পরনে কালো পোশাক, কাঁধে সিং, মাথার চুল টপনট করে বাঁধা, চোখে মুখে ভয়ঙ্কর মেকআপ, দেখে মনে হবে ঠোঁটের লিপস্টিকের পাশ দিয়ে যেন রক্ত গড়িয়ে পড়ছে। ঠিক বুঝেছেন, এই চেহারা যে ড্রাকুলার! কিন্তু একী! আর সেই ড্রাকুলা রক্ত নয়, মাছের ডিমের বড়া দিয়ে নাকি ভাত খাচ্ছে, উচ্ছে খাচ্ছে। ভাবছেন এসব আবার কোথায় ঘটেছে?
এসবই ঘটেছে আসলে ‘নিম ফুলের মধু’র সেটে। মজার এই ভিডিয়োটি উঠে এসেছেন অভিনেত্রী তনুশ্রী গোস্বামীর ফেসবুকের পাতায়। ভিডিয়োর শুরুতে টেবিলের উপর রাখা টিফিন বক্সে ভাত, মাছের ডিমের বড়া, উচ্ছে ভাজা সহ বিভিন্ন পদ দেখা যায়। ভিডিয়োটি করার সময় ব্যকগ্রাউন্ড থেকে তনুশ্রী বলেন, ‘আপনারা দেখছেন মানুষের খাবার, খাবে এখন। তো সেকী মানুষ?’ এরপরই শোনা যায় হাসির আওয়াজ। হাসছিলেন আসলে 'পর্ণা'র শাশুড়িমা 'কৃষ্ণা দত্ত' অর্থাৎ অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। এরপরই হেসে ফেলেন পর্ণার বউদি ‘মৌমিতা’ অর্থাৎ অভইনেত্রী মানসী সেনগুপ্ত। আসলে তাঁর জন্যই ভিডিয়োটি করা হচ্ছিল। যিনি কিনা ড্রাকুলার সাজে সেজেছিলেন। মানসী বললেন, ‘প্রথমবার কোনও ড্রাকুলা মাছের ডিমের বড়া দিয়ে উচ্ছে খাচ্ছে।’
পাশ থেকে অরিজিতা আবার তখন মানসীর থেকে মাছের ডিমের বড়া চাইলেন, ‘এই মানসী একটু দে…।’ মানসীর পর্দার শাশুড়িমা তখন বললেন, ‘তুই তো নাচবি, খেয়েদেয়ে নাচবি নাকি!’ মানসী তখন কাতর স্বরে বললেন, ‘খাব না একটু বাবা, নিজেদের তো খাওয়া হয়ে গেছে।’ তারপরই তনুশ্রীর নজর গেল টেবিলে রাখা মানসীর মোচা চিংড়িতে। প্রথমে যদিও তিনি সেটা কচুশাখ চিংড়ি ভেব ভুল করেছিলেন। পরে সেটা মোচা চিংড়ি জানতে পেরে তনুশ্রী বললেন, ‘এটা তো আমি খাব..।’ মানসী খেতে খেতে বললেন, ‘ড্রাকুলারা এই খায় আরি কি…’। এভাবেই সেটের মধ্যেই চলল নানান মজা-মশকরা।
প্রসঙ্গত, নিম ফুলের মধু ধারাবাহিকটি দর্শক দরবারে বেশ জনপ্রিয়। কিছুদিন আগেই জানা যায়, নিম ফুলের মধু ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড়। ধারাবাহিকের গল্পে আসছে নতুন চরিত্রও। আর সেই চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী পূর্বাশা রায়কে। জানা গিয়েছে এবার পর্ণার প্রতিপক্ষ তথা খলনায়িকা হিসেবে দেখা যাবে পূর্বাশাকে। ফলে নতুন করে যে এই মেগার গল্প জমবে সেটা বলার অপেক্ষা রাখে না।