বাংলা নিউজ > বায়োস্কোপ > কঙ্গনার সঙ্গে কাজ করা ঠিক কতটা মুশকিল? একান্ত সাক্ষাৎকারে ফাঁস করলেন নওয়াজ

কঙ্গনার সঙ্গে কাজ করা ঠিক কতটা মুশকিল? একান্ত সাক্ষাৎকারে ফাঁস করলেন নওয়াজ

কঙ্গনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে নওয়াজ কী বললেন শুনুন। 

কঙ্গনা রানাওয়াতের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? সম্প্রতি এই নিয়ে কথা বলতে শোনা গেল নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রযোজক হিসেবে পথ চলা শুরু করছেন কঙ্গনা। আর সেই প্রযোজনার প্রথম ছবি ‘টিকু ওয়েডস শেরু’-তে কাজ করতে চলেছেন নওয়াজ। পরিচালনায় সাই কবীর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছিল ছবির শ্যুট। খুব জলদি অ্যামাজন প্রাইমে আসছে ছবিটি। 

নওয়াজ নিজের সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াতকে ঘোষণা করে দিয়েছেন টিনসেল টাউনের সেরা প্রযোজক হিসেবে। সঙ্গে এটাও মানতে রাজি নন যে ‘কুইন’ নায়িকার সাথে কাজ করা মুশকিলের। বরং, নিজে প্রমাণ না পেয়ে এরকম কোনও গুজবে কান দেওয়ার ইচ্ছে নেই তাঁর! আরও পড়ুন: কঙ্গনাকে জামা খুলতে বলত, ছোটবেলায় হওয়া যৌন নিগ্রহ নিয়ে সরব নায়িকা ‘লক আপ’-এ

সিদ্ধার্থ কন্নানকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা প্রসঙ্গে নওয়াজ জানান, ‘কাজ করে খুব মজা পয়েছি। দারুণ মেয়ে কিন্তু ওঁ।’ কঙ্গনার সাথে কাজ করতে অনেকেই নাকি মুশকিলে পড়ে, এরকম প্রশ্ন করা হলে নওয়াজ জানান, ‘ও আমার প্রযোজক। আর ওর মতো প্রযোজক খুব কম আছে।’ কঙ্গনার সাথে কাজ করতে ভয় পাননি প্রশ্নের উত্তরে জানান, ‘কীসের ভয়? এত ভালো অভিনেত্রী, এত ভালো প্রযোজক। আর কী চাই?’

‘আপনি যদি শোনা কথার ব্যাপারে ূবলেন, তবে অনেক কিছুই তো কানে আসে। আপনি আমার ব্যাপারেও কিছু না কিছু শুনবেন। ইন্ডাস্ট্রিতে মানুষ খুব সহজেই শোনা কথা বিশ্বাস করে নেয়। আবার সেটা নিয়ে নিজেও গুজব ছড়ায়। আমার মনে হয়, যতক্ষণ না তুমি কারও সঙ্গে মিশছ, ততদিন শোনা কথা বিশ্বাস করবে না।’

 

বন্ধ করুন