বাংলা নিউজ > বায়োস্কোপ > পর্ণা-অভিমন্যুর বিয়ের প্রোমোতে বাদ বাবুর মা! নিম ফুলের মধু-তে গুরুত্ব হারাচ্ছেন আরিজিতা?

পর্ণা-অভিমন্যুর বিয়ের প্রোমোতে বাদ বাবুর মা! নিম ফুলের মধু-তে গুরুত্ব হারাচ্ছেন আরিজিতা?

পর্ণা-অভিমন্যুর বিয়ের প্রোমোতে বাদ বাবুর মা! নিম ফুলের মধু-তে গুরুত্ব হারাচ্ছেন আরিজিতা?

Neem Phool Er Madhu: আজকাল নিম ফুলের মধুতে কেম কম দেখা যাচ্ছে বাবুর মা-কে? মুখ খুললেন আরিজিতা। 

দত্ত বাড়িতে ফের বিবাহ অভিযান! টিআরপি তালিকায় নীচে নামতেই টনক নড়েছে জি বাংলা কর্তৃপক্ষের। ফ্যানেদের দাবি মেনে অবশেষে সামনে এল ‘নিম ফুলের মধু’র নতুন প্রোমো। সেই দুর্ধর্ষ প্রোমো দেখে উত্তেজিত ভক্তরা। সৃজনের সংসার বাঁচাত অভিমন্যুকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পর্ণা!

হ্যাঁ, সুইটিকে সৃজনের স্ত্রী ভেবে এই পদক্ষেপ পর্ণার। ওদিকে সেই খবর সৃজনের কানে যেতেই বদ্ধপরিকর সে, পর্ণার বিয়ে তো হবেই তবে পাত্র অভিমন্যু নয় সেই জায়গা নেবে সৃজন। এত সহজে ভালোবাসার মানুষকে কাছছাড়া করবে না সে। অথচ এই প্রোমোতে দেখা মিলল না বাবুর মায়ের! হ্যাঁ, বাবা, জেঠু, জেঠিমা সবার দেখা মিললেও গরহাজির পর্ণার শাশুড়িরা।

বেশ কয়েকদিন ধরেই কানাঘুষো ‘নিম ফুলের মধু’তে গুরুত্ব হারাচ্ছে কৃষ্ণার চরিত্র। হালে অখিলেশ-ললিতার বিয়ে নিয়েও হইচই চলছে। কিন্তু কৃষ্ণা যেন একটু কোণঠাসা। 'বাবুর মা' হিসাবে এই মেগা আরিজিতাকে পরিচিতি দিয়েছে। নিম ফুলের মধু-র মেকআপ রুমটা তাঁর দ্বিতীয় বাড়ি। প্রায় সমবয়সী অভিনেতার মায়ের চরিত্র করতেও কুন্ঠাবোধ করেননি। সুবিচার করেছেন নিজের চরিত্রর সঙ্গে। দর্শকদের গালিগালাজকেও আর্শীবাদস্বরূপ মাথা পেতে নিয়েছেন। সম্প্রতি এইসময়ে দেওয়া সাক্ষাৎকারে আরিজিতা বলেন, ‘শুরুতে কতটা জাস্টিস করতে পারব জানতাম না। পরে লোকের কাছে আমি বাবুর মা হিসেবে পরিচিতি পেলাম।’

কৃষ্ণার ট্র্যাক কমে আসায় কি বিচলিত তিনি? অভিনেত্রীর কথায়, ‘শিল্পীদের অনেক কিছু মানতে হয়, ছাড়তেও হয়। কৃষ্ণা চরিত্রের গুরুত্ব নয়, বলা ভালো সময় কমেছে।’ আগে একসঙ্গে দুটো মেগায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, তবে নিম ফুলের মধুর ক্ষেত্রে সেটা এতদিন সম্ভবপর হয়নি। এমনকী এই সিরিয়ালের জন্য একাধিক ছবির অফারেও ‘না’ বলেছেন অবলীলায়। যদিও আফসোস রয়েই গেছে। আসলে অভিনেতাদের জীবনটাই এমন। ভালো সময়ে পরপর কাজ আসে, অথচ হাতে কাজ না থাকলে পুরোই ফক্কা!

আগামী ২৬ থেকে ৩১ শে অগস্ট অর্থাৎ আগামী সপ্তাহে নিম ফুলের মধুতে পর্ণার নতুন বিবাহ অভিযান উঠে আসবে। প্রোমোতে দেখা গিয়েছে, ফোন করে বাবাকে (সৃজনের বাবাকে) পর্ণা অভিমন্যুকে বিয়ে করার সিদ্ধান্ত জানায়। তিনি দৌড়ে গিয়ে সৃজনকে সবটা বলেন। কাপড় কাচা শিকেয় তুলে সৃজন বলে, ‘পর্ণা বিয়ে আজই হবে বাবা, কিন্তু আমার সঙ্গে’। প্রোমোর এক্কেবারে শেষে পুরোহিতের বেশে ধ্যাষ্টামো জেঠু এবং বৃদ্ধার বেশে জেঠির দেখা মিলল। এছাড়াও চয়ণ গোঁফ লাগিয়ে কপালে তিলক কেটে একটু শেঠের বেশে সামনে এল। রুচিরা সাজল ওয়েট্রেস। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই এই প্রোমোর ভিউ সংখ্যা ফেসবুকে ৩০ লক্ষ পেরিয়েছে! বোঝাই যাচ্ছে এই ট্র্যাক নিয়ে দারুণ আগ্রহী ভক্তরা। 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.