বাংলা নিউজ > বায়োস্কোপ > Neel Bhattacharya-Trina Saha: বিচ্ছেদের জল্পনাকে বুড়ো আঙুল! ডায়েট ভুলে বৌমাষষ্ঠী তৃণার, হাঁ করে দেখলেন নীল

Neel Bhattacharya-Trina Saha: বিচ্ছেদের জল্পনাকে বুড়ো আঙুল! ডায়েট ভুলে বৌমাষষ্ঠী তৃণার, হাঁ করে দেখলেন নীল

কন্টিনেন্টাল খানাপিনায় বৌমা ষষ্ঠী পালন নীল-তৃণার

Neel Bhattacharya-Trina Saha: বিয়ের মাত্র ক'বছর পেরোতে না পেরোতেই শোনা যাচ্ছিল টলি জুটি নীল তৃণার সংসারে নাকি ভাঙন ধরেছে! যদিও সেসব যে মিথ্যে সেটা তাঁরা নিজেরাই প্রমাণ করলেন। দুজনকে একসঙ্গে জামাই ষষ্ঠীর আনন্দে মেতে উঠতে দেখা গেল।

বালিঝড় খ্যাত নায়িকার সঙ্গে নাকি বাংলা মিডিয়ামের নায়কের সম্পর্কে ভাঙন ধরেছে! উহু, পর্দায় তাঁদের মধ্যে কোনও যোগসূত্র না থাকলেও বাস্তবে যে তাঁরা স্বামী স্ত্রী। হ্যাঁ, নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহার (Trina Saha) কথাই বলছি। বেশ কয়েকদিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল তাঁদের সংসারে নাকি ফাটল ধরেছে। বিয়ের বয়স কয়েক বছর পেরোতে না পেরোতেই সেটা নাকি ভাঙতে বসেছে। চলেছে নানা জল্পনা কল্পনাও। কিন্তু সেসব যে পুরোটাই মিথ্যে এবার যেন সেটাই প্রমাণ করে দিলেন নীল এবং তৃণা দুজনেই।

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হলেন তৃণা এবং নীল। তাঁদের একত্রে একটি বিজ্ঞাপনেও দেখা যায়। এবার তাঁদের বাস্তবে একদম অন্যরূপে একসঙ্গে দেখা গেল। জামাই ষষ্ঠী আসতে যদিও এখনও বেশ কয়েকদিন বাকি তবুও তাতে কী! সিনে পাড়ার এই কর্তা-গিন্নি জমিয়ে ভুরি ভোজ সারলেন আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষ্যে।

তবে নীল তৃণা কিন্তু কেবল জামাই ষষ্ঠী (Jamai Sashthi) নয়, বৌমা ষষ্ঠীও পালন করলেন তাঁরা। আর দুই কারণ উপলক্ষ্যে ডায়েট ভুলে তাঁদের জমিয়ে খাওয়া দাওয়া করতে দেখা গেল এদিন। কী কী ছিল এদিন তাঁদের মেনুতে? কন্টিনেন্টাল খানাপিনায় মাতলেন টলি তারকারা। একটি বিশালাকার পিৎজা এবং নন ভেজ প্ল্যাটারে জামাই এবং বৌমা ষষ্ঠী উদযাপন করলেন তাঁরা।

২২ ইঞ্চির পিৎজা খেলেন এদিন তাঁরা দুজন। সঙ্গে নন ভেজ প্ল্যাটার ছাড়াও ছিল ফিশ ফিঙ্গার, ফিশ অ্যান্ড চিপস, ইত্যাদি। দক্ষিণ কলকাতার এক নামী ক্যাফেতে জমিয়ে খাওয়া দাওয়া সারলেন এদিন তাঁরা।

প্রসঙ্গত নীলকে এখন বাংলা মিডিয়াম (Bangla Medium) ধারাবাহিকে দেখা যাচ্ছে। আর তৃণাকে শেষবার স্টার জলসার বালিঝড় (Balijhar) ধারাবাহিকে দেখা গিয়েছে। সদ্যই সেই ধারাবাহিক শেষ হল।

বন্ধ করুন