সন্তানের প্রসবের ছয় মাসের মাথায় মঞ্চে কত্থক নৃত্য পরিবেশ করেছিলেন অভিনেত্রী নীলিমা আজিম। প্রবীণ অভিনেত্রীর অপর একটি পরিচয়ও আছে। সম্পর্কে অভিনেতা শাহিদ কাপুর এবং ইশান খট্টরের মা তিনি। নীলিমার পুরনো নাচের ভিডিয়ো দেখে মুগ্ধ পুত্রবধূ মীরা রাজপুত কাপুর। শাহিদ-পত্নীর মন্তব্য, শাশুড়ি মায়ের এই ভিডিয়ো দেখে রীতিমতো রোম খাড়া হয়ে গিয়েছে তাঁর।
শাশুড়ি নীলিমা আজিমের পুরনো এই নাচের ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন মীরা। ক্যাপশনে লিখেছেন, ‘যখনই আমার শাশুড়িমায়ের এই নৃত্য পরিবেশন দেখি আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। তিনি অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পী। অবাক হয়ে যাই তাঁর পায়ের গতি এবং ছন্দ মেলানো দেখে। ততকারে দৌড়োয় তাঁর পা। কখনও অস্থিরতা লক্ষ্য করিনি। কিংবদন্তি। মিস্টার কে-এর জন্মের ছয় মাসের মাথায় স্বপ্নের মতো নৃত্য পরিবেশন করেছেন নীলিমা আজিম।’
দেখুন মীরার পোস্ট-
আরও পড়ুন: সুইমিং পুল, সবুজে ঘেরা বিরুষ্কার আলিবাগের বিলাসবহুল বাংলো, রইল অন্দরমহলের ছবি

শাশুড়ি মা নীলিমার সঙ্গে খুব ঘনিষ্ঠ বন্ধন পুত্রবধূ মীরার। প্রায়শই নীলিমার সঙ্গে নেটমাধ্যমে আদুরে ছবি পোস্ট করেন শাহিদ-পত্নী। শাশুড়ির প্রশংসায় শোনা যায় তাঁর মুখে।
উল্লেখ্য, মীরার পরিবারের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির কোনও যোগ নেই। যদিও শাহিদ কাপুরের পরিবারের সঙ্গে বলিউডের যোগ রয়েছে বহু পুরনো। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত শাহিদের পরিবারের সঙ্গে বিয়ের পর বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছেন মীরা। তারকা পত্নী মীরা এখন পর্যন্ত বেশ কয়েকটি বিজ্ঞাপনী ব্র্যান্ডের হয়ে কাজও করেছেন।