সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে যুক্ত মাদককাণ্ডে মঙ্গলবার রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করল এনসিসি। এনডিপিএস আইনের আওতায় ৮ (সি), ২০ (বি), ২৭ (এ), ২৮, এবং ২৯ নম্বর ধারায় গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে। এদিন সাইন হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে রিয়ার। অভিযুক্তর করোনা রিপোর্ট নেগেটিভ। আর কিছুক্ষণের মধ্যেই ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হবে রিয়াকে।
এদিন এনসিবির তরফে সাংবাদিকদের মুখোমুখি হন দক্ষিন-পশ্চিম অঞ্চলের ডেপুটি জেনারেল এমএ জৈন। তিনি বলেন, রিয়ার কাস্টডি রিম্যান্ড চাওয়া হবে না ম্যাজিস্ট্রেটের কাছে কারণ তাঁর বক্তব্য তিনদিনে রিয়ার কাছ থেকে যা জানবার তা জানা হয়ে গিয়েছে। তিনি যোগ করেন, রিয়ার বিচারবিভাগীয় হেফাজতের আবেদন জানানো হবে এনসিবির তরফে। রিয়ার আইনজীবীদের তরফে গ্রেফতার নায়িকার জামিনের আবেদন জানানো হলে তার বিরোধিতা করবে এনসিবি, সাফ জানিয়েছেন তিনি।
তিনি যোগ করেন, ‘রিয়া যা বলেছেন সেটা ওঁকে গ্রেফতার করবার জন্য যথেষ্ট। আমরা যখন ওকে গ্রেফতার করেছি তখন আমাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে’। রিয়ার কাছ থেকে কোনওরকম নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়নি সেটিও পরিষ্কার করে দেন এমএ জৈন। কী ধরণের প্রমাণ মিলেছে রিয়ার কাছ থেকে, তা নিয়ে অবশ্য মুখ খোলেনি এনসিবি। তদন্ত প্রক্রিয়া চলছে, তাই এই নিয়ে কোনও মন্তব্য নয় জানান এমএ জৈন।
রিয়ার বিরুদ্ধে এনসিবির তরফে যে ধারাগুলি এনডিপিএন আইনের আওতায় আনা হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখ্য ২৭ (এ) ধারা অর্থাত্ অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, যা প্রমাণ হলে কমপক্ষে ১০ বছরের সাজা হবে রিয়ার।রিয়ার গ্রেফতারির খবর এদিন নিশ্চিত করেন এনসিপির ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা। ইতিমধ্যেই মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে রিয়ার, শীঘ্রই ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে রিয়াকে।