বাংলা নিউজ > বায়োস্কোপ > মাদককাণ্ডে গ্রেফতার অর্জুন রামপালের বন্ধু, আজ এনসিবির জেরার মুখে অভিনেতা

মাদককাণ্ডে গ্রেফতার অর্জুন রামপালের বন্ধু, আজ এনসিবির জেরার মুখে অভিনেতা

আজ এনসিবির জেরার মুখে অর্জুন  (PTI)

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রশ্নের মুখে অর্জুন রামপাল, গ্রেফতার অভিনেতার বন্ধু পল বার্টেল। 

বলিউডের মাদকযোগের মামলায় গত কয়েক মাস ধরেই এনসিবির কড়া নজরদাড়িতে রয়েছেন অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর ঘনিষ্ঠমহল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে গ্রেফতার অভিযুক্ত মাদকপাচারকারীদের সূত্র ধরে গত মাসে গ্রেফতার হয় অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়াডিসের ভাইকে। চলতি সপ্তাহের শুরুতেই অর্জুনের বাড়িতে হানা দেয় এনসিবির আধিকারিকরা। এরপর লাগাতাল দু-দিন গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়াডিসকে ম্যারাথন জেরা করেছেন এনসিবির অফিসাররা। আজ প্রথমবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সামনে হাজিরা দিতে হবে অর্জুন রামপালকে। তার আগেই শুক্রবার সকালে এনসিবির হাতে গ্রেফতার হলেন রামপালের ঘনিষ্ঠ বন্ধু পল বার্টেল, জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

বুধবারের পর বৃহস্পতিবারও ৬ ঘন্টা ধরে জেরা করা হয় অর্জুন রামপালের গার্লফ্রেন্ড তথা সন্তানের মা গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়াডিসকে। মিড-ডে সূত্রে খবর আজ অর্জুনকে হাজিরা দেওয়ার পাশাপাশি তাঁর বাড়ি থেকে উদ্ধার নিষিদ্ধ ওষুধের প্রয়োজনীয় নথি দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার অর্জুন রামপালের বাড়িত করে রেইড করে এনসিবির আধিকারিকরা। সেখান থেকে ১১টি বৈদ্যুতিন গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে, সঙ্গে কয়েকটি নিষিদ্ধ ওষুধও নাকি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। কোন কোন নিষিদ্ধ ওষুধ উদ্ধার হয়েছে তা এনসিবির তরফে জানানো হয়নি। তবে মিড-ডে'তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে অর্জুনের বাড়ি থেকে উদ্ধার হওয়া ড্রাগ ‘আইএসআইএস ড্রাগ’ নামেও পরিচিত।২০১৮ সালে কেন্দ্রের তরফে এই ওষুধের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, যেহেতু অ্যান্টি-টেরোরিস্ট স্কোয়াডের রিপোর্ট বলছে গ্লোবাল টেরর গ্রুপগুলি এই ওষুধকে এনার্জি বুস্ট করতে এবং  চোট সারানোর কাজে ব্যবহার করে। 

গতমাসে লোনাভালা থেকে গ্রেফতার হয় অর্জুন রামপালের প্রেমিকার ভাই অ্যাগিসিলাওস। তাঁর কাছ থেকে নিষিদ্ধ মাদক- চরস, অ্যালপারাজোলাম (এক ধরণের নিষিদ্ধ ট্যাবলেট) উদ্ধার করেছে এনসিবি। গত সপ্তাহে জামিনে ছাড়া পেয়েছিল অ্যাগিসিলাওস। তবে মুক্তির কয়েকঘন্টার মধ্যেই অপর এক মাদককাণ্ডে ফের অ্যাগিসিলাওসকে হেফাজতে নেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত আর্থিক তছরুপের মামলা খতিয়ে দেখতে গিয়ে জুলাই মাসে ইডির হাতে রিয়ার মাদকযোগের তথ্য আসে। এরপর ইডির ডাকে সারা দিয়ে এই মামলায় যোগ দেয় কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। তারপর থেকেই বলিউডের মাদককাণ্ড নিয়ে সরগরম গোটা দেশ। মাদকাকাণ্ডে প্রায় এক মাস বাইকুল্লা জেলেবন্দি থাকতে হয়েছে রিয়া চক্রবর্তীকে। অভিনেত্রীর ভাই শৌভিক এখনও তালোজা জেলেবন্দি। এই মামলায় ইতিমধ্যেই এনসিবি জিজ্ঞাসাবাদ করেছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রকুল প্রীত সিংয়ের মতো বলিউড নায়িকাদের।

বায়োস্কোপ খবর

Latest News

‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.