বাংলা নিউজ > বায়োস্কোপ > মেরুন লেহেঙ্গায় ঝলমলে তৃণা, একই রঙা শেরওয়ানিতে নীল,রইল জুটির রিসেপশনের প্রথম ছবি

মেরুন লেহেঙ্গায় ঝলমলে তৃণা, একই রঙা শেরওয়ানিতে নীল,রইল জুটির রিসেপশনের প্রথম ছবি

আজ নীল-তৃণার রিসেপশন

প্রেমদিবসেই রিসেপশনের আসর বসেছে নীল-তৃণার। আজ কৃষ্ণকলির মুখোমুখি হবেন তৃণা। 

ফেব্রুয়ারির শুরুতেই সাত পাকে বাঁধা পড়েছেন নীল-তৃণা। আচার-অনুষ্ঠান মেনে 'তৃনীল'-এর বিয়ে-বউভাত সব আগেই মিটেছে। তবে ভালোবাসা দিবসে টলিউড ইন্ডাস্ট্রির জন্য গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন এই তারকা দম্পতি। 

আর রিসেপশনের আসরে মেরুন-সোনালি রঙের লেহেঙ্গা-চোলিতে দেখা মিলল তৃণার। নববধূ এদিন ট্রাডিশ্যানাল বাঙালি সাজ নয়, বরং উত্তর ভারতীয় স্টাইলে সাজলেন। তৃণার সঙ্গে তাল মিলিয়ে এদিন নীলকেও পাওয়া গেল মেরুন-সোনালি শেরওয়ানিতে। 

এদিন একঝাঁক টলিতারকা আসবেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে। শহরের এক নামী ক্লাবে বসেছে রিসেপশনের আসর। উপস্থিত থাকবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা সহ তৃনীল জুটির কাছের বন্ধুরা। কৃষ্ণকলির পরিবার থেকে খড়কুটোর টিম আমন্ত্রিত সকলেই।

রিসেপশনেও আমন্ত্রিত মুখ্যমন্ত্রী, তবে কাজের ব্যস্ততার জেরে তিনি হাজির থাকতে পারবেন না। বউভাতের পর থেকেই কাজে যোগ দিয়েছেন দুজনে। তাই ঘুরতে যাওয়ার প্ল্যান আপতত নেই, হানিমুনটা তোলাই থাকল। কাজ সামলে পরে ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন তৃণা আর নীল। আপতত রিসেপশনে জমিয়ে হইচই করবার পালা।

 

বন্ধ করুন