ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তবে শেষ কয়েক বছর স্ত্রীর সঙ্গে তাঁর ঝামেলা, দ্বন্দ্ব, কলহের ছবি প্রকাশ্যে চলে এসেছিল। স্ত্রী আলিয়ার সঙ্গে তাঁর অশান্তি পৌঁছেছিল আদালত পর্যন্ত। তাঁরা বিবাহ-বিচ্ছেদের পথে হাঁটছিলেন। তবে শেষপর্যন্ত সিদ্ধান্ত বদল করেন আলিয়া। কয়েকদিন আগেও সন্তানদের স্বার্থেই নিজেদের ঝামেলা ভুলে বিবাহবার্ষিকীও উদযাপন করেন নওয়াজ-আলিয়া।
তবে স্ত্রীর সঙ্গে যাই ঘটুক না কেন, নিজের দুই ছেলেমেয়ে শোরা ও ইয়ানি নওয়াজের প্রাণ। বিশেষ করে মেয়ে শোরা অভিনেতার হৃদয়ের বড়ই কাছের। সম্প্রতি ইনস্টাগ্রামে মেয়ে শোরার একটা ভিডিয়ো শেয়ার করেন নওয়াজ। যেখানে নওয়াজ কন্যাকে প্রতিষ্ঠিত মডেলের মতো র্যাম্প ওয়াক করতে দেখা যাচ্ছে। শোরার পরনে ছিল কালো পোশাকের উপরে চাপানো সাদা শার্ট, চোখে সানগ্লাস, পায়ে বুট জুতো, আর চুল খোলা রেখেছিলেন। নওয়াজ ভিডিয়োর ক্য়াপশানে দিয়েছেন 'ইনহাউস মডেল'।
প্রসঙ্গত নোরা যখন অনেক ছোট, তাঁর ছিল ৪-৫ বছর। তখন মুম্বইয়ে আয়োজিত কিডন ফ্যাশান উইকে মেয়ের হাত ধরে তাঁকে র্যাম্পে হাঁটতে শিখিয়েছিলেন নওয়াজ নিজেই। সেই শোরাই এখন বড় হয়ে গিয়েছে।
এর আগেও অবশ্য মেয়ে শোরার জন্মদিন উপলক্ষ্যে নানান মুহূর্তের কোলাজ শোর করেছিলেন নওয়াজ। যেখানে দেখা যাচ্ছে শোরা নাচছেন, গান গাইছেন, ছুটি কাটাচ্ছেন। যে ভিডিয়োর নিচে ক্যাপশানে বহু নেটনাগরিকই শোরার 'সুন্দর চোখ'-এর প্রশংসা করেছেন।
এক সাক্ষাৎকারে মেয়ে শোরার সম্পর্কে বলতে গিয়ে নওয়াজ বলেছিলেন, ‘আমি চাই শোরা তার স্বপ্ন পূরণ করুক। শোরা এখন ১৩ বছর বয়সী এবং ও পারফর্মিং আর্টসে আগ্রহী। আমি ওকে একটা অভিনয় স্কুলে ভর্তি করেছি। ও যদি অভিনয়টাই করতে চায়, তাহলে যেন প্রশিক্ষিত অভিনেতা হয়। অভিনয় এমন একটা শিল্প এর জন্য তৈরি হতে হয়। আমি ওকে সাহায্য করতে প্রস্তুত।’
নওয়াজউদ্দিনের আলিয়া সিদ্দিকির দুই সন্তান রয়েছে- মেয়ে শোরা ও ছেলে ইয়ানি। শোরা অবশ্য বর্তমানে দুবাইয়ের একটা স্কুলে পড়াশোনা করছেন। গত বছর সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছিলেন নওয়াজের স্ত্রী আলিয়া। বর্তমানে নওয়াজপত্নী আলিয়া সিদ্দিকি নিজের নাম বদলে আলিয়া আনন্দ পান্ডে রেখেছেন।
কাজের ক্ষেত্রে নওয়াজউদ্দিনকে আগামীতে 'সেকশন ১০৮' ছবিতে দেখা যাবে। ছবিতে রয়েছেন আরবাজ খান ও রেজিনা ক্যাসান্দ্রাও।