বাংলা নিউজ > বায়োস্কোপ > Neelam: বলিউডের সুপারহিট নায়িকা, কাজ করেছেন প্রসেনজিতের সঙ্গেও, কেরিয়ারের শীর্ষে থাকাকালীন হঠাৎ অভিনয় ছাড়েন নীলম! কেন?

Neelam: বলিউডের সুপারহিট নায়িকা, কাজ করেছেন প্রসেনজিতের সঙ্গেও, কেরিয়ারের শীর্ষে থাকাকালীন হঠাৎ অভিনয় ছাড়েন নীলম! কেন?

নীলম-প্রসেনজিৎ

‘আমি আসলে নিজের কাছে সৎ থাকতে চেয়েছিলাম। আমি ইন্ডাস্ট্রি ছেড়েছিলাম কারণ আমার মনে হয়েছিল, আমার নিজের ব্যক্তিগত জীবন নষ্ট হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে, আমি যখন ৫০ ছুঁলাম, তখন আমি খুবই তৃপ্ত ছিলাম। তখন আমি শুধু অফিসে যাই, আবারও মা হয়ে বাড়ি ফিরে আসি।'

৮০-৯০ -এর দশকের সুপারহিট নায়িকা তিনি। 'ইলজাম', ‘খুদকর্জ’, ‘হত্যা’, 'তাকাতওয়ার', ‘হাম সাথ সাথ হ্যায়’, 'কুছ কুছ হোতা হ্যায়'-এর মতো ছবিতে কাজ করেছেন। এমনকি বাংলা ছবি 'বদনাম'-এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতেও দেখা গিয়েছে তাঁকে। তিনি নীলম। 'কোঠারি' পদবী হলেও তিনি নীলম নামেই বেশি পরিচিত। তারপর আর বলিউডের ছবিতে তাঁকে আর দেখা যায়নি। হঠাৎই কেরিয়ার থেকে সরে গিয়েছিলেন নীলম। মন ভেঙেছিল অভিনেত্রীর অনুরাগীদের। তবে কেরিয়ারের শীর্ষে থাকাকালীন হঠাৎ কেন অভিনয় ছেড়েছিলেন নীলম?

দীর্ঘ সময় পরে নীলম বলিউডে ফিরেছেন ঠিকই, তবে সেটা কোনও ছবি নয়, জনপ্রিয় Netflix শো ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ শোয়ের হাত ধরে পর্দায় ফিরেছেন নীলম। সম্প্রতি, ANI-কে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন নীলম কোঠারি। সিনেমার দুনিয়ায় পা রাখা থেকে কেন তিনি অভিনয় ছেড়েছিলেন সেবিষয়েই কথা বলেছেন অভিনেত্রী। 

ঠিক কী বলেছেন নীলম?

নীলম কোঠারি বলেন, ‘আমার যাত্রা ইয়ো-ইয়োর মতো হয়েছে…। আপনার তো জানেনই আমি ৮০ এবং ৯০ এর দশকে বড় পর্দায় পা রাখি, তারপর আবারও ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছিলাম। অভিনয় ছেড়ে আমি আমার নিজের ব্যবসা শুরু করি, এছাড়াও পরিবারের গয়নার ব্যবসায় যোগ দিয়ে। তারপরে আমি ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস দিয়ে আবারও ফিরে আসি। এটা সত্যিই অবিশ্বাস্য। তবে আমি খুবই ভাগ্যবান যে এই সুযোগগুলি আমার কাছে এসেছে।সংক্ষেপে বললে আমার যাত্রাকে একটা রোলার কোস্টার রাইড বলা চলে। আমি উত্থান-পতন দুটোই দেখেছি।’

নীলমের কথায়, ‘আমি আসলে নিজের কাছে সৎ থাকতে চেয়েছিলাম। আমি ইন্ডাস্ট্রি ছেড়েছিলাম কারণ আমার মনে হয়েছিল, আমার নিজের ব্যক্তিগত জীবন নষ্ট হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে, আমি যখন ৫০ ছুঁলাম, তখন আমি খুবই তৃপ্ত ছিলাম। তখন আমি শুধু অফিসে যাই, আবারও মা হয়ে বাড়ি ফিরে আসি। একজন স্ত্রী হয়ে এবং একজন কর্মজীবী মা হয়ে ছিলাম। হঠাৎ করে আপনারা জানলেন আমি ফিরে এসেছি। যেটা একটা ধাক্কা ছিল। তাই বয়স শুধুই একটা সংখ্যা। আমি যখন কেরিয়ারের শীর্ষে ছিলাম তখনই আমি ছেড়ে চলে গিয়েছিলাম। আমার মনে হয়, মানুষ আমাকে এভাবেই মনে রেখেছে কারণ আমি বিচলিত হইনি।’

প্রসঙ্গত, জনপ্রিয় ওয়েব সিরিজ, ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এর দ্বিতীয় সিজনে মাহিপ কাপুর, ভাবনা পান্ডে এবং সীমা সচদেবের পাশাপাশি নীলম কোঠারিকেও দেখা গিয়েছে।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

'এই প্রথমবারের জন্য...', টেক্কার টিজার আসার আগেই বড় আপডেট দিলেন সৃজিত! দেবের ছব আগামিকাল কি একটা ভালো দিন হবে? ১৩ সেপ্টেম্বরের লাকি রাশি কী কী? জানুন রাশিফল ‘সবার প্রতি আমার…’ পিআর বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অপারশক্তি ‘ মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি, পদ চাইনা, ’, নবান্ন থেকে বার্তা মমতার স্নান পোশাক পরে বালিতে বসে রুক্মিণী! টেক্কার টিজার আসার আগে লিখলেন... 'ইটস টাইম ফর কলকাতা, সেরো ওঠো কলকাতা...', শাকিরার সুরে গান লিখলেন শ্রুতি বাংলা থেকেই রাজ্যসভায়, বুদ্ধের পর চলে গেলেন ইয়েচুরি, শূন্যতা বঙ্গ সিপিএমে জুনিয়র ডাক্তারকে হাতপাখা করছেন বৃদ্ধ, বলছেন, 'পাশে আছি, আন্দোলন চালিয়ে যাও' সেরা ছাত্র থেকে ছাত্রনেতা! বারবার রাজনীতির 'প্রথা' ভেঙেছেন ইয়েচুরি জেমির সতীর্থকে দলে নিয়ে ISL-এ চমক মহামেডানের, উচ্ছ্বসিত সমর্থকরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.