বিশ্বের আর কোথাও এটি দেখতে পাবেন না। আমি দেশের মধ্যে ঘুরে বেরিয়েছি। জানি না খবরে কী দেখায়, তবে আমাদের দেশের মানুষ সত্যি সুন্দর এবং নির্দোষ।’
আরও পড়ুন: (‘হে রাম’-এ অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নেন শাহরুখ খান? ফাঁস করলেন কমল হাসান)
রত্না পাঠক শাহের সাম্প্রতিক বক্তব্য
প্রবীণ অভিনেতা রত্না পাঠক শাহও দ্য লালানটপের সঙ্গে একটি সাক্ষাত্কারে এই বিষয়ে মুখ খোলেন। বিরোধপূর্ণ রাজনৈতিক মতাদর্শ থাকা সত্ত্বেও কীভাবে তিনি এবং তাঁর স্বামী নাসিরুদ্দিন পরেশ রাওয়াল এবং অনুপম খেরের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবাই এমন এক সময়ে বড় হয়েছি। দুজন মানুষ বন্ধু হতে পারে পাশাপাশি ভিন্ন মতাদর্শও থাকতে পারে। তুমি তোমার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক। কথোপকথন, আলোচনা এমনকি মতপার্থক্য থাকলেও এটি নিজেদের মধ্যে সম্পর্কের ফাটল সৃষ্টি করে না। এটি একটি সাম্প্রতিক প্রবণতা। এটা আমাদের দেশের সংস্কৃতি না, আমি আগে এরকম কিছু দেখিনি। আমি এমন একটি বাড়িতে জন্মগ্রহণ করেছি যেখানে আমার বাবা একটি আরএসএস পরিবারের এবং আমার মা একটি কমিউনিস্ট পরিবার থেকে ছিলেন। আমাদের বাড়িতে প্রতিনিয়ত তর্ক-বিতর্ক হতো, তারপরও আমরা সবাই একসাথে সুখে থাকতাম। আমি জানি যে মতামতের সঙ্গে অসম্মতি মানে একজন ব্যক্তিকে অপছন্দ করা নয়। এটি একটি খুব নতুন ঘটনা, আপনি যদি আমার সাথে একমত না হন তবে আপনাকে বাতিল করা উচিত, এটা আমাদের সংস্কৃতি নয়, অন্তত এটা আমার সংস্কৃতি নয়, আমার পরিচিত কারোরও নয়।’
নওয়াজউদ্দিনকে শেষ দেখা গিয়েছিল ZEE5 থ্রিলার রাউতু কা রাজ-এ।