বাংলা নিউজ > বায়োস্কোপ > Nayanthara-Vignesh: সারোগেসি আইন ভেঙেছেন নয়নতারা-ভিগনেশ? তদন্তে সরকার,বিতর্কে ফেঁসে কী বার্তা জুটির?

Nayanthara-Vignesh: সারোগেসি আইন ভেঙেছেন নয়নতারা-ভিগনেশ? তদন্তে সরকার,বিতর্কে ফেঁসে কী বার্তা জুটির?

সারোগেসি বিতর্কে তদন্তে তামিল সরকার 

Vignesh Shivan-Natanthara: বিয়ের সবে চার মাস, যমজ সন্তানের বাবা-মা হয়ে বিতর্কে ভিগনেশ-নয়নতারা। তদন্তের নির্দেশের পর এল ইঙ্গিতপূর্ণ জবাব। 

বিয়ের চার মাস পূর্তির দিনই যমজ-সন্তানের বাবা-মা হওয়ার ‘গুড নিউজ’ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন পরিচালক ভিগনেশ শিবান ও অভিনেত্রী নয়নতারা। আর এই ঘোষণার জেরেই বিপাকে তারকা দম্পতি। সন্তানদের জন্মের পদ্ধতি নিয়ে এখনও প্রকাশ্যে কিছুই বলেননি দুজনে, কিন্তু সারোগেসির মাধ্যমেই মা হয়েছেন নয়নতারা এই ব্যাপারে কার্যত নিশ্চিত নেটপাড়া। বিয়ের পরও পুরোদমে ছবির প্রচার সেরেছেন অভিনেত্রী, তাঁর মধ্যে অন্তঃসত্ত্বা হওয়ার কোনও লক্ষ্ণণই ধরা পড়েনি।

চলতি বছর জানুয়ারি মাস থেকে দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছে টাকার বিনিময়ে গর্ভধারণ বা কমর্শিয়াল সারোগেসি। নির্দিষ্ট কিছু শর্তেই চিকিৎসা বিজ্ঞানের এই আর্শীবাদকে সন্তান লাভের রাস্তা হিসাবে বাছতে পারবেন ভারতীয় দম্পতিরা। তাই নয়নতারা ও ভিগনেশ কবে এই প্রক্রিয়া শুরু করেছিলেন, সেই সম্পর্কিত সব দিক খতিয়ে দেখতে ‘ডিরেক্টরেট অফ মেডিক্যাল সার্ভিস’ তদন্ত চালাবে, জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন।

ধৈর্য্য ধরবার বার্তা ভিগনেশের
ধৈর্য্য ধরবার বার্তা ভিগনেশের

সারোগেসির মাধ্যমে সন্তানসুখ লাভ করে কি সারোগেসি আইন ভেঙেছেন এই তারকা জুটি? ইতিমধ্যেই সে ব্যাপারে তদন্ত শুরু করেছে তামিলনাড়ু সরকার। উপযুক্ত জবাব তলব করা হবে ভিগনেশ ও নয়নতারার কাছে। এই বিতর্কের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন পরিচালক ভিগনেশ। নতুন বাবা লিখেছেন,'সবকিছু তোমার কাছে সঠিক সময়ে এসে উপস্থিত হয়, ধৈর্য্য ধরো, কৃতজ্ঞ থাকো'। 

পাশাপাশি কারা তোমার কাছের মানুষ সেটাও সঠিকভাবে চিনে নেওয়ার প্রয়োজন আছে- সেই বার্তাও উঠে এল ভিগনেশের ইনস্টাগ্রাম স্টোরিতে। 

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে সংসদে পাশ হয়, ‘দ্য সারোগেসি (রেগুলেশান) অ্যাক্ট, ২০২১’, তা কার্যকরী হয় ২০২২ সালের ২৫শে জানুয়ারি থেকে। এই আইনের জেরে ভারতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ অর্থের বিনিময়ে সারোগেসি।

গত ৯ই অক্টোবর সন্তানদের জন্মের খবর জানিয়ে ইনস্টাগ্রামে পরিচালক লিখেছিলেন, ‘নয়ন এবং আমি আম্মা আর আপ্পা হলাম। যমজ পুত্র সন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং যা কিছু ভালো তা একসঙ্গে মিলিত হয়ে আমাদের জন্য আর্শীবাদ হিসাবে এসেছে এই দুই সন্তান। আপনাদের সবার আর্শীবাদ চাই’।

বায়োস্কোপ খবর

Latest News

এক্সপ্রেসওয়েতে গর্তের দায় ইঁদুরের ঘাড়ে চাপিয়েছিলেন কর্মী, চাকরি গেল এবার আম্পায়ারদের সঙ্গে সেটিং থাকে, ঘরোয়া ক্রিকেটের কথা ফাঁস করলেন পাক তারকা ‘চোখ সারাই করুন..’, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে খোঁচা অরিত্রর, হল প্রতিবাদ ২০২৪ সালের দুর্গাপুজোয় সন্ধিপুজো কখন থেকে শুরু? সোনু নিগমের সঙ্গে গান গাইছে নীল নিতিন মুকেশের ছোট্ট মেয়ে, নিজেই শুনুন গরুপাচারকাণ্ডে ধাক্কা ইডির, মলয় ঘটককে জেরা করতে হবে কলকাতাতেই, বলল সুপ্রিম কোর্ট ‘নিয়ম মেনে জল ছাড়া হয়েছে,’মমতার ম্যান-মেড উড়িয়ে দিলেন ঝাড়খণ্ডের বিরোধী দলনেতা সৌভাগ্য সাতটা ছয় হয়নি; যুবরাজের ছয়-ছক্কা হাঁকানোর স্মৃতি মনে করালেন ব্রড আরজি কর আবহে উত্তপ্ত কলকাতা, ঠিক তখনই কোথায় ছুটি কাটাচ্ছেন রাজনন্দিনী? Afghanistan বনাম South Africa ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.