বিয়ের চার মাস পূর্তির দিনই যমজ-সন্তানের বাবা-মা হওয়ার ‘গুড নিউজ’ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন পরিচালক ভিগনেশ শিবান ও অভিনেত্রী নয়নতারা। আর এই ঘোষণার জেরেই বিপাকে তারকা দম্পতি। সন্তানদের জন্মের পদ্ধতি নিয়ে এখনও প্রকাশ্যে কিছুই বলেননি দুজনে, কিন্তু সারোগেসির মাধ্যমেই মা হয়েছেন নয়নতারা এই ব্যাপারে কার্যত নিশ্চিত নেটপাড়া। বিয়ের পরও পুরোদমে ছবির প্রচার সেরেছেন অভিনেত্রী, তাঁর মধ্যে অন্তঃসত্ত্বা হওয়ার কোনও লক্ষ্ণণই ধরা পড়েনি।
চলতি বছর জানুয়ারি মাস থেকে দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছে টাকার বিনিময়ে গর্ভধারণ বা কমর্শিয়াল সারোগেসি। নির্দিষ্ট কিছু শর্তেই চিকিৎসা বিজ্ঞানের এই আর্শীবাদকে সন্তান লাভের রাস্তা হিসাবে বাছতে পারবেন ভারতীয় দম্পতিরা। তাই নয়নতারা ও ভিগনেশ কবে এই প্রক্রিয়া শুরু করেছিলেন, সেই সম্পর্কিত সব দিক খতিয়ে দেখতে ‘ডিরেক্টরেট অফ মেডিক্যাল সার্ভিস’ তদন্ত চালাবে, জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন।
সারোগেসির মাধ্যমে সন্তানসুখ লাভ করে কি সারোগেসি আইন ভেঙেছেন এই তারকা জুটি? ইতিমধ্যেই সে ব্যাপারে তদন্ত শুরু করেছে তামিলনাড়ু সরকার। উপযুক্ত জবাব তলব করা হবে ভিগনেশ ও নয়নতারার কাছে। এই বিতর্কের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন পরিচালক ভিগনেশ। নতুন বাবা লিখেছেন,'সবকিছু তোমার কাছে সঠিক সময়ে এসে উপস্থিত হয়, ধৈর্য্য ধরো, কৃতজ্ঞ থাকো'।
পাশাপাশি কারা তোমার কাছের মানুষ সেটাও সঠিকভাবে চিনে নেওয়ার প্রয়োজন আছে- সেই বার্তাও উঠে এল ভিগনেশের ইনস্টাগ্রাম স্টোরিতে।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে সংসদে পাশ হয়, ‘দ্য সারোগেসি (রেগুলেশান) অ্যাক্ট, ২০২১’, তা কার্যকরী হয় ২০২২ সালের ২৫শে জানুয়ারি থেকে। এই আইনের জেরে ভারতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ অর্থের বিনিময়ে সারোগেসি।
গত ৯ই অক্টোবর সন্তানদের জন্মের খবর জানিয়ে ইনস্টাগ্রামে পরিচালক লিখেছিলেন, ‘নয়ন এবং আমি আম্মা আর আপ্পা হলাম। যমজ পুত্র সন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং যা কিছু ভালো তা একসঙ্গে মিলিত হয়ে আমাদের জন্য আর্শীবাদ হিসাবে এসেছে এই দুই সন্তান। আপনাদের সবার আর্শীবাদ চাই’।