বাংলা নিউজ > বায়োস্কোপ > Trina-Neel: ‘এই নয় আমি খুব খুশি…’, তৃণার সঙ্গে বিচ্ছেদের খবরে আর কী বললেন নীল?

Trina-Neel: ‘এই নয় আমি খুব খুশি…’, তৃণার সঙ্গে বিচ্ছেদের খবরে আর কী বললেন নীল?

তৃণার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নীল। 

তৃণার সঙ্গে বিচ্ছেদ নিয়ে ফের মুখ খুললেন নীল। বললেন, ‘যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে প্রপারলি জানানো হবে। এভাবে পোস্ট বা লাইক দেখে চর্চা করতে হবে না।’

মাসকয়েক ধরেই খবর নীল ভট্টাচার্য আর তৃণা সাহার বিয়ে ২ বছর হতে না হতেই ভাঙতে বসেছে। এই নিয়ে বেশ কয়েকবার মুখ খুলেছেন দুজনেই। একবাক্যে জানিয়েছেন, কোনও সমস্যা নেই দুজনের। এবার নীল বললেন, কোনও কিছু হয়ে থাকলে যথাযথভাবে জানাবেন।

সোশ্যাল মিডিয়ায় আর আগের মতো একসঙ্গে ছবি রিলস শেয়ার করছেন না নীল-তৃণা। মাসখানেক তো কোনও পোস্টও ছিল না একসঙ্গে। তবে বিতর্ক ওঠার পর তৃণার কাছ থেকে পোস্ট এসেছিল দ্বিতীয় বিবাহবার্ষিকীতে। তারপর তৃণার সিরিয়ালকে শুভেচ্ছা জানিয়ে নীলের পোস্ট। তারপর আবার তিনিই পোস্ট করেন ভ্যালেন্টাইন্স ডে-তে। যাতে তৃণা লাইক বা কমেন্ট কিছুই করেননি।

ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটল প্রশ্ন করা হলে নীল সম্প্রতি এক সাক্ষাৎকারে জবাব দেন, ‘ওই যেমন হয়। আড্ডা দিলাম, খেতে গেলাম।’ তাহলে কি তৃণার সঙ্গে সব ঠিকই আছে প্রশ্ন এলে নীলের উত্তর, ‘ভালো তো। লোকের উৎসাহ হচ্ছে আমাদের নিয়ে। সব মানুষের একটা ফেজ চলে। তার মানে এই নয় তা সোশ্যাল মিডিয়ায় আনতে হবে। আমি একটা হেসে ছবি দিচ্ছি মানে এই নয় আমি খুব খুশি এখন। সোশ্যাল মিডিয়ায় আমরা এমন কিছু দিই যা মানুষের দেখতে ভালো লাগে। আর লাইফে যদি এরকম বড় কিছু হয় তা প্রপারলি সবাইকে জানাব। সেটা এই ভাবে দরকার পড়বে না লাইক বা পোস্ট দেখে। এভাবে মানুষকে বিচার করাটা ভুল।’

তৃণা দিনকয়েক আগে এই প্রসঙ্গে বলেছিলেন, ‘এমন কিছু জিনিস থাকে যা আমরা সবার সামনে আনতে চাই না। আমরা উদযাপন করলাম কি করলাম না, ছবি দিলাম কি দিলাম না, সেটা নিয়ে আমার আর নীলের ব্যক্তিগত জীবনটা বিচার করবেন না প্লিজ। এটা আমার তরফ থেকে আপনাদের অনুরোধ। কারণ এই খবরে আমাদের কাছের মানুষের আঘাত পায়। আমার আর নীলের পরিবার অনেক বড়। আমাদেরও অনেক প্রশ্নের মুখে পড়তে হয়। কারও বিষয়ে লেখার আগে একবার ভেবে দেখবেন তাঁরাও মানুষ। আপনার কাছের মানুষের ব্যাপারে যদি এরকম বলা হয় আপনার ভালো লাগবে?’

 

 

বন্ধ করুন