নওয়াজউদ্দিন সিদ্দিকির মেয়ে শোরা সিদ্দিকি সম্প্রতি বাবার সঙ্গে আলিয়া কাশ্যপের বিয়েতে অংশ নিয়েছিলেন। আর তারপর থেকেই চর্চায় এই তারকা-কন্যা। নেটিজেনরা তো বটেই, শোরার সৌন্দর্যের প্রশংসা করছেন তারকারাও। এমনকী, তাঁকে অনেকেই ‘মিনি দীপিকা’ বলে অভিহিত করা শুরু করেছে।
নওয়াজউদ্দিন সিদ্দিকির মেয়ে
শোরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নাওয়াজ ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছেন যা তার একাধিক ফোটো ও ভিডিয়ো নিয়ে তৈরি করেছেন অভিনেতা বাবা। তবে এই রিল সামনে আসার পর থেকেই নওয়াজ-কন্যার সৌন্দর্য চোখ কেড়ে নিয়েছে। ‘Happy Birthday Shora’ লিখে ভিডিয়ো পোস্ট করেন নওয়াজউদ্দিন। এতে কমেন্ট করে অনুরাগ কাশ্যপ লিখেছেন, ‘কী সুন্দর দেখতে’। অম্রুতা সুভাষ লেখেন, ‘ও কিন্তু ভীষণ সুন্দরী’। এক নেটিজেন লেখেন, ‘এ তো মিনি দীপিকা’। আরেকজন আবার লিখলেন, ‘আমার তো মনে হচ্ছে দীপিকা পাড়ুকোন আর রাধিকা আপ্তেকে গুলে শোরা-কে তৈরি করেছে।’
আরও পড়ুন: নিন্দুকের মুখে ছাই, শুক্রেও রমরমিয়ে চলল পুষ্পা ২, আল্লুর গ্রেফতারির মাঝে নবম দিনে ছবির আয় কত
নওয়াজউদ্দিন ও শোরা বিয়েবাড়িতে
অনুরাগের মেয়ে আলিয়া বুধবার মুম্বইয়ে একটি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে শেন গ্রেগোয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। নওয়াজউদ্দিন এবং শোরা এই দম্পতির বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নিয়েছিলেন এবং পরবর্তীকালে নওয়াজ-কন্যা তাঁর সৌন্দর্য দিয়ে নেটপাড়ার মনজয় করে নেয়। ওয়াজউদ্দিন একটি টিল সবুজ শেরওয়ানি পরেছিলেন এবং শোরা বেছে নেন সবুজ এথনিক পোশাক।
আরও পড়ুন: স্তন্যপানের ছবি শেয়ার করে সন্তান প্রসবের খবর দিলেন রাধিকা, ছেলে হল না মেয়ে?
এর আগে নওয়াজউদ্দিন জানিয়েছিলেন যে, তার মেয়ে শোরাও তার পদাঙ্ক অনুসরণ করে অভিনেত্রী হওয়ার পরিকল্পনা করছেন। মাঝে বাবা ও মেয়ের মধ্যে দূরত্বের কথাও সামনে আসে, বিশেষ করে যখন নওয়াজ ও তাঁর স্ত্রী আলিয়ার মধ্যে আইনি লড়াই চলছিল। তবে সাম্প্রতিক পোস্ট নির্দেশ করছে, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছে বাবা আর মেয়ে।
আরও পড়ুন: 'ন্যায়বিচার হল', আল্লু অর্জুন জামিন পেতেই উল্লাস ভক্তদের! ‘পুষ্পারাজ’এর জয়জয়কার
নওয়াজ তাঁর মেয়ের বলিউডে পা রাখা নিয়ে জানিয়েছিলেন, সম্পূর্ণ রূপে তিনি এই জার্নিতে শোরার পাশে থাকতে প্রস্তুত। এমনকী, মেয়েকে অ্যাক্টিং স্কুলে ভর্তি করিয়েছেন বলেও নাওয়াজ জানিয়েছিলেন সেই সময়। কাজের সূত্রে, অভিনেতাকে শেষ দেখা গিয়েছে অতিপ্রাকৃত হরর সিনেমা 'অদ্ভুত'-এ।