দীর্ঘদিন পর জি বাংলার পর্দায় ফিরছেন নীল ভট্টাচার্য। কৃষ্ণকলি-র নায়কের কামব্যাক ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ‘অমর সঙ্গী’তে নীলের জোড়িদার শ্যামোপ্তি মুদলি। অথচ শুরুর আগে তুমুল বিতর্কে জড়াল এই শো। নেপথ্যে এই শো-এর টেলিকাস্টের সময়। আরও পড়ুন-'অমর সঙ্গী নামটার সঙ্গে যেন সুবিচার করতে পারি', বুম্বাদার টিপসের অপেক্ষায় নীল!
এখনও পর্যন্ত চ্যানেলের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি অমর সঙ্গীর স্লট। তবে টেলিপাড়া সূত্রে খবর, আগামী ৫ই অগস্ট থেকে দুপুর ২.৩০ স্লটে দেখা যাবে এই মেগা। অর্থাৎ সন্ধ্যা বা রাতের স্লটে নয়, সোজা দুপুরে পাঠিয়ে দেওয়া হল এই নতুন মেগাকে। কিন্তু সত্যি এমনটাই ঘটবে? এই ব্যাপারে এখনও চুপ চ্যানেল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ-বিজয়েতা পন্ডিত অভিনীত সুজিত গুহর ছবি অমর সঙ্গী। বাংলা বাণিজ্যিক ছবির ইতিহাসে অমর সেই ছবি। সেই ছবির নাম ধার করেই এই সিরিয়াল। যা প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এনআইডিয়াজ ক্রিয়েশন।
কেমন হবে অমর সঙ্গীর গল্প?
রাজ আর শ্রী-এর প্রেমের গল্প উঠে আসবে এই ধারাবাহিকে। মিথ্যে বলে শ্রী-র সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবে রাজ। দেখা যাচ্ছে লাল রঙের একটি বিলাসবহুল গাড়ি থেকে নামছেন নীল (রাজ)। এরপর গাড়ি থেকে নিজে নেমে খুলে দিচ্ছেন শ্যামৌপ্তি (শ্রী)-র দিকের দরজা। এরপর হঠাৎই বৃষ্টি। দু হাত ছড়িয়ে তা উপভোগ করতে থাকে শ্রী। তবে গল্পের নায়কের মাথায় তখন ছাতা। সেদিকে দেখেই অভিযোগের সুরে শ্রী বলে ওঠে, ‘তোমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না?’ এরপর ছুটে গিয়ে রাজের হাতের থেকে ছাতা ফেলে দেয়। দুজনে একসঙ্গে ভিজতে থাকে বৃষ্টিতে।
এরপরই অবশ্য আসল বিষয়টা আসে সামনে। লাল চকচকে গাড়ি, স্যুট-ব্যুটের আড়ালে নিজের বাড়ির দৈন্যদশা প্রেমিকার কাছে গোপন রাখে রাজ। ভাড়ার গাড়ি আর ভাড়ার জামাকাপড় পরেই গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করে সে। অথচ একদিন সেই পরিস্থিতির কথা জানতে পেরে যায় শ্রী। সত্যিটা জানার পর কি শ্রী এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে? সম্পর্কে মিথ্যার আশ্রয় নেওয়া কতটা শ্রেয়? এই সব প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে এই মেগা।
সিরিয়াল প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে নীল বলেছেন, 'আমি প্রোজেক্টটা নিয়ে দারুণ উত্তেজিত! যেমন আইকনিক নাম, তেমনই একটা গল্প। আশা করছি আমি চরিত্রটার সঙ্গে সুবিচার করতে পারব।’
তিয়াসার সঙ্গে পর্দায় তাঁর জুটি হিট, বাস্তবে তৃণার সঙ্গে। প্রথমবার নীলের নায়িকা শ্যামোপ্তি। অভিনেতা বললেন, ‘আমার ওর সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে। দুজনের টিউনিংটা খুব ভালো। প্রচণ্ড এনজয় করে আমরা কাজটা করছি। বাকি রসায়ন নিয়ে তো দর্শক কথা বলবে’।