বাংলা নিউজ > বায়োস্কোপ > সরাসরি কীভাবে হলি-পরিচালকের কাছে হাজির হতে হয়? নওয়াজউদ্দিনকে শিখিয়েছিলেন ইরফান!

সরাসরি কীভাবে হলি-পরিচালকের কাছে হাজির হতে হয়? নওয়াজউদ্দিনকে শিখিয়েছিলেন ইরফান!

ইরফান নিয়ে মুখ খুললেন নওয়াজ। (ছবি সৌজন্যে- হিন্দুস্তান টাইমস)

আট বছর আগে মুক্তি পেয়েছিল 'দ্য লাঞ্চবক্স'।ছবিতে নজর কেড়েছিল ইরফান খান-নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয়।এবার 'দ্য লাঞ্চবক্স' প্রসঙ্গে স্মৃতির ঢাকনা খুললেন নওয়াজ। 

২০১৩ সালে মুক্তি পেয়েছিল 'দ্য লাঞ্চবক্স'। ঠিক আট বছর আগে। অল্প বাজেটের ছবি হওয়া সত্বেও এই ছবি সমালোচকদের তারিফ কুড়োনোর পাশাপাশি হাসি ফুটিয়েছিল প্রযোজকের মুখেও। 'লাঞ্চবক্স'-এ প্রথমবার পর্দায় একসঙ্গে হাজির হয়েছিলেন ইরফান খান-নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাঁদের অভিনয়ের গুণে একলাফে এই ছবির জৌলুস বেড়ে গেছিল আরও বহুগুণ। এছাড়াও নজর কেড়েছিল নিমরতের অভিনয়ও।

সম্প্রতি, 'লাঞ্চবক্স' প্রসঙ্গে স্মৃতির ঢাকনা খুললেন নওয়াজউদ্দিন। প্রথমেই জানালেন এই ছবি মুক্তির পরে তাঁকে ও ইরফানকে ঘিরে যে কথা বি-টাউনে ছড়িয়েছিল, তা শুধুই গুজব। আসলে, শোনা গেছিল এই ছবির শ্যুটিং চলাকালীন এবং তারপরেও নাকি প্রায় মুখ দেখাদেখি বন্ধ ছিল ইরফান-নওয়াজের। মাছি তাড়ানোর মত সেকথা উড়িয়ে দিয়ে নওয়াজ জানান, ইরফান ছিলেন তাঁর কাছে আপন দাদার মতো। এমনকি একবার অস্কারজয়ী পরিচালক ড্যানি বয়েলের কাছেও নওয়াজকে নিয়ে হাজির হয়েছিলেন ইরফান। তার জন্য মোটেই ওই বিখ্যাত হলি-পরিচালককে আগে থেকে জানিয়ে রাখেননি 'লাইফ অফ পাই'-এর অভিনেতা।

'লাঞ্চবক্স' ছবির একটি দৃশ্যে ইরফান এবং নওয়াজ। (ছবি সৌজন্যে- হিন্দুস্তান টাইমস)
'লাঞ্চবক্স' ছবির একটি দৃশ্যে ইরফান এবং নওয়াজ। (ছবি সৌজন্যে- হিন্দুস্তান টাইমস)

এখানেই না থেমে এ ব্যাপারে আরও অনেককিছু বলেছেন নওয়াজ। জানান, শুধু এই ছবির শ্যুটিংয়েই ইরফানের সঙ্গে মনে রাখার মত অজস্র ঘটনা থেকে যাবে তাঁর স্মৃতিতে। এমনকি এই ছবিতে কাজ করার বহু বছর আগে থেকেই ইরফানের সঙ্গে শুধু পরিচয়ই নয়, রীতিমতো সখ্যতা ছিল তাঁর। এইসময়ই 'স্লামডগ মিলিওনেয়ার' ছবি খ্যাত অপরিচালক ড্যানি বয়েলের প্রসঙ্গ তোলেন 'গ্যাংস অফ ওয়াসিপুর'-এর নায়ক। 

বলি-অভিনেতার কথায়, 'তখন উনি ভারতে। ওঁর বড় একজন নামজাদা হলিউড পরিচালক, তাঁকে বিন্দুমাত্র আগে থেকে কিছু না জানিয়ে আমাকে নিয়ে গিয়ে তাঁর কাছে উপস্থিত করেছিলেন ইরফান ভাই। এতটা ভালোবাসতেন আমাকে। আমি আর ইরফান দু'জনেই ওই ছবিতে কাজের সুযোগ পেয়েছিলাম। শেষপর্যন্ত অবশ্য অন্য একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় 'স্লামডগ'-এ কাজ করা হয়নি আমার'।

অস্কারজয়ী পরিচালক ড্যানি বয়েল। (ছবি সৌজন্যে- ফেসবুক)
অস্কারজয়ী পরিচালক ড্যানি বয়েল। (ছবি সৌজন্যে- ফেসবুক)

বক্তব্য শেষে হাসতে হাসতে নওয়াজের সংযোজন, 'অজস্র টুকিটাকি ব্যাপার ইরফান ভাইয়ের থেকে শিখেছি আমি। এমনকি এটাও যে কীভাবে হলিউডের নামি-পরিচালককে আগে থেকে না জানিয়ে সটান তাঁর কাছে হাজির হওয়া যায়'।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ চুরি করতে এসে মহিলার ঘরের কাজ করে গেল চোর! লিখে রেখে গেল মিষ্টি একটি চিঠিও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.