বাংলা নিউজ > বায়োস্কোপ > Nawazuddin Siddiqui: সব ভুল বোঝাবুঝি অতীত! আলিয়া ও দুই সন্তানকে দেখতে দুবাই যাচ্ছেন নওয়াজউদ্দিন

Nawazuddin Siddiqui: সব ভুল বোঝাবুঝি অতীত! আলিয়া ও দুই সন্তানকে দেখতে দুবাই যাচ্ছেন নওয়াজউদ্দিন

দুবাই যাচ্ছেন নওয়াজ।

দিনকয়েক আগেই একে-অপরের উপর তুলেছিলেন একগুচ্ছ অভিযোগ। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বভাবিক। আলিয়া ও দুই সন্তানের সঙ্গে দেখা করতে দুবাই যাচ্ছেন অভিনেতা।

মাসখানেক ধরেই দাম্পত্য কলহের কারণে খবরে আছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। আপাতত যদিও অভিনেতা ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘আফওয়া’র প্রোমোশনে। তবে তারই মাঝে সময় বের করে দিন দুই-এর জন্য গেলেন দুবাইতে স্ত্রী আলিয়া ও সন্তানদের সঙ্গে দেখা করতে। 

আলিয়া সিদ্দিকি নিজেও এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘আমি চেয়েছিলাম দুবাইয়ের বাড়ির এগ্রিমেন্ট ওঁর নামেই হোক। উনিই যেহেতু এখানে আমাদের প্রদানকারী হবেন, তাই তাঁর হাতে লাগাম থাকলেই ভালো, বিশেষ করে যদি আমাদের কোনও বিপদ হয়।’

আলিয়া আরও জানান তিনি ইতিমধ্যেই ডিভোর্স ফাইল করে দিয়েছেন, তবে নওয়াজের সাইন করা এখনও বাকি। ‘আমার মেয়ের দুবাই পছন্দ। আমার যদিও ভারত। সে ঠিক আছে কাজ বুঝে আমি ভারত বা দুবাইতে থাকব।

টাকা-পয়সার ক্ষেত্রে তো এখন নওয়াজ সবাটাই দিচ্ছেন আদালতের নির্দেশে। আমার মনে হয় সেই এগ্রিমেন্টটাও আমাদের এবারই ঠিক করে নিতে হবে। সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথাও বলার আছে।’, আরও জানান আলিয়া।

সপ্তাহখানেক আগেই একাধিক বাকবিতণ্ডার মাঝে নওয়াজের কাছে প্রকাশ্যে ক্ষমা চান আলিয়া। সেই সময় সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন-

 ‘নমস্কার নওয়াজ, এই চিঠি তোমার জন্য। আমাদের মধ্যে গত কয়েক মাসে যা যা হয়েছে আমি সেইসব ভুলে জীবনে এগিয়ে যেতে চাই। আমি জানি জীবন মানেই এগিয়ে যাওয়া। আমি এখন সেটাই করতে চাই। ঈশ্বরের প্রতি আমার আস্থা আছে। আমি তাই তোমার থেকে ক্ষমা চাইছি। তোমাকেও আমি ক্ষমা করে দিলাম। আমি জীবনের পথে এগিয়ে যেতে চাইছি। আমি শপথ নিলাম অতীতে যে ভুল করেছি সেটা আর করব না। আমাদের সন্তানদের একটা সুস্থ, ভালো জীবন দেওয়ার চেষ্টা করব। আমি বুঝেছি অতীতের জালে আটকা থাকা মানে চক্রব্যূহর মধ্যে বন্দি থাকা।

আশা করি এতদিন যেমন সব কর্তব্য করে এসেছ বাবা হিসেবে আগামীতেও সেটা পালন করবে। তুমি বাবা হিসেবে ভীষণই ভালো। আমি তোমার সঙ্গে যা যা করেছি সব আমাদের সন্তানদের জন্য করেছি। এখন ওরা ভালো আছে। ওদের মুখে হাসি দেখে আমি নিশ্চিন্ত হয়েছি। আমরা ভালো স্বামী স্ত্রী না হলেও আশা করছি ভালো বাবা মা হয়ে উঠতে পারব। এতদিন আমাদের মধ্যে যা হয়েছে সেটা ভুলে জীবনে এগোতে চাই। তুমি আমায় ক্ষমা করো।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন