বলিউডের সাম্প্রতিক কালের চর্চিত অভিনেতাদের মধ্যে একজন হলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। নিজের অভিনয় দক্ষতার কারণেই প্রায়দিন চর্চায় থাকেন নওয়াজ। যদিও বেশকিছুদিন আগে পর্যন্ত স্ত্রীর সঙ্গে ঝামেলার কারণে আলোচনায় ছিলেন নওয়াজ। তবে স্ত্রী আলিয়ার সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে আপাতত একসঙ্গে সংসার করারই সিদ্ধান্ত নিয়েছেন দুজনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পরিবার, একসময় তাঁর দারোয়ানের কাজ করা নিয়ে মুখ খুলেছেন নওয়াজউদ্দিন।
ঠিক কী বলেছেন তিনি?
নওয়াজকে একসময় দারোয়ানের কাজ নিতে হয়েছিল, সেই প্রসঙ্গ ধরেই প্রশ্ন ওঠে তবে কি নওয়াজের পরিবারের আর্থিক অবস্থার কথায়। সেকথায় অভিনেতা বলেন, ‘আমার পরিবার কখনওই গরিব ছিল না। আমায় দেখতে ওমন ছিল, তবে পরিবার গরিব ছিল না।’
তবে কেন দারোয়ানের কাজ নিয়েছিলেন? একথায় নওয়াজ বলেন, 'আমি দারোয়ানের কাজ করতাম, কারণ আমি বাড়ি থেকে টাকা নিতে চাইনি। বাড়িতে সবসময় টাকা ছিল, তবে আমি আমার পরিবারের থেকে টাকা নিতে চাইনি কারণ আমি তাঁদের না বলে আমার পছন্দের কাজ (অভিনয়) বেছে নিয়েছিলাম। আমার বাবা-মা সবসময় আমাকে টাকা দিতে প্রস্তুত ছিলেন। তাঁরা সবসময় বলতেন, ‘কুছ সমস্যা হোতো লে লে (আপনার সমস্যা হলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিও)। তাঁরা আমায় জিগ্গেস করতেন, তুমি কেন টাকা চাইছো না এবং তুমি আদপে কী করছো, তা আমরাও জানি না।’
এর আগে এক সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘আমি ছোট ছবি করি, সেখানে যদি কম টাকা পাই তাহলেও তা করি। কারণ আমি এখানে শুধু ভালো চরিত্র করতে এসেছি। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমি বড় ছবিও করি, ছোট ছোট চরিত্রেও অভিনয় করি, আর সেটা আমি টাকার জন্য করি। সেখান থেকে যদি ভালো টাকা পাওয়া যায়, তা থেকেই ছোট ছবি বানানো যায়।’
সম্প্রতি OTT প্ল্যার্টফর্ম 'হাদ্দি'-তে দেখা গেছে নওয়াজউদ্দিনকে। খুব শীঘ্রই ডিজিটাল প্রকল্প 'রাউতু কা রাজ' তে দেখা যাবে নওয়াজকে।
সম্প্রতি এক পডকাস্টে বলিউডে ধর্মীয় বিভেদের বিষয়টি রয়েছে কিনা, তা নিয়েও কথা বলেছেন নওয়াজ। তিনি বলেন, বলিউডে তিনি কখনও ধর্মীয় বিভেদ দেখেননি। নওয়াজের কথায়, ‘সমাজের বাকি অংশের বলিউড থেকে শেখা উচিত সব ধর্মকে কীভাবে সম্মান করতে হবে... আপনারা কি জানেন যে অনুপম খের অভিনয়ের ক্ষেত্রে নাসিরুদ্দিন শাহকে অনেক সম্মান করেন!’